বাংলাদেশের অর্থনীতি রপ্তানী ও বাণিজ্য

126. গ্রামীণ ব্যাংক -(Grameen Bank is -)

  • ক. একটি বাণিজ্যিক ব্যাংক
  • খ. একটি সময়বায় ব্যাংক
  • গ. একটি কৃষি উন্নয়ন ব্যাংক
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ কোনটিই নয়

বিস্তারিত

127. গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর ?

  • ক. ১৯৮৩
  • খ. ১৯৮২
  • গ. ১৯৭৬
  • ঘ. ১৯৯১

উত্তরঃ ১৯৮৩

বিস্তারিত

129. বর্তমান গ্রামীণ ব্যাংক 'গ্রামীণ ব্যাংক প্রকল্প' রূপে কবে কাজ শুরু করে?

  • ক. ১৯৮৩ সালে
  • খ. ১৯৭২ সালে
  • গ. ১৯৭৬ সালে
  • ঘ. ১৯৭৩ সালে

উত্তরঃ ১৯৭৬ সালে

বিস্তারিত

130. গ্রামীণ ব্যাংক এর প্রতিষ্ঠাতা কে? (Who is the founder of Grameen Bank?)

  • ক. ফজলে হাসান আবেদ (Fazle Hasan Abed)
  • খ. প্রফেসর মুহাম্মদ ইউনূস (Professor Mohammad Yunus)
  • গ. আনিসুর রহমান (Anisur Rahman)
  • ঘ. লুৎফর রহমান সরকার (Lutfor Rahman)

উত্তরঃ প্রফেসর মুহাম্মদ ইউনূস (Professor Mohammad Yunus)

বিস্তারিত

131. কোন ব্যাংকটি একটি বিশেষ ঋণদানকারী সংস্থা ?

  • ক. সোনালী ব্যাংক
  • খ. জনতা ব্যাংক
  • গ. গ্রামীণ ব্যাংক
  • ঘ. অগ্রণী ব্যাংক

উত্তরঃ গ্রামীণ ব্যাংক

বিস্তারিত

132. গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে?

  • ক. গ্রামের শ্রমিকদের
  • খ. গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণদের
  • গ. গ্রামের ধনী কৃষকদের
  • ঘ. গ্রামের কৃষকদের

উত্তরঃ গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণদের

বিস্তারিত

133. গ্রামীন ব্যাংকের বিশেষ বৈশিষ্ট্য কোনটি ?

  • ক. আমানত গ্রহণ
  • খ. জামানত ছাড়া ঋণদান
  • গ. মুদ্রা বাজারের উন্নয়ন
  • ঘ. পুঁজিপতিদের ঋণদান

উত্তরঃ জামানত ছাড়া ঋণদান

বিস্তারিত

135. An organization that mobilizes deposits from and lends to its members without any Bangladesh Bank regulation is -

  • ক. Agrani Bank
  • খ. Dhaka Stock Exchange
  • গ. IDLC
  • ঘ. Micro Finance Institution

উত্তরঃ Micro Finance Institution

বিস্তারিত

136. যে ব্যাংক দারিদ্র বিমোচন ক্রিয়া কর্মের জন্য খ্যাত-

  • ক. গ্রামীণ ব্যাংক
  • খ. উত্তরা ব্যাংক
  • গ. সোনালী ব্যাংক
  • ঘ. ইসলামী ব্যাংক

উত্তরঃ গ্রামীণ ব্যাংক

বিস্তারিত

137. ড. মুহাম্মদ ইউনুসের ক্ষুদ্রঋণ প্রকল্পের প্রারম্ভের জন্য কোন তথ্যটি সঠিক নয় ?

  • ক. ১৯৭৬ সালে
  • খ. চট্টগ্রামের জোবরা গ্রামে
  • গ. ৬০ জন সদস্যা নিয়ে
  • ঘ. প্রত্যেক নিজ পকেটে থেকে ১০০ টাকা ঋণ দিয়ে

উত্তরঃ প্রত্যেক নিজ পকেটে থেকে ১০০ টাকা ঋণ দিয়ে

বিস্তারিত

139. বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যেক্তা?

  • ক. চাটার্ড ব্যাংক
  • খ. ন্যাশনাল ব্যাংক
  • গ. গ্রামীণ ব্যাংক
  • ঘ. এবি ব্যাংক

উত্তরঃ গ্রামীণ ব্যাংক

বিস্তারিত

140. টাকা প্রধানত ব্যবহৃত হয় - (Money mainly serves as a -)

  • ক. বিনিময়ের মাধ্যম (Medium of exchange)
  • খ. অদল বদলের মাধ্যম (Means of barter)
  • গ. সঞ্চয়ের মাধ্যম (Means of hoarding)
  • ঘ. কোনটিই নয় (None of these)

উত্তরঃ বিনিময়ের মাধ্যম (Medium of exchange)

বিস্তারিত

141. টাকা কি ?

  • ক. কাগজের নোট
  • খ. বিনিময়ের মাধ্যম
  • গ. ধাতব পদার্থ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বিনিময়ের মাধ্যম

বিস্তারিত

142. এ উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয় কবে?

  • ক. ১৮৫৫
  • খ. ১৮৫৭
  • গ. ১৮৯০
  • ঘ. ১৮৯৫

উত্তরঃ ১৮৫৭

বিস্তারিত

143. বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত ?

  • ক. ঢাকা
  • খ. সাভার
  • গ. গাজীপুর
  • ঘ. টঙ্গী

উত্তরঃ গাজীপুর

বিস্তারিত

145. বাংলাদেশে নিজস্ব মুদ্রা চালু হয় -

  • ক. ৩ মার্চ, ১৯৭২
  • খ. ২৬ মার্চ, ১৯৭২
  • গ. ৪ মার্চ, ১৯৭২
  • ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭২

উত্তরঃ ৪ মার্চ, ১৯৭২

বিস্তারিত

146. বাংলাদেশের কাগজের নোট প্রথম চালু হয় ?

  • ক. ১ লা মার্চ, ১৯৭২ সাল
  • খ. ৪ মার্চ, ১৯৭২ সাল
  • গ. ৩ এপ্রিল, ১৯৭৩ সাল
  • ঘ. ১ ফেব্রুয়ারী, ১৯৭৩ সালে

উত্তরঃ ৪ মার্চ, ১৯৭২ সাল

বিস্তারিত

147. বাংলাদেশে ধাতব মুদ্রা কবে থেকে চালু হয় ?

  • ক. ১ লা মার্চ, ১৯৭২ সাল
  • খ. ২ ফেব্রুয়ারি,১৯৭২ সাল
  • গ. ৪ জানুয়ারি, ১৯৭৩ সাল
  • ঘ. ১২ জুন, ১৯৭৩ সাল

উত্তরঃ ৪ জানুয়ারি, ১৯৭৩ সাল

বিস্তারিত

148. স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট কবে প্রথম চালু করা হয়?

  • ক. ২৬ মার্চ, ১৯৭২
  • খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
  • গ. ৪ মার্চ, ১৯৭২
  • ঘ. ৪ জানুয়ারি, ১৯৭২

উত্তরঃ ৪ মার্চ, ১৯৭২

বিস্তারিত

150. বাংলাদেশে ১০০০ টাকা মূল্যমানের নোট কবে থেকে চালু হয়েছে?

  • ক. ৭ অক্টোবর, ২০০৮
  • খ. ১৬ অক্টোবর, ২০০৮
  • গ. ২৭ অক্টোবর, ২০০৮
  • ঘ. ৩১ অক্টোবর, ২০০৮

উত্তরঃ ২৭ অক্টোবর, ২০০৮

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects