১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায় ২
4. সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে?
- ক. গুরুদোষ
- খ. লঘুদোষ
- গ. মিশ্রদোষ
- ঘ. গুরুচণ্ডালী
5. 'আমড়াগাছি করা' কি বুঝাতে ব্যবহার করা হয়?
- ক. অযথা তর্ক করা
- খ. অযথা রাগারাগি করা
- গ. অযথা তোষামোদ
- ঘ. অযথা আলসেমি করা
- ক. দুই বাক্যের সংযোগ দেখাতে।
- খ. দুই শব্দের সংযোগ দেখাতে।
- গ. বাক্যে উদ্ধৃতি প্রয়োগ করতে।
- ঘ. উক্তি বা প্রত্যুক্তি বোঝাতে।
7. 'Look before you leap'-এর সঠিক অনুবাদ কোনটি?
- ক. লাফ দেওয়ার আগে তাকাও।
- খ. ভাবিয়া করিও কাজ।
- গ. দেখে তারপর লাফ দাও।
- ঘ. আকাশকুসুম ভাবিও না।
8. 'সর্বনাশ' অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
- ক. ভরাডুবি
- খ. রাবনের চিতা
- গ. জগদ্দল পাথর
- ঘ. শাপেবর
9. নিচের কোন বাক্যরূপটি শুদ্ধ?
- ক. অশ্রুজলে চোখ ভেসে গেলো।
- খ. সৎ চরিত্রের লোক সকলের প্রিয়।
- গ. অঙ্ক কষিতে ভূল করিওনা।
- ঘ. আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
11. 'যে নারীর হাসি পবিত্র'-তাকে কী বলে?
- ক. সুচিস্মিতা
- খ. শুচিস্মিতা
- গ. সুহাসিনী
- ঘ. সুহাস্য
13. 'আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?' -বাক্যে 'রাঘবে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে সপ্তমী
- খ. অপাদানে সপ্তমী
- গ. কর্মে সপ্তমী
- ঘ. অপাদানে শূন্য
14. 'তিলে তেল আছে'—বাক্যে 'তিলে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে সপ্তমী
- খ. অধিকরণে শূন্য
- গ. অপাদানে সপ্তমী
- ঘ. অপাদানে শূন্য
20. 'কর পল্লবের ন্যায়' ব্যাসবাক্যটি কোন সমাস?
- ক. মধ্যপদলোপী কর্মধারয়
- খ. উপমিত কর্মধারয়
- গ. উপমান কর্মধারয়
- ঘ. বহুব্রীহি সমাস
22. 'বর্ধমান' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
- ক. √ বর্ধ + মান
- খ. √ বৃদ্ধি + মান
- গ. √ বৃধ + মান
- ঘ. √ বর্ধন + মান
24. বন-জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে?
- ক. CO
- খ. CO2
- গ. S2O
- ঘ. CFC
There are no comments yet.