বাংলা নাটকের উৎপত্তি

1. নাটক কি?

  • ক. দৃশ্যকাব্য
  • খ. কাব্যনাট্য
  • গ. গীতিনাট্য
  • ঘ. নৃত্যনাট্য

উত্তরঃ দৃশ্যকাব্য

বিস্তারিত

2. প্রহসন বলতে কি বোঝায়?

  • ক. কমেডি নাটক
  • খ. হাস্যরসাত্মক উদ্দেশ্যহীন নাটক
  • গ. অস্বভাবিক নাটক
  • ঘ. সমাজের ত্রুটি নির্দেশক ব্যাঙ্গাত্মক নাটক

উত্তরঃ সমাজের ত্রুটি নির্দেশক ব্যাঙ্গাত্মক নাটক

বিস্তারিত

3. নাটক ও প্রহসনে পার্থক্য-

  • ক. ব্যঙ্গ বিদ্রুপ
  • খ. উপখ্যান
  • গ. সংলাপ
  • ঘ. চরিত্র

উত্তরঃ ব্যঙ্গ বিদ্রুপ

বিস্তারিত

4. ট্রাজেডি, কমেডি এবং ফার্সের মূল পার্থক্য-

  • ক. জীবানুভূতির গভীরতায়
  • খ. কাহিনীর সরলতা ও জটিলতা
  • গ. দৃষ্টিভঙ্গির সূক্ষ্মতায়
  • ঘ. ভাষার প্রকারভেদে

উত্তরঃ জীবানুভূতির গভীরতায়

বিস্তারিত

5. বাংলা নাটক মঞ্চায়নে রচনায় ও অনুবাদে কোন বিদেশীর নাম প্রথম আসে?

  • ক. হেরাসিম লেবেডফ
  • খ. ডি রোজারিও
  • গ. উইলিয়াম কেরি
  • ঘ. স্যার মেকলে

উত্তরঃ হেরাসিম লেবেডফ

বিস্তারিত

6. ‘দি ডিসগাইজ’ নাটকের বাংলা অনুবাদক কে?

  • ক. উইলিয়াম কেরি
  • খ. হেরাসিম লেবেদফ
  • গ. মার্শ ম্যান
  • ঘ. জেমস লঙ

উত্তরঃ হেরাসিম লেবেদফ

বিস্তারিত

7. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?

  • ক. ভদ্রার্জুন
  • খ. নীলদর্পণ
  • গ. শর্মিষ্ঠা
  • ঘ. কবর

উত্তরঃ ভদ্রার্জুন

বিস্তারিত

8. প্রথম সার্থক বাংলা নাটক-

  • ক. শর্মিষ্ঠা
  • খ. কৃষ্ণকুমারী
  • গ. শাজাহান
  • ঘ. বসন্ত

উত্তরঃ শর্মিষ্ঠা

বিস্তারিত

9. বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডী নাটকের নাম-

  • ক. কুলীনকুল সর্বস্ব
  • খ. কৃষ্ণকুমারী
  • গ. নীল দর্পণ
  • ঘ. জমিদার দর্পণ

উত্তরঃ কৃষ্ণকুমারী

বিস্তারিত

10. প্রথম ঐতিহাসিক ট্রাজেডিমূলক নাটক কোনটি?

  • ক. নীলদর্পণ
  • খ. নূরজাহান
  • গ. মেবারপতন
  • ঘ. কৃষ্ণকুমারী

উত্তরঃ কৃষ্ণকুমারী

বিস্তারিত

11. 'এলেবেলে' নাটকটি কার লেখা?

  • ক. জিয়া হায়দার
  • খ. সৈয়দ শামসুল হক
  • গ. রাবেয়া খাতুন
  • ঘ. হুমায়ূন আহমেদ

উত্তরঃ জিয়া হায়দার

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects