বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিবসহকারী পরিচালক প্রশাসন
1. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কি?
- ক. কপট ব্যক্তি
- খ. ঘনিষ্ঠ সম্পর্ক
- গ. হতভাগ্য
- ঘ. মোসাহেব
2. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
- ক. প্রতিসরণ
- খ. বিচ্ছুরণ
- গ. অপবর্তন
- ঘ. অভ্যন্তরীণ প্রতিফলন
- ক. হাইড্রোজেন
- খ. অক্সিজেন
- গ. ক্লোরিন
- ঘ. ব্রোমিন
- ক. ভিটামিন ‘ই’
- খ. ভিটামিন ‘কে’
- গ. ভিটামিন বি কমপ্লেক্স
- ঘ. ভিটামিন ‘এ’
5. He insisted - there. (Fill in the gap)
- ক. on my going
- খ. is to go
- গ. over going
- ঘ. to go
6. কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?
- ক. রাখাইন
- খ. মারমা
- গ. পাঙন
- ঘ. খিয়াং
7. লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
- ক. চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
- খ. সতীদাহ নিবারণ ব্যবস্থা
- গ. দ্বৈত শাসন ব্যবস্থা
- ঘ. পুলিশ ব্যবস্থা
8. মহাজাগতিক রশ্মির আবিষ্কারক -
- ক. হেস
- খ. আইনস্টাইন
- গ. টলেমি
- ঘ. হাবল
- ক. ভিটামিন কে
- খ. ভিটামিন বি কমপ্লেক্স
- গ. ভিটামিন এ
- ঘ. ভিটামিন ই
10. ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক ছিলেন -
- ক. জন ক্লার্ক মার্শম্যান
- খ. জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
- গ. উইলিয়াম কেরি
- ঘ. ডেভিড হেয়ার
12. নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?
- ক. সভাসদ
- খ. শুভেচ্ছা
- গ. ফলবান
- ঘ. তন্বী
13. ‘এ যে আমাদের চেনা লোক’ - বাক্যে ‘চেনা’ কোন পদ?
- ক. বিশেষ্য
- খ. অব্যয়
- গ. ক্রিয়া
- ঘ. বিশেষণ
14. ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
- ক. শৈবধর্ম
- খ. বৌদ্ধ সহজযান
- গ. নাথধর্ম
- ঘ. কোনেটি নয়
15. ‘জজ সাহেব’ কোন সমাসের উদাহরণ?
- ক. দ্বিগু
- খ. কর্মধারয়
- গ. দ্বন্দ্ব
- ঘ. বহুব্রীহি
- ক. নিশিথিনী
- খ. নিশীথীনি
- গ. নিশিথীনি
- ঘ. নিশীথিনী
19. ‘জনৈক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ -
- ক. জন + ইক
- খ. জন + এক
- গ. জনৈ + এক
- ঘ. জন + ঈক
20. ‘পাখি সব করে রব, রাতি পোহাইল’ পঙক্তির রচয়িতা -
- ক. রামনারায়ণ তর্করত্ন
- খ. বিহারীলাল চক্রবর্তী
- গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
- ঘ. মদনমোহন তর্কলংকর
21. ‘এ মাটি সোনার বাড়া’ - এ উদ্ধৃতিতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
- ক. বিশেষণের অতিশায়ন
- খ. রূপবাচক বিশেষণ
- গ. উপাদানবাচক বিশেষণ
- ঘ. বিধেয় বিশেষণ
22. ‘লাঠালাঠি’ - এটি কোন সমাস?
- ক. প্রাদি সমাস
- খ. ব্যতিহার বহুব্রীহি সমাস
- গ. তৎপুরুষ সমাস
- ঘ. কর্মধারয় সমাস
23. ‘নষ্ট হওয়ার স্বভার যার’ এক কথায় হবে -
- ক. নিদাঘ
- খ. নশ্বর
- গ. নষ্টমান
- ঘ. বিনশ্বর
24. The new offer of job was alluring. Here 'alluring' means -
- ক. unexpected
- খ. tempting
- গ. disappointed
- ঘ. ordinary
25. 'David Copperfield' is a/an - novel.
- ক. Victorian
- খ. Elizabethan
- গ. Romantic
- ঘ. Modern