বাংলাদেশের জাতীয় সংসদ সংসদ আইন ও বিল
51. অষ্টম জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোন মাসের কত তারিখে?
- ক. ১০ অক্টোবর, ২০০১
- খ. ২৮ অক্টোবর, ২০০১
- গ. ১ নভেম্বর, ২০০১
- ঘ. ১৫ নভেম্বর, ২০০১
উত্তরঃ ২৮ অক্টোবর, ২০০১
52. বাংলাদেশে ৭ম জাতীয় সংসদের বিলুপ্তি ঘটে ২০০১ -এর জুলাই মাসের কত তারিখে ?
- ক. ১০
- খ. ১১
- গ. ১২
- ঘ. ১৩
উত্তরঃ ১৩
53. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয় কোন সনে গঠিত হয়?
- ক. ১৯৯২ সালে
- খ. ২০০০ সালে
- গ. ২০০১ সালে
- ঘ. ২০০২ সালে
উত্তরঃ ২০০১ সালে
54. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় কোন সরকারের আমলে গঠিত হয় ?
- ক. হোসাইন মোহাম্মদ এরশাদ
- খ. বেগম জিয়া
- গ. শেখ হাসিনা
- ঘ. ৪ দলীয় জোট
উত্তরঃ ৪ দলীয় জোট
- ক. বাণিজ্য (Commerce)
- খ. পরিকল্পনা (Planning)
- গ. অর্থ (Finance)
- ঘ. স্থানীয় সরকার (LGRD)
উত্তরঃ বাণিজ্য (Commerce)
56. অধিদপ্তরের দায়িত্বে নিয়োজিত কে থাকেন?
- ক. সচিব
- খ. মন্ত্রী
- গ. মহাপরিচালক
- ঘ. পরিচালক
উত্তরঃ মহাপরিচালক
57. জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? (Who is the architect of the Parliament building of Bangladesh?)
- ক. John Homes
- খ. Louis I Kahn
- গ. Frank Loyed wright
- ঘ. Shomen Saha
উত্তরঃ Louis I Kahn
58. জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত?
- ক. ৩২০ একর
- খ. ২১৫ একর
- গ. ১৮৫ একর
- ঘ. ১২২ একর
উত্তরঃ ২১৫ একর
59. বাংলাদেশের জাতীয় সংসদ ভবন কবে উদ্বোধন করা হয়?
- ক. ২৮ জানুয়ারি, ১৯৮০
- খ. ২৮ জানুয়ারি, ১৯৮২
- গ. ২৮ জানুয়ারি, ১৯৮৪
- ঘ. ২৮ জানুয়ারি, ১৯৮৪
উত্তরঃ ২৮ জানুয়ারি, ১৯৮২
60. ঢাকা বিশ্ববিদ্যালয় কোন হলে একসময় সংসদের কার্যক্রম চলতো ?
- ক. এফ. রহমান হল
- খ. জগন্নাথ হল
- গ. ফজলুল হক হল
- ঘ. সলিমুল্লাহ হল
উত্তরঃ জগন্নাথ হল
61. তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল ?
- ক. শেরে বাংলা নগরে
- খ. জগন্নাথ হলে
- গ. তেজগাঁয়ে
- ঘ. জগন্নাথ কলেজে
উত্তরঃ জগন্নাথ হলে
64. বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম কোন বিদেশী রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করেন ?
- ক. ভারতীয় রাষ্ট্রপ্রধান
- খ. যুগোশ্লাভিয়ার রাষ্ট্রপ্রধান
- গ. শ্রীলংকার রাষ্ট্রপ্রধান
- ঘ. মালদ্বীপের রাষ্ট্রপ্রধান
উত্তরঃ যুগোশ্লাভিয়ার রাষ্ট্রপ্রধান
65. কোন বিদেশী রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন ?
- ক. পন্ডিত জওহরলাল নেহেরু
- খ. মার্শাল জোসেফ টিটো
- গ. লালবাহাদুর শাস্ত্রী
- ঘ. রিচার্ড নিক্সন
উত্তরঃ মার্শাল জোসেফ টিটো
67. বাংলাদেশের জাতীয় প্রতীক -(National emblem of Bangladesh consists -)
- ক. A Royal Bengal Tiger standing in a forest flanked by spotted deers on two sides
- খ. A bouquet of Rajanigandha with a shoot of paddy on one side and a jute plant on the other
- গ. Shapla Flower on water flanked on two sides by shoots of paddy decorated by two stars and three jute leaves at the top.
- ঘ. Shahid Minar in the background of a rising sun.
উত্তরঃ Shapla Flower on water flanked on two sides by shoots of paddy decorated by two stars and three jute leaves at the top.
68. আইন-শৃঙখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন জাতীয় সংসদে পাস হয় কোন সালের কত তারিখে?
- ক. ১৭ এপ্রিল, ২০০২
- খ. ৯ এপ্রিল, ২০০২
- গ. ১৮ মার্চ, ২০০২
- ঘ. ৩ এপ্রিল, ২০০২
উত্তরঃ ৯ এপ্রিল, ২০০২
69. তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস হয়?
- ক. ২১ জানুয়ারি, ১৯৯১
- খ. ২২ ফেব্রুয়ারী, ১৯৯২
- গ. ২৭ মার্চ, ১৯৯৬
- ঘ. ২৮ এপ্রিল, ১৯৯৭
উত্তরঃ ২৭ মার্চ, ১৯৯৬
71. রাষ্ট্রপতির অনুপস্থিতিতে বা তার অসামর্থ্যের ক্ষেত্রে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
- ক. ডেপুটি স্পিকার
- খ. স্পিকার
- গ. প্রধানমন্ত্রী
- ঘ. মন্ত্রীপরিষদ সচিব
উত্তরঃ স্পিকার
72. জাতীয় সংসদে নিরপেক্ষতার প্রতীক--
- ক. প্রধানমন্ত্রী
- খ. প্রেসিডেন্ট
- গ. স্পিকার
- ঘ. হুইপ
উত্তরঃ স্পিকার
73. জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয় সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী--
- ক. ২১(২)
- খ. ৭৪(১)
- গ. ২৮(২)খ
- ঘ. ৭৮(১)
উত্তরঃ ৭৪(১)