পঙ্ক্তি ও উদ্ধৃতি এবং ছদ্মনাম উপাধি ও প্রবর্তক
- ক. এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,
- খ. পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
- গ. দাদি যে তাওমার কত খুশি হত দেখিতিস যদি চেয়ে।
- ঘ. আমারে ছাড়িয়া এত ব্যাথা যার কেমন করিয়া হায়,
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. একখানি ছোট ক্ষেত, আমি একেলা-
- খ. কাটিতে কাটিতে ধান এল বরষা।
- গ. চারিদিকে বাঁকা জল করিছে খেলা
- ঘ. কুলে একা বসে আছি, নাহি ভরসা।
উত্তরঃ কুলে একা বসে আছি, নাহি ভরসা।
- ক. ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।
- খ. তারাই গাহিল নব প্রেম-গান ধরণী-মেরীর যীশূ-
- গ. তারি তরে ভাই রচে যায়, বন্দনা করি তারে,
- ঘ. আমি মরু কবি-গাহি সেই বেদে-বেদুঈনদের গান
উত্তরঃ তারি তরে ভাই রচে যায়, বন্দনা করি তারে,
- ক. বিলাসী
- খ. হৈমন্তী
- গ. অর্ধাঙ্গিনী
- ঘ. বৈকালী
উত্তরঃ হৈমন্তী
5. 'তপুকে আবার ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোন দিন।' নিম্নের কোনটি থেকে নেয়া?
- ক. বইকেনা
- খ. মানুষ
- গ. একুশের গল্প
- ঘ. ভাষার কথা
উত্তরঃ একুশের গল্প
6. 'হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি' কোন কবির কবিতা থেকে নেয়া অয়েছে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. মাইকেল মধুসূদন দত্ত
- গ. জসীমউদ্দীন
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
7. 'বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণকর/ অর্ধেক তার দানিয়াছে নারী অর্ধেক তার নর'- কবির নাম?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. শামসুর রাহমান
- ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
8. "ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা"- পংক্তির লেখক কে?
- ক. দীনবন্ধু মিত্র
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. দ্বিজেন্দ্রলাল রায়
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়
9. 'আমার সন্তান যেন থাকে দুধেভাতে' - এ প্রার্থনাটি করেছে---
- ক. ভাঁড়ুদত্ত
- খ. চাঁদ সওদাগর
- গ. ঈশ্বরী পাটনী
- ঘ. নলকুবের
উত্তরঃ ঈশ্বরী পাটনী
10. 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' কে বলেছেন?
- ক. চণ্ডীদাস
- খ. বিদ্যাপতি
- গ. রামকৃষ্ণ পরমহংস
- ঘ. বিবেকানন্দ
উত্তরঃ চণ্ডীদাস
11. 'কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা' - এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. মাইকেল মধুসূদন দত্ত
- গ. সুকান্ত ভট্টাচার্য
- ঘ. বেনজীর আহমেদ
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. মোহাম্মদ মনিরুজ্জামান
- গ. সত্যেন্দ্রনাথ দত্ত
- ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত
13. 'মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর'- এই পংক্তিটি কার রচনা?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. শেখ ফজলল করিম
- ঘ. শামসুর রাহমান
উত্তরঃ শেখ ফজলল করিম
- ক. সওগাত
- খ. মোহাম্মদী
- গ. সমকাল
- ঘ. শিখা
উত্তরঃ শিখা
15. 'সব কটি জানালা খুলে দাও না'- এর গীতিকার কে?
- ক. আলতাফ মাহমুদ
- খ. নজরুল ইসলাম বাবু
- গ. ড. মুনিরুজ্জামান
- ঘ. ড. আবু হেনা মোস্তফা কামাল
উত্তরঃ নজরুল ইসলাম বাবু
16. 'পথিক তুমি পথ হারাইয়াছ' কথাটি কার?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- গ. মীর মোশাররফ হোসেন
- ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
17. 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত'- এই উক্তিটি কার?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী আবদুল ওদুদ
- গ. মোহাম্মদ মনিরুজ্জামান
- ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ প্রমথ চৌধুরী
18. 'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।' চরণ দুটি কার লেখা?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. শেখ ফজলল করিম
- ঘ. গোলাম মোস্তফা
উত্তরঃ শেখ ফজলল করিম
19. 'ওরা শহীদ ওরা আমার ভাই ওদের দানের তুলনা যে নাই' - চরণ দুটির রচয়িতা কে?
- ক. শামসুর রাহমান
- খ. মোহাম্মদ মনিরুজ্জামান
- গ. সৈয়দ শামসুল হক
- ঘ. আল মাহমুদ
উত্তরঃ মোহাম্মদ মনিরুজ্জামান
20. 'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়' চরণটি কার রচনা?
- ক. ঈশরচন্দ্র গুপ্ত
- খ. মধুসূদন দত্ত
- গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- ঘ. রঙ্গলালা বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ রঙ্গলালা বন্দ্যোপাধ্যায়
21. 'মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা'- রচয়িতা--
- ক. রামনিধি গুপ্ত
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. অতুল প্রসাদ সেন
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ অতুল প্রসাদ সেন
- ক. আবু ইসহাক
- খ. নজরুল ইসলাম
- গ. বেগম রোকেয়া
- ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ জসীমউদ্দীন
- ক. আবু ইসহাক
- খ. মোজাম্মেল হক
- গ. শেখ ফজলল করিম
- ঘ. আবুল হোসেন
উত্তরঃ শেখ ফজলল করিম
24. 'এলিয়ে খোঁপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরে ফিরব না' অংশটুকুর রচয়িতা--
- ক. কায়কোবাদ
- খ. সত্যেন্দ্রনাথ দত্ত
- গ. আল মাহমুদ
- ঘ. আলাওল
উত্তরঃ আল মাহমুদ
25. 'ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা'- অংশটুকুর রচয়িতা কে?
- ক. গোলাম মোস্তফা
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. শেখ ফজলল করিম
- ঘ. নজরুল ইসলাম
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর