কায়কোবাদ

1. নিচের কোনটি কায়কোবাদ রচিত মহাকাব্য?

  • ক. অশ্র“মালা
  • খ. মহাশ্মশান
  • গ. বলাবন
  • ঘ. মেঘনাদবধ

উত্তরঃ মহাশ্মশান

বিস্তারিত

2. কোন বিষয়ের উপর ভিত্তি করে ‘মহাশ্মশান’ কাব্য রচিত?

  • ক. পানিপথের প্রথম যুদ্ধ
  • খ. পানিপথের দ্বিতীয় যুদ্ধ
  • গ. পানিপথের তৃতীয় যুদ্ধ
  • ঘ. পলাশীর যুদ্ধ

উত্তরঃ পানিপথের তৃতীয় যুদ্ধ

বিস্তারিত

3. ‘কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. চম্পাবতী
  • খ. গঙ্গামণি
  • গ. লাজুকলতা
  • ঘ. বিরহ বিলাপ

উত্তরঃ বিরহ বিলাপ

বিস্তারিত

4. ‘আযান’ কবিতাটি কার রচিত?

  • ক. আহসান হাবীব
  • খ. কায়কোবাদ
  • গ. জসীম উদ্দীন
  • ঘ. শামসুর রহমান

উত্তরঃ কায়কোবাদ

বিস্তারিত

5. ‘শিবমন্দির’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

  • ক. গোবিন্দ্রচন্দ্র দাস
  • খ. কায়কোবাদ
  • গ. অক্ষয় কুমার সরকার
  • ঘ. নবীনচন্দ্র সেন

উত্তরঃ কায়কোবাদ

বিস্তারিত

6. কোনটি ‘মহাকাব্য’?

  • ক. লা মিজরেবল
  • খ. দি ওয়েস্টল্যান্ড
  • গ. প্যারাডাইস লস্ট
  • ঘ. ভিশনস অব দি পাস্ট

উত্তরঃ প্যারাডাইস লস্ট

বিস্তারিত

7. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকবি কে?

  • ক. শাহ মুহম্মদ সগীর
  • খ. মীর মশাররফ হোসেন
  • গ. আলাওল
  • ঘ. কায়কোবাদ

উত্তরঃ কায়কোবাদ

বিস্তারিত

8. ‘অশ্রুমালা’ ও ‘মহাশ্মশান’ কার রচনা?

  • ক. রবীন্দ্রনাথ
  • খ. কায়কোবাদ
  • গ. নজরুল ও শরৎ
  • ঘ. শরৎ ও রবীন্দ্রনাথ

উত্তরঃ কায়কোবাদ

বিস্তারিত

9. নিচের কোনটি মুসলমান রচিত মহাকাব্য?

  • ক. রৈবতক
  • খ. মহাশ্মশান
  • গ. পলাশীর যুদ্ধ
  • ঘ. কুরুক্ষেত্র

উত্তরঃ মহাশ্মশান

বিস্তারিত

10. ‘মহাশ্মশান’ মহাকাব্যের কবি কে?

  • ক. ফররুখ আহমদ
  • খ. মীর মশাররফ হোসেন
  • গ. ইসমাইল হোসেন সিরাজী
  • ঘ. কায়কোবাদ

উত্তরঃ কায়কোবাদ

বিস্তারিত

11. ‘আযান’ কবিতাটি কার রচনা?

  • ক. আকরম খাঁ
  • খ. কায়কোবাদ
  • গ. ফররুখ আহমদ
  • ঘ. হামিদ আলী

উত্তরঃ কায়কোবাদ

বিস্তারিত

12. কায়কোবাদের কোন গ্রন্থটি পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিতে রচিত?

  • ক. অমিয়ধারা
  • খ. মহররম শরীফ
  • গ. অশ্রুমালা
  • ঘ. মহাশ্মশান

উত্তরঃ মহাশ্মশান

বিস্তারিত

13. কায়কোবাদের রচনা নয় কোনটি?

  • ক. মহাশ্মশান
  • খ. অশ্রুমালা
  • গ. চিন্তাতরঙ্গিনী
  • ঘ. বিরহ বিলাপ

উত্তরঃ চিন্তাতরঙ্গিনী

বিস্তারিত

14. কবি কায়কোবাদ রচিত 'অশ্রুমালা' কোন জাতীয় রচনা?

  • ক. গল্পগ্রন্থ
  • খ. কাব্য
  • গ. উপন্যাস
  • ঘ. গীতিকাব্য

উত্তরঃ গীতিকাব্য

বিস্তারিত

15. মহাশ্মশান কাব্যগ্রন্থের রচয়িতা কবি কায়কোবাদের আসল নাম কি?

  • ক. ইসমাইল হোসেন সিরাজী
  • খ. নেয়ামত উল্লাহ আল কোরেশী
  • গ. মোহাম্মদ কাজেম আল কোরেশী
  • ঘ. মুহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী

উত্তরঃ মোহাম্মদ কাজেম আল কোরেশী

বিস্তারিত

16. অশ্রুমালা'র কবি কে?

  • ক. মীর মশাররফ হোসেন
  • খ. কায়কোবাদ
  • গ. মোজাম্মেল হক
  • ঘ. ইসমাইল হোসেন সিরাজী

উত্তরঃ কায়কোবাদ

বিস্তারিত

18. কোনটি মহাকাব্য?

  • ক. মহাশ্মশান
  • খ. গীতাঞ্জলি
  • গ. অগ্নিবীণা
  • ঘ. ইউসুফ-জোলেখা

উত্তরঃ মহাশ্মশান

বিস্তারিত

19. কায়কোবাদের মূল নাম কি?

  • ক. মীর্জা কায়কোবাদ
  • খ. কাজেম আল কোরেশী
  • গ. শাহ কাজেম বিন হাই
  • ঘ. কায়কোবাদ বিন হাই

উত্তরঃ কাজেম আল কোরেশী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects