বাংলাদেশের জাতীয় সংসদ সংসদ আইন ও বিল

1. খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন ?

  • ক. কৃষি
  • খ. অর্থ
  • গ. খাদ্য ও দুর্যোগ
  • ঘ. স্থানীয় সরকার

উত্তরঃ খাদ্য ও দুর্যোগ

বিস্তারিত

2. জেলা প্রশাসক সচিবালয়ে কর্মরত নিম্নের পদবীর কোন পদমর্যাদার সমতুল্য ?

  • ক. সিনিয়র সহকারী সচিব
  • খ. উপ-সচিব
  • গ. যুগ্ম সচিব
  • ঘ. অতিরিক্ত সচিব

উত্তরঃ যুগ্ম সচিব

বিস্তারিত

3. বাংলাদেশের প্রথম নির্বাচন কোন সালে অনুষ্ঠিত হয় ?

  • ক. ১৯৭১
  • খ. ১৯৭২
  • গ. ১৯৭৩
  • ঘ. ১৯১৭

উত্তরঃ ১৯৭৩

বিস্তারিত

4. বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় -

  • ক. ১৯৭১
  • খ. ১৯৭২
  • গ. ১৯৭৩
  • ঘ. ১৯৭৪

উত্তরঃ ১৯৭৩

বিস্তারিত

5. জনগণের সরাসরি ভোটে বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে ?

  • ক. ১৯৭৩ সালে
  • খ. ১৯৭৮ সালে
  • গ. ১৯৭১ সালে
  • ঘ. ১৯৮২ সালে

উত্তরঃ ১৯৭৮ সালে

বিস্তারিত

6. বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন ?

  • ক. ড. কামাল হোসেন
  • খ. বিচারপতি সাহাবুদ্দিন
  • গ. বিচারপতি হাবিবুর রহমান
  • ঘ. সৈয়দ ইশতিয়াক আহমদ

উত্তরঃ বিচারপতি সাহাবুদ্দিন

বিস্তারিত

8. 'অয়ান-ইলেভেন' কোন দেশের রাজনৈতিক ঘটনার সাথে জড়িত ?

  • ক. বাংলাদেশ
  • খ. পাকিস্তান
  • গ. মার্কিন যুক্তরাষ্ট্র
  • ঘ. গ্রেট ব্রিটেন

উত্তরঃ বাংলাদেশ

বিস্তারিত

9. বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সনে?

  • ক. ১৯৮৩
  • খ. ১৯৮৪
  • গ. ১৯৮৫
  • ঘ. ১৯৮৬

উত্তরঃ ১৯৮৫

বিস্তারিত

10. বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় কোন সালে -

  • ক. ১৯৭৬
  • খ. ১৯৭৭
  • গ. ১৯৭৮
  • ঘ. ১৯৭৯

উত্তরঃ ১৯৭৭

বিস্তারিত

11. তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর পদত্যাগ করেন কার নির্দেশে?

  • ক. কর্নেল ওসমানী
  • খ. মেজর জিয়া
  • গ. মেজর শফিউল্লাহ
  • ঘ. শেখ মুজিব

উত্তরঃ শেখ মুজিব

বিস্তারিত

12. বাংলাদেশ কোড -

  • ক. ফোন কোড
  • খ. আইন সংকলন
  • গ. ইন্টারনেট ডোমেন
  • ঘ. আইএসপি

উত্তরঃ আইন সংকলন

বিস্তারিত

13. বাংলাদেশের দণ্ডবিধি প্রণীত হয় -

  • ক. ১৮৭০ সালে
  • খ. ১৮৬০ সালে
  • গ. ১৯৮০ সালে
  • ঘ. ২০০৬ সালে

উত্তরঃ ১৮৬০ সালে

বিস্তারিত

14. বাংলাদেশের ফৌজদারী কার্যবিধি প্রণীত হয় -

  • ক. ১৯৯০ সালে
  • খ. ১৮৯৮ সালে
  • গ. ১৯৪৭ সালে
  • ঘ. ১৭৭৩ সালে

উত্তরঃ ১৮৯৮ সালে

বিস্তারিত

15. স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধীকরণ ও নিয়ন্ত্রণ আইন পাস হয় কবে?

  • ক. ১৯৪৮ সালে
  • খ. ১৯৫২ সালে
  • গ. ১৯৫৮ সালে
  • ঘ. ১৯৬১ সালে

উত্তরঃ ১৯৬১ সালে

বিস্তারিত

16. মুসলিম পারিবারিক আইন কোন সালে প্রণীত হয় -

  • ক. ১৯৫৮
  • খ. ১৯৬২
  • গ. ১৯৬১
  • ঘ. ১৯৬৫

উত্তরঃ ১৯৬১

বিস্তারিত

17. ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন কোন ক্ষেত্রে বেশী অবদান রাখছে?

  • ক. নারী কল্যাণ
  • খ. শিশু কল্যাণ
  • গ. বৈবাহিক সংস্কার
  • ঘ. পূর্বের তিন ক্ষেত্রেই

উত্তরঃ পূর্বের তিন ক্ষেত্রেই

বিস্তারিত

18. মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ এবং পারিবারিক আদালত অধ্যাদেশ প্রণীত হয় যথাক্রমে -

  • ক. ১৯৬১ এবং ১৯৮৫
  • খ. ১৯৬২ এবং ১৯৮০
  • গ. ১৮২৯ এবং ১৯৮৩
  • ঘ. ১৯৬০ এবং ১৯৭৪

উত্তরঃ ১৯৬১ এবং ১৯৮৫

বিস্তারিত

19. বাংলাদেশে 'বিশেষ ক্ষমতা আইন' কত সালে প্রণীত হয়েছিল?

  • ক. ১৯৭২
  • খ. ১৯৭৪
  • গ. ১৯৭৫
  • ঘ. ১৯৭৭

উত্তরঃ ১৯৭৪

বিস্তারিত

20. বাংলাদেশে শিশু আইন প্রণীত হয় -

  • ক. ১৯৭৪ সনে
  • খ. ১৯৭৬ সনে
  • গ. ১৯৭৮ সনে
  • ঘ. ১৯৮০ সনে

উত্তরঃ ১৯৭৪ সনে

বিস্তারিত

23. বাংলাদেশে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় -

  • ক. ১৯৭৪ সালে
  • খ. ১৯৭৬ সালে
  • গ. ১৯৭৮ সালে
  • ঘ. ১৯৮০ সালে

উত্তরঃ ১৯৭৬ সালে

বিস্তারিত

24. যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয় কত সালে?

  • ক. ১৯৮০
  • খ. ১৯৬১
  • গ. ১৯৫৫
  • ঘ. ১৯৪৮

উত্তরঃ ১৯৮০

বিস্তারিত

25. যৌতুক দেওয়া ও নেওয়ার সর্বোচ্চ শাস্তি -

  • ক. ১০ বছরের কারাদন্ড
  • খ. মৃত্যুদন্ড
  • গ. যাবজ্জীবন কারাদন্ড
  • ঘ. পাঁচ বছর কারাদন্ড

উত্তরঃ পাঁচ বছর কারাদন্ড

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects