পঙ্ক্তি ও উদ্ধৃতি এবং ছদ্মনাম উপাধি ও প্রবর্তক
51. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'অতি অল্প হইল', 'আবার অল্প হইল' ইত্যাদি গ্রন্থগুলো কোন নামে প্রকাশ করেন?
- ক. সাগর
- খ. কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য
- গ. কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য
- ঘ. চন্দ্র
উত্তরঃ কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য
52. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থটি ছদ্মনামে লেখেন?
- ক. ব্রজবিলাস
- খ. বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কি না এতদ্বিবিষয়ক প্রস্তাব
- গ. বহু বিবাহ রহিত হওয়া উচিত কি না এতদ্বিবিষয়ক বিচার
- ঘ. শকুন্তলা
উত্তরঃ ব্রজবিলাস
53. কালীপ্রসন্ন সিংহের 'হুতোম প্যাঁচার নকশা' কোন ছদ্মনামে প্রকাশিত হয়েছিল?
- ক. প্যাঁচা
- খ. হুতোম প্যাঁচা
- গ. প্রসন্ন
- ঘ. হুতোমী
উত্তরঃ হুতোম প্যাঁচা
54. 'বাংলার স্কট' বলা হয় কাকে?
- ক. শরৎচন্দ্রকে
- খ. বঙ্কিমচন্দ্রকে
- গ. বিহারীলালকে
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্তকে
উত্তরঃ বঙ্কিমচন্দ্রকে
55. কার মৃত্যুশয্যায় রবীন্দ্রনাথ তার স্যার উপাধি ত্যাগ করা প্রতিবাদলিপিটি পাঠ করেন?
- ক. কাদম্বরী দেবীর
- খ. কবির মেয়ের
- গ. রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
উত্তরঃ রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর
56. দীনেশ্চন্দ্র সেনকে 'রায়বাহাদুর' উপাধিতে ভূষিত করেন কে?
- ক. ভারত সরকার
- খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
- গ. বঙ্গীয় সাহিত্য পরিষদ
- ঘ. সংস্কৃত কলেজ
উত্তরঃ ভারত সরকার
57. দেবেন্দ্রনাথ ঠাকুরকে 'মহর্ষি' উপাধি দেন কে?
- ক. দ্বারকানাথ ঠাকুর
- খ. ব্রিটিশ সরকার
- গ. ব্রাক্ষ সমাজ
- ঘ. ব্রাহ্মণ সমাজ
উত্তরঃ ব্রাক্ষ সমাজ
58. 'শান্তিপুরের কবি' বলা হয় কাকে?
- ক. বিহারীলাল চক্রবর্তীকে
- খ. মোজাম্মেল হককে
- গ. রবীন্দ্রনাথ ঠাকুরকে
- ঘ. স্বর্ণকুমারী দেবীকে
উত্তরঃ মোজাম্মেল হককে
59. ব্রিটিশ সরকার কর্তৃক রবীন্দ্রনাথ কবে 'নাইট হুড' উপাধি পান?
- ক. ১৯১৫ সালের ১ জুন
- খ. ১৯১৫ সালের ৩ জুন
- গ. ১৯১৫ সালের ২ জুন
- ঘ. ১৯১৫ সালের ৫ জুন
উত্তরঃ ১৯১৫ সালের ৩ জুন
60. কোন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তি নিকেতনে গিয়ে ডি লিট উপাধি প্রদান করে?
- ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
- খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
- গ. হার্বার্ড বিশ্ববিদ্যালয়
- ঘ. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
উত্তরঃ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
61. 'কালকূট' ছদ্মনামে লিখতেন কোন লেখক?
- ক. সত্যেন সেন
- খ. সমরেশ মজুমদার
- গ. সমরেশ বসু
- ঘ. সত্যেন বসু
উত্তরঃ সমরেশ বসু
62. হরপ্রসাদ শাস্ত্রী কত সালে 'মহামহোপাধ্যায়' উপাধি লাভ করে?
- ক. ১৮৯৮ সালে
- খ. ১৯১১ সালে
- গ. ১৯১৬ সালে
- ঘ. ১৯২৬ সালে
উত্তরঃ ১৮৯৮ সালে
63. পরশুরাম ছদ্মনামে হাস্যরসাত্মক গল্প লিখতেন?
- ক. বিভূতিভূষণ
- খ. রাজশেখর বসু
- গ. রামরাম বসু
- ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ রাজশেখর বসু
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. সত্যেন্দ্রনাথ দত্ত
- গ. প্রমথ চৌধুরী
- ঘ. টেকচাঁদ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. পরশুরাম
- খ. নীললোহিত
- গ. ভানুসিংহ
- ঘ. গাজী মিয়া
উত্তরঃ পরশুরাম
66. কোন খ্যাতিমান লেখক 'বীরবল' ছদ্মনামে লিখতেন?
- ক. প্রথমনাথ বিশী
- খ. প্রমথ চৌধুরী
- গ. প্রেমেন্দ্র মিত্র
- ঘ. প্রথমনাথ বসু
উত্তরঃ প্রমথ চৌধুরী
67. বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কাকে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. রাজশেখর বসু
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী
68. প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি?
- ক. গাজী মিয়া
- খ. টেকচাঁদ ঠাকুর
- গ. সাহিত্য সম্রাট
- ঘ. বাংলার মিল্টন
উত্তরঃ টেকচাঁদ ঠাকুর
69. বাংলা সাহিত্যের কোন সাহিত্যিক 'গাজী মিঞা' হিসাবে পরিচিত?
- ক. আবদুল হাকিম
- খ. কায়কোবাদ
- গ. মীর মোশাররফ হোসেন
- ঘ. লুৎফর রহমান
উত্তরঃ মীর মোশাররফ হোসেন
- ক. মালাধর বসু
- খ. মুকুন্দরাম
- গ. ভারতচন্দ্র
- ঘ. ময়ূরভট্ট
উত্তরঃ ভারতচন্দ্র
71. 'যাযাবর' ছদ্মনামের অন্তরালে আত্মগোপন করে আছেন---
- ক. বিনয় মুখোপাধ্যায়
- খ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
- গ. সুনীল গঙ্গোপাধ্যায়
- ঘ. সৈয়দ মুজতবা আলী
উত্তরঃ বিনয় মুখোপাধ্যায়
- ক. মধুসূদন মজুমদার
- খ. প্যারীচাঁদ মিত্র
- গ. দক্ষিণারঞ্জণ বসু
- ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ দক্ষিণারঞ্জণ বসু
- ক. সমরেশ বসু
- খ. সুনিল গঙ্গোপাধ্যায়
- গ. রাজশেখর বসু
- ঘ. সমর সেন
উত্তরঃ সুনিল গঙ্গোপাধ্যায়
74. 'জন্মই আমার আজন্ম পাপ'- উক্তিটি কার?
- ক. কবির চৌধুরী
- খ. তসলিমা নাসরিন
- গ. শামসুর রাহমান
- ঘ. জিয়া হায়দার
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
75. 'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়'- চরণটি কার রচনা--
- ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- খ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
- গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- ঘ. মধুসূদন দত্ত
উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়