ছদ্দনাম ও প্রকৃত নাম

1. প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?

  • ক. আবুল ফজল
  • খ. আব্দুল হাই
  • গ. কাজেম আল কুরায়েশী
  • ঘ. শেখ আজিজুর রহমান

উত্তরঃ শেখ আজিজুর রহমান

বিস্তারিত

2. কবি কায়কোবাদের আসল নাম কি?

  • ক. কাজেম আল কোরেশী
  • খ. আবু নাসের কায়কোবাদ
  • গ. কায়কোবাদ ইসলাম
  • ঘ. আবুল হোসেন কায়কোবাদ

উত্তরঃ কাজেম আল কোরেশী

বিস্তারিত

3. জরাসন্ধ কার ছদ্মনাম?

  • ক. চারুচন্দ্র চক্রবর্তী
  • খ. সমরেশ বসু
  • গ. বিমল ঘোষ
  • ঘ. অচিন্ত্যকুমার সেনগুপ্ত

উত্তরঃ চারুচন্দ্র চক্রবর্তী

বিস্তারিত

4. ‘নীল লোহিত’ কার ছদ্মনাম?

  • ক. সমরেশ মজুমদার
  • খ. সুনীল গঙ্গোপাধ্যায়
  • গ. রাজ শেখর বসু
  • ঘ. সমর সেন

উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়

বিস্তারিত

5. ‘দাদ ভাই’র আসল নাম কি?

  • ক. আলমুতী শরফুদ্দীন
  • খ. শওকত ওসমান
  • গ. কাজী মোতাহের হোসেন
  • ঘ. রোকনুজ্জামান খান

উত্তরঃ রোকনুজ্জামান খান

বিস্তারিত

6. ‘কালকূট’ কার ছদ্মনাম?

  • ক. প্যারীচাঁদ মিত্র
  • খ. কালিপ্রসন্ন সিংহ
  • গ. নীহারঞ্জন গুপ্ত
  • ঘ. সমরেশ বসু

উত্তরঃ সমরেশ বসু

বিস্তারিত

7. ছদ্মনামসহ মূল নাম কোনটি সঠিক?

  • ক. প্রমথ চৌধুরী-পরশুরাম
  • খ. রাজশেখর বসু-বীরবল
  • গ. সমরেশ বসু-কালকুট
  • ঘ. মীর মশাররফ হোসেন-কায়কোবাদ

উত্তরঃ সমরেশ বসু-কালকুট

বিস্তারিত

8. ‘অশোক সৈয়দ’ কার ছদ্মনাম?

  • ক. আব্দুল মান্নান সৈয়দ
  • খ. সৈয়দ আজিজুল হক
  • গ. আবু সয়ীদ আইয়ুব
  • ঘ. সৈয়দ শামসুল হক

উত্তরঃ আব্দুল মান্নান সৈয়দ

বিস্তারিত

9. ‘বনফুল’- কার ছদ্মনাম?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. বলাই চাঁদ মুখোপাধ্যায়
  • গ. যতীন্দ্রমোহন বাগচী
  • ঘ. মোহিতলাল মজুমদার

উত্তরঃ বলাই চাঁদ মুখোপাধ্যায়

বিস্তারিত

10. ‘বীরবল’ নিম্নোক্ত একজন লেখকের ছদ্ম নাম---

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
  • গ. সুধীন্দ্রনাথ দত্ত
  • ঘ. নবীনচন্দ্র সেন

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

11. কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কোনটি?

  • ক. যাযাবর
  • খ. অবধূত
  • গ. ভানুসিংহ
  • ঘ. হুতোম প্যাঁচা

উত্তরঃ হুতোম প্যাঁচা

বিস্তারিত

12. ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন ছদ্মনামে সাহিত্য রচনায় প্রয়াসী হয়েছিলেন?

