বাংলা বিবিধ
3. রোহিনী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
- ক. বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
 - খ. কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি
 - গ. দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
 - ঘ. কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
 
উত্তরঃ কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
4. কবি ঈশ্বরচন্দ্র গুপ্তকে ‘খাঁটি বাঙালি কবি’ হিসেবে অভিহিত করেছেন কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
 - খ. মধুসূদন দত্ত
 - গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 - ঘ. অক্ষয় কুমার দত্ত
 
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
5. ‘তপসে মাছ’ কবিতাটি কার রচনা?
- ক. মদনমোহন তর্কালংকার
 - খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
 - গ. রামমোহন রায়
 - ঘ. জীবনানন্দ দাস
 
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
6. বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
- ক. বঙ্গদর্শন
 - খ. সমাচার দর্পণ
 - গ. সবুজপত্র
 - ঘ. সংবাদ প্রভাকর
 
উত্তরঃ সংবাদ প্রভাকর
7. বিজ্ঞান বিষয়ক প্রথম বাঙালি লেখক কে?
- ক. অক্ষয়কুমার দত্ত
 - খ. এস এন বোস
 - গ. জগদীশ চন্দ্র বসু
 - ঘ. রামমোহন রায়
 
উত্তরঃ অক্ষয়কুমার দত্ত
8. ‘কলিকাতা কমলালয়’, ‘নববাবু বিলাস’ গ্রন্থ দু’টির রচয়িতা কে?
- ক. তারাচরণ শিকদার
 - খ. ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
 - গ. কালী প্রসন্ন সিংহ
 - ঘ. কালী প্রসন্ন ঘোষ
 
উত্তরঃ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
9. ‘ফুলমণি ও করুণার বিবরণ’ রচনা করেন কে?
- ক. ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
 - খ. কালী প্রসন্ন সিংহ
 - গ. হ্যানা ক্যাথারিন ম্যালেন্স
 - ঘ. উইলিয়াম কেরি
 
উত্তরঃ হ্যানা ক্যাথারিন ম্যালেন্স
10. ‘আলালী ভাষা’ বলতে নিচের কোনটিকে বুঝায়?
- ক. ভাবগাম্ভীর্যপূর্ণ ভাষা
 - খ. হালকা চটুল ভাষা
 - গ. গুরুচণ্ডালী ভাষা
 - ঘ. কলকাতা অঞ্চলের কথ্য ভাষা
 
উত্তরঃ কলকাতা অঞ্চলের কথ্য ভাষা
11. মহাকাব্য জাতীয় রচনা ‘বৃত্রসংহার’ এর রচয়িতা কে?
- ক. কায়কোবাদ
 - খ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
 - গ. মধুসূদন দত্ত
 - ঘ. হেমচন্দ্র বন্দ্যোপাধায়
 
উত্তরঃ হেমচন্দ্র বন্দ্যোপাধায়
12. ‘পদ্মিনী উপাখ্যান’ কাব্য কে রচনা করেন?
- ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
 - খ. নবীনচন্দ্র সেন
 - গ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
 - ঘ. কায়কোবাদ
 
উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
13. নবীনচন্দ্র সেন রচিত কাব্য কোনটি?
- ক. পদ্মিনী উপাখ্যান
 - খ. চিন্তা তরঙ্গিনী
 - গ. বৃত্রসংহার
 - ঘ. পলাশীর যুদ্ধ
 
উত্তরঃ পলাশীর যুদ্ধ
14. ‘সারদামঙ্গল’ কাব্যে কবি বিহারীলাল কল্পিত ‘সারদা’ কে?
- ক. লক্ষ্মী
 - খ. সরস্বতী
 - গ. চণ্ডী
 - ঘ. কালী
 
উত্তরঃ সরস্বতী
15. আধুনিক বাংলা গীতিকবিতার প্রথম কবি কে?
- ক. বিহারীলাল চক্রবর্তী
 - খ. গোবিন্দচন্দ্র দাস
 - গ. মোজাম্মেল হক
 - ঘ. সুরেন্দ্রনাথ মজুমদার
 
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী
17. ‘আর্যগাথা’, ‘আষাঢ়ে’ -গ্রন্থদ্বয়ের রচয়িতা কে?
- ক. বিহারীলাল চক্রবর্তী
 - খ. দ্বিজেন্দ্রলাল রায়
 - গ. সুরেন্দ্রনাথ মজুমদার
 - ঘ. গোবিন্দচন্দ্র দাস
 
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়
18. বাংলা সাহিত্যে প্যারডি রচনার পথিকৃৎ কে?
- ক. দ্বিজেন্দ্রলাল রায়
 - খ. রজনীকান্ত সেন
 - গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
 - ঘ. গোবিন্দ চন্দ্র দাস
 
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়
19. কোন চরণটি সঠিক?
- ক. ধন ধান্যে পুষ্পে ভরা
 - খ. ধন্য ধান্যে পুষ্পে ভরা
 - গ. ধণ্যে ধান্যে পুষ্পে ভরা
 - ঘ. ধন্যে ধান্যে পুষ্পে ভরা
 
উত্তরঃ ধন ধান্যে পুষ্পে ভরা
20. কোন সাহিত্যিক মহাকাব্য ‘ইনীড’ এর রচয়িতা কে?
- ক. হোমার
 - খ. ভার্জিল
 - গ. হেক্টর
 - ঘ. ফেরদৌসী
 
উত্তরঃ ভার্জিল
21. ‘কাসেম বধ কাব্য’ কার রচনা?
- ক. মুনীর চৌধুরী
 - খ. কায়কোবাদ
 - গ. হামিদ আলী
 - ঘ. ফররুখ আহমদ
 
উত্তরঃ হামিদ আলী
22. ‘গহনার বাক্স’ নামক গল্পগ্রন্থটির রচয়িতা কে?
- ক. প্রমথ চৌধুরী
 - খ. প্রভাতকুমার মুখোপাধ্যায়
 - গ. বেগম রোকেয়া
 - ঘ. মোজাম্মেল হক
 
উত্তরঃ প্রভাতকুমার মুখোপাধ্যায়
23. ‘টোনাটুনির বই’ গল্পগ্রন্থের রচয়িতা কে?
- ক. সত্যেন্দ্রনাথ দত্ত
 - খ. সুকুমার রায়
 - গ. দক্ষিণারঞ্জন মিত্র
 - ঘ. উপেন্দ্রকিশোর রায়
 
উত্তরঃ উপেন্দ্রকিশোর রায়
24. ‘জীবনের মূল্য’ উপন্যাসটির রচয়িতা কে?
- ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
 - খ. ড. লুৎফুর রহমান
 - গ. প্রভাতকুমার মুখোপাধ্যায়
 - ঘ. প্রমথ চৌধুরী
 
উত্তরঃ প্রভাতকুমার মুখোপাধ্যায়
25. বাংলা কবিতায় ছন্দ রচনায় এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন-
- ক. সত্যেন্দ্রনাথ দত্ত
 - খ. আবদুল কাদির
 - গ. ফররুখ আহমদ
 - ঘ. তালিম হোসেন
 
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত