বাংলাদেশের জাতীয় সংসদ সংসদ আইন ও বিল
1. খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন ?
- ক. কৃষি
- খ. অর্থ
- গ. খাদ্য ও দুর্যোগ
- ঘ. স্থানীয় সরকার
উত্তরঃ খাদ্য ও দুর্যোগ
2. জেলা প্রশাসক সচিবালয়ে কর্মরত নিম্নের পদবীর কোন পদমর্যাদার সমতুল্য ?
- ক. সিনিয়র সহকারী সচিব
- খ. উপ-সচিব
- গ. যুগ্ম সচিব
- ঘ. অতিরিক্ত সচিব
উত্তরঃ যুগ্ম সচিব
5. জনগণের সরাসরি ভোটে বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে ?
- ক. ১৯৭৩ সালে
- খ. ১৯৭৮ সালে
- গ. ১৯৭১ সালে
- ঘ. ১৯৮২ সালে
উত্তরঃ ১৯৭৮ সালে
6. বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন ?
- ক. ড. কামাল হোসেন
- খ. বিচারপতি সাহাবুদ্দিন
- গ. বিচারপতি হাবিবুর রহমান
- ঘ. সৈয়দ ইশতিয়াক আহমদ
উত্তরঃ বিচারপতি সাহাবুদ্দিন
7. বিচারপতি হাবিবুর রহমান কোন সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ?
- ক. ১৯৯১
- খ. ১৯৯৬
- গ. ২০০১
- ঘ. ২০০২
উত্তরঃ ১৯৯৬
8. 'অয়ান-ইলেভেন' কোন দেশের রাজনৈতিক ঘটনার সাথে জড়িত ?
- ক. বাংলাদেশ
- খ. পাকিস্তান
- গ. মার্কিন যুক্তরাষ্ট্র
- ঘ. গ্রেট ব্রিটেন
উত্তরঃ বাংলাদেশ
11. তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর পদত্যাগ করেন কার নির্দেশে?
- ক. কর্নেল ওসমানী
- খ. মেজর জিয়া
- গ. মেজর শফিউল্লাহ
- ঘ. শেখ মুজিব
উত্তরঃ শেখ মুজিব
13. বাংলাদেশের দণ্ডবিধি প্রণীত হয় -
- ক. ১৮৭০ সালে
- খ. ১৮৬০ সালে
- গ. ১৯৮০ সালে
- ঘ. ২০০৬ সালে
উত্তরঃ ১৮৬০ সালে
14. বাংলাদেশের ফৌজদারী কার্যবিধি প্রণীত হয় -
- ক. ১৯৯০ সালে
- খ. ১৮৯৮ সালে
- গ. ১৯৪৭ সালে
- ঘ. ১৭৭৩ সালে
উত্তরঃ ১৮৯৮ সালে
15. স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধীকরণ ও নিয়ন্ত্রণ আইন পাস হয় কবে?
- ক. ১৯৪৮ সালে
- খ. ১৯৫২ সালে
- গ. ১৯৫৮ সালে
- ঘ. ১৯৬১ সালে
উত্তরঃ ১৯৬১ সালে
17. ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন কোন ক্ষেত্রে বেশী অবদান রাখছে?
- ক. নারী কল্যাণ
- খ. শিশু কল্যাণ
- গ. বৈবাহিক সংস্কার
- ঘ. পূর্বের তিন ক্ষেত্রেই
উত্তরঃ পূর্বের তিন ক্ষেত্রেই
18. মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ এবং পারিবারিক আদালত অধ্যাদেশ প্রণীত হয় যথাক্রমে -
- ক. ১৯৬১ এবং ১৯৮৫
- খ. ১৯৬২ এবং ১৯৮০
- গ. ১৮২৯ এবং ১৯৮৩
- ঘ. ১৯৬০ এবং ১৯৭৪
উত্তরঃ ১৯৬১ এবং ১৯৮৫
22. বাংলাদেশের আইন অনুযায়ী কত বছরের নিচে শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না ?
- ক. ১২ বছর
- খ. ১৪ বছর
- গ. ১৬ বছর
- ঘ. ১৮ বছর
উত্তরঃ ১৬ বছর
23. বাংলাদেশে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় -
- ক. ১৯৭৪ সালে
- খ. ১৯৭৬ সালে
- গ. ১৯৭৮ সালে
- ঘ. ১৯৮০ সালে
উত্তরঃ ১৯৭৬ সালে
25. যৌতুক দেওয়া ও নেওয়ার সর্বোচ্চ শাস্তি -
- ক. ১০ বছরের কারাদন্ড
- খ. মৃত্যুদন্ড
- গ. যাবজ্জীবন কারাদন্ড
- ঘ. পাঁচ বছর কারাদন্ড
উত্তরঃ পাঁচ বছর কারাদন্ড