বাংলা অভিধান

2. বাংলা একাডেমী প্রকাশিত প্রমিত বাংলা বানানের নিয়ম কত সনে প্রকাশিত হয় ?

  • ক. ২৯ পৌষ, ১৪০০
  • খ. ২৯ মাঘ, ১৪০০
  • গ. ২ মাঘ, ১৪০০
  • ঘ. ৫ আষাঢ়, ১৪০২

উত্তরঃ ২৯ পৌষ, ১৪০০

বিস্তারিত

3. বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় -

  • ক. আঠার শতকে
  • খ. সতের শতকে
  • গ. উনিশ শতকে
  • ঘ. বিশ শতকে

উত্তরঃ উনিশ শতকে

বিস্তারিত

4. প্রাথমিক পর্যায়ে বাংলা বানান নির্ধারিত হ্য় ?

  • ক. অতৎসম ব্যকরণের নিয়মানুযায়ী
  • খ. তদ্ভব শব্দের নিয়মানুযায়ী
  • গ. দেশী শব্দের নিয়মানুযায়ী
  • ঘ. সংস্কৃত ব্যকরণের অনুশাসন অনুযায়ী

উত্তরঃ সংস্কৃত ব্যকরণের অনুশাসন অনুযায়ী

বিস্তারিত

5. কত সনের পর কয়েকটি প্রতিষ্ঠান, সরকার ও কোনো কোনো ব্যক্তি বাংলা বানান ও লিপির সংস্কারের চেষ্টা ?

  • ক. ১৯৪৫ সনের পর
  • খ. ১৯৪৪ সনের পর
  • গ. ১৯৪৭ সনের পর
  • ঘ. ১৯৪৮ সনের পর

উত্তরঃ ১৯৪৭ সনের পর

বিস্তারিত

6. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কত সনে বাংলা বানানের নিয়ম প্রকাশ করে ?

  • ক. ১৯৮৭ সনে
  • খ. ১৯৮৬ সনে
  • গ. ১৯৮৮ সনে
  • ঘ. ১৯৯০ সনে

উত্তরঃ ১৯৮৮ সনে

বিস্তারিত

7. 'প্রমিত বাংলা বানানের নিয়মের' সভাপতি কে ছিলেন ?

  • ক. মনিরুজ্জামান
  • খ. জামিল চৌধুরী
  • গ. নরেন বিশ্বাস
  • ঘ. ড. আনিসুজ্জামান

উত্তরঃ ড. আনিসুজ্জামান

বিস্তারিত

8. কোন বিষয়টি সঠিক ?

  • ক. বাংলা ভাষায় সংস্কৃত শব্দগুলো বিকৃত হবে
  • খ. বাংলা ভাষায় সংস্কৃত শব্দগুলো অবিকৃত থাকবে
  • গ. বাংলা ভাষায় সংস্কৃত শব্দ মাঝে মাঝে পরিবর্তন হবে
  • ঘ. সংস্কৃত ও বিদেশী শব্দ পরিবর্তিত হবে

উত্তরঃ বাংলা ভাষায় সংস্কৃত শব্দগুলো অবিকৃত থাকবে

বিস্তারিত

9. রেফ -এর পর ব্যঞ্জনবর্ণের কি হবে না ?

  • ক. ব্যবহার
  • খ. দ্বিত্ব
  • গ. য-ফলা
  • ঘ. বর্ণ

উত্তরঃ দ্বিত্ব

বিস্তারিত

11. কোনটি সঠিক ?

  • ক. হসচিহ্ন যথাসম্ভব ব্যবহার করা হবে
  • খ. মাঝে মাঝে হসচিহ্ন ব্যবহৃত হবে
  • গ. হসচিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে
  • ঘ. কোনটিই ঠিক নয়

উত্তরঃ হসচিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে

বিস্তারিত

12. ঊর্ধ্ব কমা যথাসম্ভব বর্জন করা হবে। উদাহরণটি হচ্ছে -

  • ক. করল
  • খ. দুজন
  • গ. কর্জ
  • ঘ. কোর্তা

উত্তরঃ করল

বিস্তারিত

13. প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কবে ?

  • ক. ঢাকায়
  • খ. শ্রীরামপুরে
  • গ. কলকাতায়
  • ঘ. পশ্চিমবঙ্গে

উত্তরঃ শ্রীরামপুরে

বিস্তারিত

16. বিশবভারতী চলিত বানানের নিয়ম তৈরী করেন -

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • গ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • ঘ. রামেশ্বর

উত্তরঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

বিস্তারিত

19. প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কবে ?

  • ক. ১৮০০
  • খ. ১৮০২
  • গ. ১৮০১
  • ঘ. ১৮০৫

উত্তরঃ ১৮০১

বিস্তারিত

20. পদাশ্রিত নির্দেশক টিতে কোনটি হবে ?

  • ক. ঈ -কার
  • খ. ই -কার
  • গ. উ -কার
  • ঘ. ঋ -কার

উত্তরঃ ই -কার

বিস্তারিত

21. অ -তৎসম শব্দে কোন বানানটি শুদ্ধ ?

  • ক. খুদে
  • খ. ক্ষীর
  • গ. ক্ষুর
  • ঘ. ক্ষুদে

উত্তরঃ খুদে

বিস্তারিত

22. আনো প্রত্যয়ান্ত শব্দ কি হবে ?

  • ক. এ -কার
  • খ. উ -কার
  • গ. ও -কার
  • ঘ. ই -কার

উত্তরঃ ও -কার

বিস্তারিত

23. হসচিহ্ন বর্জনের উদাহরণ কোনটি ?

  • ক. মদ
  • খ. ক্রমশ
  • গ. দুস্থ
  • ঘ. মূলত

উত্তরঃ মদ

বিস্তারিত

24. বাংলায় অ -কারের উচ্চারণ বহু ক্ষেত্রে কোনটি হয় ?

  • ক. অ -কার
  • খ. ও-কার
  • গ. উ-কার
  • ঘ. ঊ-কার

উত্তরঃ ও-কার

বিস্তারিত

25. এক ভাষায় ধ্বনিকে অন্য ভাষার বর্ণমালার বর্ণে লেখার নাম কি ?

  • ক. অনুবাদ
  • খ. প্রতিবর্ণীকরণ
  • গ. লিঙ্গান্তর
  • ঘ. পারিভাষিকতা

উত্তরঃ প্রতিবর্ণীকরণ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects