১০তম বিসিএস প্রিলি
1. গুরীচণ্ডালী দোষমুক্ত কোনটি?
- ক. শব পোড়া
- খ. মড়া দাহ
- গ. শবদাহ
- ঘ. শব মড়া
- ক. জসীমউদদীন
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. মুনীর চৌধুরী
- ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
3. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত-
- ক. কবিতার নাম
- খ. গল্প সংকলনের নাম
- গ. উপন্যাসের নাম
- ঘ. কাব্য সংকলনের নাম
4. বাংলায় টি. এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. বিষ্ণু দে
- গ. সুধীন্দ্রনাথ দত্ত
- ঘ. বুদ্ধদেব বসু
5. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা-
- ক. অগ্রপথিক
- খ. বিদ্রোহী
- গ. প্রলয়োল্লাস
- ঘ. ধূমকেতু
6. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুযারির ’ রচয়িতা-
- ক. শামসুর রহমান
- খ. আলতাফ মাহমুদ
- গ. হাসান হাফিজুর রহমান
- ঘ. আবদুল গাফফার চৌধুরী
7. বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে?
- ক. কেশর চন্দ্র সেন
- খ. গিরীশচন্দ্র সেন
- গ. মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
- ঘ. মওলানা আকরম খাঁ
8. ‘আনারস’ ও ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে-
- ক. পর্তুগিজ ভাষা হতে
- খ. আরবি ভাষা হতে
- গ. দেশি ভাষা হতে
- ঘ. ওলন্দাজ ভাষা হতে
- ক. মূমুর্ষু
- খ. মুমূর্ষু
- গ. মূমূর্ষ
- ঘ. মুমূর্ষ
10. ‘উভয় কূল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
- ক. কারো পৌষ মাস, কারও সর্বনাশ
- খ. চাল না চুলো, ঢেঁকি না কুলো
- গ. সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
- ঘ. বোঝার উপর শাকের আঁটি
11. ‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ-
- ক. রত্না + কার
- খ. রত্ন + কর
- গ. রত্না + আকার
- ঘ. রত্ন + আকর
- ক. দুর্বলবশতঃ অনাথিনী বসে পড়ল
- খ. দুর্বলবশত অনাথিনী বসে পড়ল
- গ. দুর্বলবশত অনাথা বসে পড়ল
- ঘ. দুর্বলবশতঃ অনাথা বসে পড়ল
13. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?
- ক. যত গর্জে তত বৃষ্টি হয় না
- খ. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
- গ. নাচতে না জানলে উঠোন বাঁকা
- ঘ. যেখানে বাঘের ভয় সেখানে সন্ধা হয়
14. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
- ক. নিখুঁত
- খ. আনমনা
- গ. অবহেলা
- ঘ. নিমরাজি
- ক. would come
- খ. would have come
- গ. may have come
- ঘ. may come
17. Choose the appropriate alternative to complete the sentence. 'He had - of fever'.
- ক. strong attack
- খ. severe attack
- গ. serious attack
- ঘ. bad attack
18. Choose teh correct sentence.
- ক. I asked Javed had he passed.
- খ. I asked Javed if he had passed.
- গ. I asked Javed if you passed.
- ঘ. I asked Javed that he passed.
19. Choose teh correct sentence.
- ক. A few of the three boys got a prize
- খ. Each of the three boys got a prize
- গ. Every of the three boys got a prize
- ঘ. All of the three boys got a prize
20. Choose teh correct sentence.
- ক. The man that said that was a fool
- খ. The man who said that was a fool
- গ. The man, that said that was a fool
- ঘ. The man which said that was a fool
21. Choose teh correct answer. How long did you wait?
- ক. Till lunch time
- খ. Till he came
- গ. Until 6 O'clock
- ঘ. Since this morning
22. What will be the correct proposition to complete the sentence 'I am not bad - tennis.'
- ক. in
- খ. at
- গ. about
- ঘ. with
23. What is the antonym of 'Gentle'?
- ক. Harsh
- খ. Clever
- গ. Modest
- ঘ. Rude
24. What is the synonym of 'Jovial'?
- ক. Jolly
- খ. Gay
- গ. Jealous
- ঘ. Happy
25. What is the synonym of 'Competent'?
- ক. Circumspect
- খ. Discrete
- গ. Capable
- ঘ. Prudent