ক্রিয়ার ভাব
1. বাক্যের অপরিহার্য অঙ্গ কোন পদ ?
- ক. সর্বনাম পদ
 - খ. বিশেষণ পদ
 - গ. বিশেষ্য পদ
 - ঘ. ক্রিয়া পদ
 
উত্তরঃ ক্রিয়া পদ
2. ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ অনুযায়ী কালসূচক ক্রিয়াবিভক্তি যোগ করে কোন পদ গঠন করা হয় ?
- ক. বিশেষণ পদ
 - খ. বিশেষ্য পদ
 - গ. সর্বনাম পদ
 - ঘ. ক্রিয়া পদ
 
উত্তরঃ ক্রিয়া পদ
3. ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদ কয় প্রকার ?
- ক. ৬ প্রকার
 - খ. ৪ প্রকার
 - গ. ৩ প্রকার
 - ঘ. ২ প্রকার
 
উত্তরঃ ২ প্রকার
4. যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না তাকে কোন ক্রিয়া বলে ?
- ক. সমাপিকা
 - খ. অসমাপিকা
 - গ. সকর্মক
 - ঘ. অসকর্মক
 
উত্তরঃ অসমাপিকা
5. যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি স্থাপিত হয়, তাকে কোন ক্রিয়া বলে ?
- ক. সকর্মক
 - খ. অকর্মক
 - গ. সমাপিকা
 - ঘ. অসমাপিকা
 
উত্তরঃ সমাপিকা
- ক. অকর্মক ক্রিয়া
 - খ. সকর্মক ক্রিয়া
 - গ. সমাপিকা ক্রিয়া
 - ঘ. অসমাপিকা ক্রিয়া
 
উত্তরঃ সকর্মক ক্রিয়া
- ক. গৌণ কর্ম
 - খ. মুখ্য কর্ম
 - গ. সমধাতু কো
 - ঘ. দ্বিকর্মক
 
উত্তরঃ মুখ্য কর্ম
8. ব্যক্তিবাচক কর্ম পদটি বলে -
- ক. গৌণ কর্ম
 - খ. মুখ্য কর্ম
 - গ. দ্বিকর্মক
 - ঘ. সমধাতুজ কর্ম
 
উত্তরঃ গৌণ কর্ম
9. কোন কর্মে বিভক্তি যুক্ত হয় না ?
- ক. মুখ্যকর্মে
 - খ. গৌণকর্মে
 - গ. সমধাতুজ কর্মে
 - ঘ. যৌগিক কর্মে
 
উত্তরঃ মুখ্যকর্মে
10. বাক্যের ক্রিয়া ও কর্ম পদ একই ধাতু থেকে গঠিত হলে তাকে কি বলে ?
- ক. সমধাতুজ কর্ম
 - খ. মুখ্য কর্ম
 - গ. গৌণ কর্ম
 - ঘ. ক্রিয়া
 
উত্তরঃ সমধাতুজ কর্ম
11. সমধাতুজ কর্ম পদ অকর্মক ক্রিয়া কি করে ?
- ক. অকর্মক করে
 - খ. সকর্মক করে
 - গ. দ্বিকর্মক করে
 - ঘ. কর্মক করে
 
উত্তরঃ সকর্মক করে
12. এমন সুখের মরণ কে মরতে পারে ? - কোন কর্মের উদাহরণ ?
- ক. মুখ্য কর্ম
 - খ. গৌণ কর্ম
 - গ. সমধাতুজ কর্ম
 - ঘ. সকর্মক
 
উত্তরঃ সমধাতুজ কর্ম
- ক. মৌলিক ক্রিয়া
 - খ. যৌগিক ক্রিয়া
 - গ. অসমাপিকা ক্রিয়া
 - ঘ. সমাপিকা ক্রিয়া
 
উত্তরঃ যৌগিক ক্রিয়া
15. ঘটনাটা শুনে রাখ - এ বাক্যেটি কোন ক্রিয়ার উদাহরণ ?
- ক. যৌগিক ক্রিয়া
 - খ. মৌলিক ক্রিয়া
 - গ. সমাপিকা ক্রিয়া
 - ঘ. অসমাপিকা ক্রিয়া
 
উত্তরঃ যৌগিক ক্রিয়া
- ক. যৌগিক ক্রিয়া
 - খ. মিশ্রক্রিয়া
 - গ. সমাপিকা ক্রিয়া
 - ঘ. নামধাতুর ক্রিয়া
 
উত্তরঃ মিশ্রক্রিয়া
17. এখন গোল্লায় যাও, ঝমঝম করে বৃষ্টি পড়ছে - এগুলো কোন ক্রিয়ার উদাহরণ ?
- ক. নাম ধাতুর ক্রিয়া
 - খ. যৌগিক ক্রিয়া
 - গ. মিশ্র ক্রিয়া
 - ঘ. নিজন্ত ক্রিয়া
 
উত্তরঃ মিশ্র ক্রিয়া
18. কোনটিতে সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ আছে ?
- ক. ছেলেটা কানে শোনে না
 - খ. ছেলেটা কথা শোনে না
 - গ. ছেলেটা কানে শোনে না
 - ঘ. ছেলেটা গল্প শুনে
 
উত্তরঃ ছেলেটা কথা শোনে না
19. কোনটি অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি ?
- ক. ইয়া > এ
 - খ. ইলে > লে
 - গ. ইতে > তে
 - ঘ. ইনে > নে
 
উত্তরঃ ইয়া > এ
20. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন - কোন ক্রিয়ার উদাহরণ ?
- ক. অকর্মক
 - খ. সকর্মক
 - গ. প্রযোজক
 - ঘ. যৌগিক
 
উত্তরঃ প্রযোজক
22. আমরা তাজমহল দর্শন করলাম কোন ক্রিয়ার উদাহরণ ?
- ক. যৌগিক ক্রিয়া
 - খ. মৌলিক ক্রিয়া
 - গ. মিশ্র ক্রিয়া
 - ঘ. নামধাতুর ক্রিয়া
 
উত্তরঃ মিশ্র ক্রিয়া
23. ক্রিয়ার যে অবস্থার দ্বারা তা ঘটার ধরন বা রীতি প্রকাশ পায়, তাকে কি বলে ?
- ক. ক্রিয়ার ভাব
 - খ. ক্রিয়া পদ
 - গ. সাপেক্ষ ভাব
 - ঘ. অনুজ্ঞার ভাব
 
উত্তরঃ ক্রিয়ার ভাব
- ক. ৪ প্রকার
 - খ. ৭ প্রকার
 - গ. ৩ প্রকার
 - ঘ. ৫ প্রকার
 
উত্তরঃ ৪ প্রকার
25. আদেশ, নিষেধ, উপদেশ, অনুররোধ, আশীর্বাদ ইত্যাদী সূচিত হলে ক্রিয়ার কোন ভাব প্রকাশ পায় ?
- ক. সাপেক্ষ ভাব
 - খ. অনুজ্ঞা ভাব
 - গ. আকাঙ্ক্ষা প্রকাশ ভাব
 - ঘ. নির্দেশক ভাব
 
উত্তরঃ অনুজ্ঞা ভাব