বাংলা বিবিধ

176. আধুনিকদের মধ্যে সবচেয়ে শান্ত, স্নিগ্ধ, ধ্যানী বলে মনে করা হয় কারে?

  • ক. জীবনানন্দ দাশ
  • খ. সুধীন্দ্রনাথ দত্ত
  • গ. অমিয় চক্রবর্তী
  • ঘ. বুদ্ধদেব বসু

উত্তরঃ অমিয় চক্রবর্তী

বিস্তারিত

177. রবীন্দ্র-পরবর্তী আধুনিক কবিদের সম্পৃক্ত কোন পত্রিকাটি?

  • ক. বঙ্গদর্শন
  • খ. লোকায়ত
  • গ. প্রগতি
  • ঘ. আধুনিক কবিতা

উত্তরঃ প্রগতি

বিস্তারিত

178. প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় কার পিতৃদত্ত নাম?

  • ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  • গ. মানিক বন্দ্যোপাধ্যায়
  • ঘ. ভূদেব চৌধুরী

উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

179. 'তৃণাঙ্কুর' কার আত্নজীবনীমূলক গ্রন্থ?

  • ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  • গ. মানিক বন্দ্যোপাধ্যায়
  • ঘ. বুদ্ধদেব বসু

উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

180. ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন কোন সাহিত্যিক?

  • ক. শওকত ওসমান
  • খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • গ. হুমায়ন আহমেদ
  • ঘ. জহির রায়হান

উত্তরঃ জহির রায়হান

বিস্তারিত

181. 'জন্ম যদি তব বঙ্গে' কোন ধরনের সাহিত্যকর্ম?

  • ক. নাটক
  • খ. কাব্য
  • গ. গল্প
  • ঘ. উপন্যাস

উত্তরঃ গল্প

বিস্তারিত

182. বাংলা ভাষার প্রথম অভিধান প্রকাশিত হয় কত সালে?

  • ক. ১৯৪৩
  • খ. ১৮৪৩
  • গ. ১৭৪৩
  • ঘ. ১৭৩৪

উত্তরঃ ১৭৪৩

বিস্তারিত

183. "বঙ্গীয় শব্দকোষ" কয় খণ্ডে রচিত হয়েছে?

  • ক. ১ খণ্ডে
  • খ. ২ খণ্ডে
  • গ. ৩ খণ্ডে
  • ঘ. ৪ খণ্ডে

উত্তরঃ ২ খণ্ডে

বিস্তারিত

184. বাংলা একাডেমী কতটি অভিধান জাতীয় গ্রন্থ রচনা করেছে?

  • ক. ২০ -এর উপরে
  • খ. ৩০ -এর উপরে
  • গ. ৫০ -এর উপরে
  • ঘ. ৬০ -এর উপরে

উত্তরঃ ৬০ -এর উপরে

বিস্তারিত

185. 'চলিষ্ণু অভিধান' কাকে বলা হত?

  • ক. রামনারায়ণ তর্করত্ন
  • খ. হরপ্রসাদ শাস্ত্রী
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. মুহম্মদ শহীদুল্লাহ

উত্তরঃ মুহম্মদ শহীদুল্লাহ

বিস্তারিত

186. 'বাংলা দেশের আঞ্চলিক ভাষার অভিধান' কার সম্পাদনায় বাংলা একাডেমী থেকে প্রকাশিত হয়?

  • ক. মুহম্মদ শহীদুল্লাহ
  • খ. মুহাম্মদ এনামুল হক
  • গ. আবুল ফজল
  • ঘ. মুহম্মদ আবদুল হাই

উত্তরঃ মুহম্মদ শহীদুল্লাহ

বিস্তারিত

187. বাংলাপিডিয়া'র প্রধান সম্পাদক কে?

  • ক. আব্দুল মুনীর চৌধুরী
  • খ. ওয়াকিল আহমেদ
  • গ. আব্দুল মান্নান
  • ঘ. সিরাজুল ইসলাম

উত্তরঃ সিরাজুল ইসলাম

বিস্তারিত

188. 'প্রমিত বাংলা বানান অভিধান' -এর সম্পাদক কে ছিলেন?

  • ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • খ. ওয়াকিল আহমেদ
  • গ. জামিল চৌধুরী
  • ঘ. আবু ইসহাক

উত্তরঃ জামিল চৌধুরী

বিস্তারিত

189. 'শব্দমঞ্জুরী' (বাঙ্গালা অভিধান) -এর সম্পাদক কে ছিলেন?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. বঙ্কিমচন্দ্র
  • গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

190. উইলিয়াম কেরী সম্পাদনা করেছেন কোন গ্রন্থটি?

  • ক. Vocubulary
  • খ. বাংলা ভাষার অভিধান
  • গ. বাঙলা-পর্তুগীজ অভিধান
  • ঘ. থিরসাস

উত্তরঃ বাংলা ভাষার অভিধান

বিস্তারিত

191. 'ঐতিহাসিক অভিধান' বাংলাদেশের কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়?

  • ক. গণগ্রন্থাগার অধিদপ্তর
  • খ. বাংলাদেশ বই সমিতি
  • গ. বাংলা একাডেমী
  • ঘ. বাংলাদেশ ইতিহাস পরিষদ

উত্তরঃ বাংলা একাডেমী

বিস্তারিত

192. 'বাংলা উচ্চারণ অভিধান' -এর সম্পাদক কে ছিলেন?

  • ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • খ. নরেন বিশ্বাস
  • গ. জামিল চৌধুরী
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ নরেন বিশ্বাস

বিস্তারিত

193. 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়?

  • ক. বাংলাদেশ গণগ্রন্থাগার
  • খ. এশিয়াটিক সোসাইটি
  • গ. বাংলা একাডেমী
  • ঘ. সাহিত্য সংসদ

উত্তরঃ বাংলা একাডেমী

বিস্তারিত

194. 'সংসদ বাঙ্গালা অভিধান' -এর সংকলক কে?

  • ক. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
  • খ. অসিতকুমার বন্দোপাধ্যায়
  • গ. শৈলেন্দ্র বিশ্বাস
  • ঘ. প্রমথনাথ বিশী

উত্তরঃ শৈলেন্দ্র বিশ্বাস

বিস্তারিত

195. 'সমকালীন বাংলা ভাষার অভিধান' -এর সম্পাদনা করেছেন কে?

  • ক. জামিলুর রেজা চৌধুরী
  • খ. জামিল চৌধুরী
  • গ. মনজুরুর রহমান
  • ঘ. আবু ইসহাক

উত্তরঃ আবু ইসহাক

বিস্তারিত

196. বাংলা অভিধানে কোন শব্দটি আগে বসবে?

  • ক. উন্মত
  • খ. উন্নয়ন
  • গ. উন্নদ্ধ
  • ঘ. উন্নস

উত্তরঃ উন্নদ্ধ

বিস্তারিত

197. 'অরণ্য জনপদে' কার লেখা?

  • ক. আশরাফ সিদ্দিকী
  • খ. কাজী আবদুল মান্নান
  • গ. আবদুস সাত্তার
  • ঘ. মোফাজ্জল হায়দার

উত্তরঃ আবদুস সাত্তার

বিস্তারিত

198. বাংলা একাডেমী চরিতাভিধান -এর সম্পাদনা করেছেন কে?

  • ক. হায়াৎ মামুদ
  • খ. শিবপ্রসন্ন লাহিড়ী
  • গ. ডক্টর মুহম্মদ এনামুল হক
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ সেলিনা হোসেন

বিস্তারিত

199. 'সময় গেলে সাধন হবে না' -গানটির রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. লালন শাহ
  • ঘ. ডি এল রায়

উত্তরঃ লালন শাহ

বিস্তারিত

200. 'আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই' -গানটির গীতিকার কে?

  • ক. ডি এল রায়
  • খ. সেলিনা হোসেন
  • গ. আলতাফ মাহমুদ
  • ঘ. সিকান্দার আবু জাফর

উত্তরঃ সিকান্দার আবু জাফর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects