১০তম বিসিএস প্রিলি
51. পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কী নামে পরিচিত ছিল?
- ক. সোমপুর বিহার
- খ. ধর্মপাল বিহার
- গ. জগদ্দল বিহার
- ঘ. শ্রী বিহার
52. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল -
- ক. লক্ষ্মণ সেন
- খ. ইলিয়াস শাহ
- গ. আকবর
- ঘ. বিজয় সেন
53. বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে -
- ক. বিজয়পুরে
- খ. রাণীগঞ্জে
- গ. টেকেরহাটে
- ঘ. বিয়ানীবাজারে
54. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন -
- ক. শায়েস্তা খান
- খ. নওয়াব সলিমুল্লাহ
- গ. মির্জা আহমেদ খান
- ঘ. মির্জা গোলাম পীর
55. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় -
- ক. ১৮৮৭ সালে
- খ. ১৯০২ সালে
- গ. ১৯২১ সালে
- ঘ. ১৯০৫ সালে
56. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
- ক. চট্রগ্রামে
- খ. বগুড়ায়
- গ. সোনারগাঁয়ে
- ঘ. রাঙ্গামাটিতে
58. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে?
- ক. ১৭০০ সালে
- খ. ১৭৬২ সালে
- গ. ১৭৬৫ সালে
- ঘ. ১৭৯৩ সালে
59. কোন মোগল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নতাবাদ’?
- ক. বাবর
- খ. হুমায়ন
- গ. আকবর
- ঘ. জাহাঙ্গীর
60. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর -
- ক. ড. রমেশচন্দ্র মজুমদার
- খ. ড. মাহমুদ হাসান
- গ. ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
- ঘ. স্যার এ এফ রহমান
61. ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?
- ক. শামীম শিকদার
- খ. সৈয়দ আব্দুল্লাহ খালেদ
- গ. হামিদুজ্জামান খান
- ঘ. আব্দুস সুলতান
62. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
- ক. ১২০৬ খৃঃ
- খ. ১৩১০ খৃঃ
- গ. ১৫২৬ খৃঃ
- ঘ. ১৬১০ খৃঃ
63. ‘পূর্বাশা’ দ্বীপের অপর নাম -
- ক. নিঝুম দ্বীপ
- খ. সেন্টমার্টিন দ্বীপ
- গ. দক্ষিণ তালপট্টি
- ঘ. কুতুবদিয়া দ্বীপ
64. সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় -
- ক. ১৯৮৪ সালে
- খ. ১৯৮৭ সালে
- গ. ১৯৮৫ সালে
- ঘ. ১৯৮৬ সালে
65. আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
- ক. ইরাক
- খ. আলজেরিয়া
- গ. সৌদি আরব
- ঘ. জর্ডান
- ক. তিউনিস
- খ. রাবাত
- গ. বেনগাজি
- ঘ. মরক্কো
67. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন -
- ক. উথান্ট
- খ. ট্রিগভেলি
- গ. দ্যাগ হ্যামারশোল্ড
- ঘ. কুর্ট ওয়াল্ডহেইম
68. বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা -
- ক. ১৫৬
- খ. ১৫৭
- গ. ১৫৮
- ঘ. ১৮৮
69. ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত -
- ক. রিয়াদ
- খ. জেদ্দা
- গ. দামেস্ক
- ঘ. মক্কা
70. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় -
- ক. সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
- খ. সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
- গ. সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
- ঘ. সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার
71. যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে?
- ক. ব্রিটেন
- খ. ফ্রান্স
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. রাশিয়া
72. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় -
- ক. ওয়েস্ট মিনস্টাল এ্যাবে
- খ. হোয়াইট হল
- গ. মার্বেল চার্চ
- ঘ. বুশ হাউস
73. দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্বসমর্পণ করে -
- ক. ১৯৪২ সালের নভেম্বর মাসে
- খ. ১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে
- গ. ১৯৪৫ সালের মে মাসে
- ঘ. ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে
74. হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল -
- ক. ১৯৪৫ সালের আগস্ট মাসে
- খ. ১৯৪৫ সালের মে মাসে
- গ. ১৯৪৪ সালের সেপ্টেম্বর মাসে
- ঘ. ১৯৪৪ সালের আগস্ট মাসে
75. কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মরণীয় নাম -
- ক. কাশাভুরু
- খ. প্যাট্রিস লুমুম্বা
- গ. শোম্বে
- ঘ. মরুতু