বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিবসহকারী পরিচালক প্রশাসন
51. সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয়?
- ক. পাগ-মার্ক
- খ. ফুটমার্ক
- গ. GIS
- ঘ. কোয়ার্ডবেট
52. মস্তিস্ক কোন তন্ত্রের অস্ত্র?
- ক. স্নায়ুতন্ত্রের
- খ. রেচন তন্ত্রের
- গ. পরিপাক তন্ত্রের
- ঘ. শ্বাস তন্ত্রের
53. কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে?
- ক. ডিজেল
- খ. পেট্রোল
- গ. অকটেন
- ঘ. সিএনজি
54. আয়নায়া প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোনো পরিবর্তন হবে না?
- ক. OPT
- খ. NOON
- গ. SOS
- ঘ. OTTO
55. কীসের স্রোতে নদীখাত গভীর হয়?
- ক. সমুদ্রস্রোত
- খ. নদী স্রোত
- গ. বানের স্রোত
- ঘ. জোয়ার-ভাটার স্রোত
56. গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
- ক. ৯১ বর্গ কিলোমিটার
- খ. ৯ বর্গ কিলোমিটার
- গ. ৭ বর্গ কিলোমিটার
- ঘ. ৮ বর্গ কিলোমিটার
57. ‘অভিল টারটল’ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
- ক. সেন্টমার্টিন
- খ. রাঙাবালি
- গ. চর আলেকজান্ডার
- ঘ. ছেড়াদ্বীপ
58. ‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশর কৃষি ক্ষেত্রে কিসের নাম?
- ক. উন্নত কৃষি যন্ত্রপাতির নাম
- খ. উন্নত জাতের ধানের নাম
- গ. দুটি কৃষি বিষয়ক বেসরকারি সংস্থার নাম
- ঘ. উন্নত জাতের গমের নাম
59. সুনামির (Tsunami) কারণ হলো -
- ক. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
- খ. ঘূর্ণিঝড়
- গ. চন্দ্র ও সূর্যের আকর্ষণ
- ঘ. সমুদ্র তলদেশের ভূমিকম্প
60. কোনো শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিস্কে থাকে?
- ক. ১ সেকেন্ড
- খ. ০.১ সেকেন্ড
- গ. ০.০১ সেকেন্ড
- ঘ. ০.০০১ সেকেন্ড
61. ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কী বলে?
- ক. সৌর বছর
- খ. কসমিক ইয়ার
- গ. আলোক বর্ষ
- ঘ. পালসার
62. মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
- ক. মেলানিন
- খ. থায়ামিন
- গ. ক্যারোটিন
- ঘ. হিমোগ্লোবিন
63. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?
- ক. ৩১ জানুয়ারি ১৯৫২
- খ. ২ ফেব্রুয়ারি ১৯৫২
- গ. ৩০ জানুয়ারি ১৯৫২
- ঘ. ২০ জানুয়ারি ১৯৫২
64. যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় -
- ক. প্যাথজেনিক
- খ. ইনফেকশন
- গ. টক্সিন
- ঘ. জীবাণু
65. প্রেসার কুকারে পানির স্টুটনাঙ্ক -
- ক. কম হয়
- খ. বেশি হয়
- গ. ঠিক থাকে
- ঘ. কোনটিই নয়
66. মাথাপিছু গ্রিন হাউস গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী কোন দেশটি?
- ক. রাশিয়া
- খ. যুক্তরাষ্ট্র
- গ. ইরান
- ঘ. জার্মানি
67. নিচের কোন আপদটি (hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?
- ক. সড়ক দুর্ঘটনা
- খ. তামাক ও মাদকদ্রব্য গ্রহণ
- গ. ক্যান্সার
- ঘ. বায়ু দূষণ
68. বাঙ্গালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
- ক. দ্রাবিড়
- খ. নেগ্রিটো
- গ. ভোটচীন
- ঘ. অস্ট্রিক
69. জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো -
- ক. সুশাসন
- খ. আইনের শাসন
- গ. রাজনীতি
- ঘ. মানবাধিকার
- ক. গাণিতিক সমাধান
- খ. দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
- গ. সম্ভাব্য সবধরনের কাজের মধ্যমান
- ঘ. একটি দার্শনিক সম্প্রদায়ের নাম
71. একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো -
- ক. স্বাধীনতা
- খ. ক্ষমতা
- গ. জনকল্যাণ
- ঘ. কর্মদক্ষতা
72. ‘ডমিনো’ তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
- ক. নিকট প্রাচ্য
- খ. দক্ষিণ পূর্ব এশিয়া
- গ. পূর্ব আফ্রিকা
- ঘ. পূর্ব ইউরোপ
- ক. অসম্পৃক্ত এলকোহল
- খ. জৈব এসিড
- গ. পলিমার
- ঘ. এমিনো এসিড
74. বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?
- ক. ১২০০
- খ. ১২০৪
- গ. ১২১১
- ঘ. ১২১২
- ক. OMR
- খ. COM
- গ. Plotter
- ঘ. Monitor