রবীন্দ্রনাথ ঠাকুর

1. রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেন-

  • ক. ১৯১৩
  • খ. ১৯১৫
  • গ. ১৯১৭
  • ঘ. ১৯১৯

উত্তরঃ ১৯১৯

বিস্তারিত

2. বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ব বিজ্ঞানী এর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন-

  • ক. নিউটন
  • খ. আইনস্টাইন
  • গ. শ্রডিঞ্জার
  • ঘ. ম্যাক্স প্লাংক

উত্তরঃ আইনস্টাইন

বিস্তারিত

3. ‘বিশ্বভারতী’ কে প্রতিষ্ঠা করেন?

  • ক. মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. অবনীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. রথীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

4. বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. বিষ্ণু দে
  • গ. সুধীন্দ্রনাথ দত্ত
  • ঘ. বুদ্ধদেব বসু

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

5. বাংলা গীতিকবিতার পুনর্বিকাশ ঘটে-

  • ক. সত্যেন্দ্রনাথের হাতে
  • খ. কাজী নজরুল ইসলামের হাতে
  • গ. রবীন্দ্রনাথের হাতে
  • ঘ. রজনীকান্ত সেনের হাতে

উত্তরঃ রবীন্দ্রনাথের হাতে

বিস্তারিত

6. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি

  • ক. গীতাঞ্জলি
  • খ. বলাকা
  • গ. বনফুল
  • ঘ. পূরবী

উত্তরঃ বনফুল

বিস্তারিত

7. কোনটি কাব্য গ্রন্থ?

  • ক. শেষ প্রশ্ন
  • খ. শেষ লেখা
  • গ. শেষের কবিতা
  • ঘ. নবযুগ

উত্তরঃ শেষ লেখা

বিস্তারিত

8. ‘সবুজের অভিযান’ রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত?

  • ক. ক্ষণিকা
  • খ. বলাকা
  • গ. কণিকা
  • ঘ. বীথিকা

উত্তরঃ বলাকা

বিস্তারিত

10. ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. সত্যন্দ্রনাথ দত্ত
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. জসীম উদ্দীন

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

11. ‘খেয়া’ রবীন্দ্রনাথের একটি-

  • ক. নাটক
  • খ. কাব্যগ্রন্থ
  • গ. গল্পগ্রন্থ
  • ঘ. প্রবন্ধ

উত্তরঃ কাব্যগ্রন্থ

বিস্তারিত

12. রবীন্দ্রনাথের ‘পুনশ্চ’ কোন ধরনের গ্রন্থ?

  • ক. কাব্যগ্রন্থ
  • খ. নাটক
  • গ. উপন্যাস
  • ঘ. প্রহসন

উত্তরঃ কাব্যগ্রন্থ

বিস্তারিত

13. ‘ভানু সিংহ ঠাকুরের পদাবলী’ এর রচয়িতা কে?

  • ক. ভানু বন্দ্যোপাধ্যায়
  • খ. চণ্ডীদাস
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. ভারতচন্দ্র

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

14. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘পূরবী’ কাব্য কাকে উৎসর্গ করেছিলেন

  • ক. মৈত্রেয়ী দেবী
  • খ. হেমন্তবালা দেবী
  • গ. ভিক্টোরিয়া ওকামপো
  • ঘ. কাদম্বরী দেবী

উত্তরঃ ভিক্টোরিয়া ওকামপো

বিস্তারিত

15. ‘বাংলার মাটি বাংলার জল’ সনেটটি কার রচনা

  • ক. অতুলপ্রসাদ সেন
  • খ. দ্বিজেন্দ্রলাল রায়
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

16. বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা "১৪০০ সাল’ এর রচয়িতা কে?

  • ক. নজরুল ইসলাম
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. জীবনানন্দ দাশ
  • ঘ. গোলাম মোস্তফা

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

17. নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম?

  • ক. কবি
  • খ. ছবি
  • গ. জীবনের জলছবি
  • ঘ. কাঠ কয়লার ছবি

উত্তরঃ ছবি

বিস্তারিত

18. রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত, সেটি কোনটি?

  • ক. বাংলাদেশের জাতীয় সংগীত
  • খ. গল্পগুচ্ছ
  • গ. সঞ্চয়িতা
  • ঘ. গীতাঞ্জলি

উত্তরঃ গীতাঞ্জলি

বিস্তারিত

19. কোন বাঙালি সাহিত্যে নোবেল পুরস্কার পান?

  • ক. মীর মশাররফ হোসেন
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

20. সাহিত্যে নোবেল পুরষ্কার পান প্রথম ভারতীয়

  • ক. স্যার ইকবাল
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. কৃষন চন্দর
  • ঘ. নীরোদ চৌধুরী

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

22. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন-

  • ক. আগস্ট, ১৯১৩ খ্রিস্টাব্দে
  • খ. সেপ্টেম্বর, ১৯১৩ খ্রিস্টাব্দে
  • গ. অক্টোবর, ১৯১৩ খ্রিস্টাব্দে
  • ঘ. নভেম্বর, ১৯১৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ নভেম্বর, ১৯১৩ খ্রিস্টাব্দে

বিস্তারিত

23. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস-

  • ক. চোখের বালি
  • খ. বৌঠাকুরানীর হাট
  • গ. শেষের কবিতা
  • ঘ. গোরা

উত্তরঃ বৌঠাকুরানীর হাট

বিস্তারিত

24. ‘শেষের কবিতা’ কোন ধরনের সাহিত্যকর্ম?

  • ক. কবিতার নাম
  • খ. গল্প সংকলনের নাম
  • গ. উপন্যাসের নাম
  • ঘ. কাব্য সংকলনের নাম

উত্তরঃ উপন্যাসের নাম

বিস্তারিত

25. রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘শেষের কবিতা’ হচ্ছে-

  • ক. একটি বিয়োগান্তক কবিতা
  • খ. একটি মিলাত্বক উপন্যাস
  • গ. একটি রোমান্টিক উপন্যাস
  • ঘ. একটি রম্য রচনা

উত্তরঃ একটি রোমান্টিক উপন্যাস

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects