রবীন্দ্রনাথ ঠাকুর
2. বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ব বিজ্ঞানী এর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন-
- ক. নিউটন
- খ. আইনস্টাইন
- গ. শ্রডিঞ্জার
- ঘ. ম্যাক্স প্লাংক
উত্তরঃ আইনস্টাইন
3. ‘বিশ্বভারতী’ কে প্রতিষ্ঠা করেন?
- ক. মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. অবনীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. রথীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
4. বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. বিষ্ণু দে
- গ. সুধীন্দ্রনাথ দত্ত
- ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
5. বাংলা গীতিকবিতার পুনর্বিকাশ ঘটে-
- ক. সত্যেন্দ্রনাথের হাতে
- খ. কাজী নজরুল ইসলামের হাতে
- গ. রবীন্দ্রনাথের হাতে
- ঘ. রজনীকান্ত সেনের হাতে
উত্তরঃ রবীন্দ্রনাথের হাতে
6. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি
- ক. গীতাঞ্জলি
- খ. বলাকা
- গ. বনফুল
- ঘ. পূরবী
উত্তরঃ বনফুল
8. ‘সবুজের অভিযান’ রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত?
- ক. ক্ষণিকা
- খ. বলাকা
- গ. কণিকা
- ঘ. বীথিকা
উত্তরঃ বলাকা
9. রবীন্দ্রনাথের বিখ্যাত ‘সাজাহান’ কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে?
- ক. ক্ষণিকা
- খ. বলাকা
- গ. চিত্রা
- ঘ. পূরবী
উত্তরঃ বলাকা
10. ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. সত্যন্দ্রনাথ দত্ত
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. জসীম উদ্দীন
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
12. রবীন্দ্রনাথের ‘পুনশ্চ’ কোন ধরনের গ্রন্থ?
- ক. কাব্যগ্রন্থ
- খ. নাটক
- গ. উপন্যাস
- ঘ. প্রহসন
উত্তরঃ কাব্যগ্রন্থ
13. ‘ভানু সিংহ ঠাকুরের পদাবলী’ এর রচয়িতা কে?
- ক. ভানু বন্দ্যোপাধ্যায়
- খ. চণ্ডীদাস
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. ভারতচন্দ্র
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
14. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘পূরবী’ কাব্য কাকে উৎসর্গ করেছিলেন
- ক. মৈত্রেয়ী দেবী
- খ. হেমন্তবালা দেবী
- গ. ভিক্টোরিয়া ওকামপো
- ঘ. কাদম্বরী দেবী
উত্তরঃ ভিক্টোরিয়া ওকামপো
15. ‘বাংলার মাটি বাংলার জল’ সনেটটি কার রচনা
- ক. অতুলপ্রসাদ সেন
- খ. দ্বিজেন্দ্রলাল রায়
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
16. বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা "১৪০০ সাল’ এর রচয়িতা কে?
- ক. নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. জীবনানন্দ দাশ
- ঘ. গোলাম মোস্তফা
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
17. নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম?
- ক. কবি
- খ. ছবি
- গ. জীবনের জলছবি
- ঘ. কাঠ কয়লার ছবি
উত্তরঃ ছবি
18. রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত, সেটি কোনটি?
- ক. বাংলাদেশের জাতীয় সংগীত
- খ. গল্পগুচ্ছ
- গ. সঞ্চয়িতা
- ঘ. গীতাঞ্জলি
উত্তরঃ গীতাঞ্জলি
19. কোন বাঙালি সাহিত্যে নোবেল পুরস্কার পান?
- ক. মীর মশাররফ হোসেন
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
20. সাহিত্যে নোবেল পুরষ্কার পান প্রথম ভারতীয়
- ক. স্যার ইকবাল
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. কৃষন চন্দর
- ঘ. নীরোদ চৌধুরী
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. Gitanjali
- খ. Sonar Tari
- গ. Shesher Kabita
- ঘ. Chitrangada
উত্তরঃ Gitanjali
22. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন-
- ক. আগস্ট, ১৯১৩ খ্রিস্টাব্দে
- খ. সেপ্টেম্বর, ১৯১৩ খ্রিস্টাব্দে
- গ. অক্টোবর, ১৯১৩ খ্রিস্টাব্দে
- ঘ. নভেম্বর, ১৯১৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ নভেম্বর, ১৯১৩ খ্রিস্টাব্দে
23. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস-
- ক. চোখের বালি
- খ. বৌঠাকুরানীর হাট
- গ. শেষের কবিতা
- ঘ. গোরা
উত্তরঃ বৌঠাকুরানীর হাট
24. ‘শেষের কবিতা’ কোন ধরনের সাহিত্যকর্ম?
- ক. কবিতার নাম
- খ. গল্প সংকলনের নাম
- গ. উপন্যাসের নাম
- ঘ. কাব্য সংকলনের নাম
উত্তরঃ উপন্যাসের নাম
25. রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘শেষের কবিতা’ হচ্ছে-
- ক. একটি বিয়োগান্তক কবিতা
- খ. একটি মিলাত্বক উপন্যাস
- গ. একটি রোমান্টিক উপন্যাস
- ঘ. একটি রম্য রচনা
উত্তরঃ একটি রোমান্টিক উপন্যাস