বাংলা অভিধান
27. সমাসবদ্ধ পদগুলো একসঙ্গে লিখতে হয় - উদাহরণ কোনটি ?
- ক. দুজন
- খ. সংবাদপত্র
- গ. কর
- ঘ. ধর
উত্তরঃ সংবাদপত্র
28. শব্দের পূর্বে নঞর্থক উপসর্গরুপে না উত্তরপদের সঙ্গে যুক্ত থাকবে। উদাহরণ -
- ক. নাবালক
- খ. বলে নাই
- গ. লাবানক
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ নাবালক
29. 'চলন্তিকা' অভিধানের প্রধান সম্পাদক হলেন -
- ক. কাজী আবদুল ওদুদ
- খ. রাজ শেখর বসু
- গ. জ্ঞানেন্দ্রমোহন
- ঘ. মকসুদ হিলালী
উত্তরঃ রাজ শেখর বসু
30. জ্ঞানেন্দ্রমোহন দাসের অভিধানের নাম হচ্ছে -
- ক. বাঙ্গালা ভাষার অভিধান
- খ. চলন্তিকা
- গ. বাংলা অভিধান
- ঘ. সংসদ অভিধান
উত্তরঃ বাঙ্গালা ভাষার অভিধান
31. 'পারশো-এরাবিক এলিমেন্টস ইন বেঙ্গলি' অভিধানের রচয়িতা কে ?
- ক. কাজী আবদুল ওদুদ
- খ. হরলাল রায়
- গ. গোলাম মকসুদ হিলালী
- ঘ. মাওলানা মুফতী
উত্তরঃ গোলাম মকসুদ হিলালী
There are no comments yet.