ক্রিয়ার ভাব
26. একটি ক্রিয়ার সংগঠন অন্য একটি ক্রিয়ার ওপর নির্ভর করলে নির্ভরশীল ক্রিয়াকে কোন ভাবের ক্রিয়া বলে ?
- ক. নির্দেশক ভাব
- খ. অনুজ্ঞা ভাব
- গ. সাপেক্ষ ভাব
- ঘ. আকাঙ্ক্ষা প্রকাশক ভাব
উত্তরঃ সাপেক্ষ ভাব
27. আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হত না - বাক্যটি কোন ভাবের ক্রিয়া ?
- ক. অনুজ্ঞা ভাব
- খ. সাপেক্ষ ভাব
- গ. নির্দেশক ভাব
- ঘ. অনির্দেশক ভাব
উত্তরঃ সাপেক্ষ ভাব
28. কোন বাক্যটি অনুজ্ঞা ভাব প্রকাশ করে ?
- ক. আমি বাড়ি যাই
- খ. মন দিয়ে লেখাপড়া কর
- গ. পরিশ্রম করলে সফল হবে
- ঘ. তার মঙ্গল হোক
উত্তরঃ মন দিয়ে লেখাপড়া কর
29. সাধারণ ঘটনা নির্দেশ করলে বা কিছু জিজ্ঞেস করলে ক্রিয়ার কোন ভাব হয় ?
- ক. নির্দেশক
- খ. অনুজ্ঞা
- গ. সাপেক্ষ
- ঘ. আকাঙ্ক্ষা
উত্তরঃ নির্দেশক
30. কোন বাক্যে ক্রিয়াপদ উহ্য রয়েছে ?
- ক. ইনি আমার ভাই
- খ. কবির বই পড়েছে
- গ. আমি লিখছি
- ঘ. তিনি সাতাঁর কাটছেন
উত্তরঃ ইনি আমার ভাই
31. ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে ?
- ক. ক্রিয়া
- খ. কর্তা
- গ. কর্ম পদ
- ঘ. অব্যয়
উত্তরঃ কর্ম পদ
32. যে ক্রিয়া প্রযোজনা করে তাকে কি বলে ?
- ক. প্রযোজ্য কর্তা
- খ. প্রযোজক কর্তা
- গ. সকর্মক
- ঘ. অকর্মক
উত্তরঃ প্রযোজক কর্তা
33. ঘটনাটি শুনে রাখ - বাক্যের যৌগিক ক্রিয়াটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. নিরন্ততা অর্থে
- খ. তাগিদ অর্থে
- গ. অনুমোদন অর্থে
- ঘ. আকাঙ্ক্ষা অর্থে
উত্তরঃ তাগিদ অর্থে
There are no comments yet.