কায়কোবাদ
1. নিচের কোনটি কায়কোবাদ রচিত মহাকাব্য?
- ক. অশ্র“মালা
- খ. মহাশ্মশান
- গ. বলাবন
- ঘ. মেঘনাদবধ
উত্তরঃ মহাশ্মশান
2. কোন বিষয়ের উপর ভিত্তি করে ‘মহাশ্মশান’ কাব্য রচিত?
- ক. পানিপথের প্রথম যুদ্ধ
- খ. পানিপথের দ্বিতীয় যুদ্ধ
- গ. পানিপথের তৃতীয় যুদ্ধ
- ঘ. পলাশীর যুদ্ধ
উত্তরঃ পানিপথের তৃতীয় যুদ্ধ
3. ‘কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
- ক. চম্পাবতী
- খ. গঙ্গামণি
- গ. লাজুকলতা
- ঘ. বিরহ বিলাপ
উত্তরঃ বিরহ বিলাপ
- ক. আহসান হাবীব
- খ. কায়কোবাদ
- গ. জসীম উদ্দীন
- ঘ. শামসুর রহমান
উত্তরঃ কায়কোবাদ
5. ‘শিবমন্দির’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
- ক. গোবিন্দ্রচন্দ্র দাস
- খ. কায়কোবাদ
- গ. অক্ষয় কুমার সরকার
- ঘ. নবীনচন্দ্র সেন
উত্তরঃ কায়কোবাদ
- ক. লা মিজরেবল
- খ. দি ওয়েস্টল্যান্ড
- গ. প্যারাডাইস লস্ট
- ঘ. ভিশনস অব দি পাস্ট
উত্তরঃ প্যারাডাইস লস্ট
7. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকবি কে?
- ক. শাহ মুহম্মদ সগীর
- খ. মীর মশাররফ হোসেন
- গ. আলাওল
- ঘ. কায়কোবাদ
উত্তরঃ কায়কোবাদ
8. ‘অশ্রুমালা’ ও ‘মহাশ্মশান’ কার রচনা?
- ক. রবীন্দ্রনাথ
- খ. কায়কোবাদ
- গ. নজরুল ও শরৎ
- ঘ. শরৎ ও রবীন্দ্রনাথ
উত্তরঃ কায়কোবাদ
9. নিচের কোনটি মুসলমান রচিত মহাকাব্য?
- ক. রৈবতক
- খ. মহাশ্মশান
- গ. পলাশীর যুদ্ধ
- ঘ. কুরুক্ষেত্র
উত্তরঃ মহাশ্মশান
10. ‘মহাশ্মশান’ মহাকাব্যের কবি কে?
- ক. ফররুখ আহমদ
- খ. মীর মশাররফ হোসেন
- গ. ইসমাইল হোসেন সিরাজী
- ঘ. কায়কোবাদ
উত্তরঃ কায়কোবাদ
- ক. আকরম খাঁ
- খ. কায়কোবাদ
- গ. ফররুখ আহমদ
- ঘ. হামিদ আলী
উত্তরঃ কায়কোবাদ
12. কায়কোবাদের কোন গ্রন্থটি পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিতে রচিত?
- ক. অমিয়ধারা
- খ. মহররম শরীফ
- গ. অশ্রুমালা
- ঘ. মহাশ্মশান
উত্তরঃ মহাশ্মশান
- ক. মহাশ্মশান
- খ. অশ্রুমালা
- গ. চিন্তাতরঙ্গিনী
- ঘ. বিরহ বিলাপ
উত্তরঃ চিন্তাতরঙ্গিনী
14. কবি কায়কোবাদ রচিত 'অশ্রুমালা' কোন জাতীয় রচনা?
- ক. গল্পগ্রন্থ
- খ. কাব্য
- গ. উপন্যাস
- ঘ. গীতিকাব্য
উত্তরঃ গীতিকাব্য
15. মহাশ্মশান কাব্যগ্রন্থের রচয়িতা কবি কায়কোবাদের আসল নাম কি?
- ক. ইসমাইল হোসেন সিরাজী
- খ. নেয়ামত উল্লাহ আল কোরেশী
- গ. মোহাম্মদ কাজেম আল কোরেশী
- ঘ. মুহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী
উত্তরঃ মোহাম্মদ কাজেম আল কোরেশী
- ক. মীর মশাররফ হোসেন
- খ. কায়কোবাদ
- গ. মোজাম্মেল হক
- ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ কায়কোবাদ
17. 'মহাশ্মশান' মহাকাব্য কোন সালের পানিপথের যুদ্ধের ওপর ভিত্তি করে রচিত?
- ক. ১৭২৬
- খ. ১৭৬১
- গ. ১৫৫৬
- ঘ. ১৫২৬
উত্তরঃ ১৭৬১
- ক. মীর্জা কায়কোবাদ
- খ. কাজেম আল কোরেশী
- গ. শাহ কাজেম বিন হাই
- ঘ. কায়কোবাদ বিন হাই
উত্তরঃ কাজেম আল কোরেশী