  • ক. প্রমথনাথ শর্মা
  • খ. প্রমথনাথ বিশি
  • গ. গোলকনাথ শর্মা
  • ঘ. কাশীনাথ শর্মা

উত্তরঃ প্রমথনাথ শর্মা

বিস্তারিত

13. ‘হুতোম প্যাঁচা’ কার ছদ্মনাম?

  • ক. কালী প্রসন্ন সিংহ
  • খ. বলাইাঁদ মুখোপাধ্যায়
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. প্রমথ চৌধুরী

উত্তরঃ কালী প্রসন্ন সিংহ

বিস্তারিত

14. বিহারীলাল চক্রবর্তীকে ‘ভোরের পাখি’ উপাধি দিয়েছেন কে?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. গোবিন্দচন্দ্র দাস
  • ঘ. লর্ড কার্জন

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

15. মোহিতলাল মজুমদারের ছদ্মনাম কি?

  • ক. প্রসন্নকুমার দাস
  • খ. সত্যসুন্দর দাস
  • গ. শ্যামাপ্রসাদ সেন
  • ঘ. অর্পণা চৌধুরী

উত্তরঃ সত্যসুন্দর দাস

বিস্তারিত

16. বাংলা সাহিত্যে ‘কিশোর কবি’ নামে পরিচিত কে?

  • ক. সুধীন্দ্রনাথ দত্ত
  • খ. আবদুল কাদির
  • গ. বিষ্ণু দে
  • ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য

বিস্তারিত

17. ‘পরশুরাম’ কার ছদ্মনাম?

  • ক. সৈয়দ মুজতবা আলী
  • খ. রাজশেখর বসু
  • গ. মনোজ বসু
  • ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ রাজশেখর বসু

বিস্তারিত

18. ধূমকেতু কোন কবির ছদ্দ নাম?

  • ক. জসীম উদ্দীন
  • খ. জীবনানন্দ দাস
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. রামনিধি গুপ্ত

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

19. ‘কালকুট’ ছদ্মনামে কে লিখতেন?

  • ক. বিহারীলাল চক্রবর্তী
  • খ. সমরেশ বসু
  • গ. প্রেমাঙ্কুর অতর্থী
  • ঘ. সত্যেন বসু

উত্তরঃ সমরেশ বসু

বিস্তারিত

20. ‘বাংলার মিল্টন’ কার উপাধি?

  • ক. জসীমউদ্দীন
  • খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • গ. হেমচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তরঃ হেমচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

21. ‘মৌমাছি’ কার ছদ্মনাম?

  • ক. বিমল ঘোষ
  • খ. সমরেশ মজুমদার
  • গ. চারুচন্দ্র চক্রবতী
  • ঘ. বুদ্ধদেব বসু

উত্তরঃ বিমল ঘোষ

বিস্তারিত

22. ‘বাংলার’ স্কট বলা হয় কাকে?

  • ক. বঙ্কিমচন্দ্রকে
  • খ. শরৎচন্দ্রকে
  • গ. রবীন্দ্রনাথকে
  • ঘ. কাজী নজরুলকে

উত্তরঃ বঙ্কিমচন্দ্রকে

বিস্তারিত

23. রাজশেখর বসুর ছদ্মনাম হলো-

  • ক. বনফুল
  • খ. গাজী মিয়া
  • গ. পরশুরাম
  • ঘ. নীললোহিত

উত্তরঃ পরশুরাম

বিস্তারিত

24. কোন লেখক ব্যক্তিগত রচনাগুলো ‘রৈবতক’ ছদ্মনামে লিখতেন?

  • ক. অজিত দত্ত
  • খ. রামরাম বসু
  • গ. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
  • ঘ. নবীনচন্দ্র সেন

উত্তরঃ অজিত দত্ত

বিস্তারিত

25. বাংলা সাহিত্যে কোন লেখক গাজী মিয়া নামে পরিচিত?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. মীর মশাররফ হোসেন
  • গ. ইসমাইল হোসেন সিরাজী
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ মীর মশাররফ হোসেন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects