বাংলা বিবিধ

226. 'কে জানে দেশে আবার সুদিন আসবে কিনা' এ বাক্যেটি কী প্রকাশ করে?

  • ক. হতাশা
  • খ. সন্দেহ
  • গ. সম্ভাবনা
  • ঘ. অনিশ্চয়তা

উত্তরঃ অনিশ্চয়তা

বিস্তারিত

227. 'প্রদীপ নিভে গেল' বাক্যটি কোন অতীত কালের?

  • ক. পুরাঘটিত
  • খ. ঘটমান
  • গ. সাধারণ
  • ঘ. নিত্যবৃত্ত

উত্তরঃ সাধারণ

বিস্তারিত

228. 'কোথায় থাকা হয়' এটি কোন বাচ্যের উদাহরণ?

  • ক. কর্তৃবাচ্যের
  • খ. কর্মবাচ্যের
  • গ. ভাববাচ্যের
  • ঘ. প্রত্যক্ষ

উত্তরঃ ভাববাচ্যের

বিস্তারিত

229. ধাতু কয় প্রকার?

  • ক. ২ প্রকার
  • খ. ৩ প্রকার
  • গ. ৪ প্রকার
  • ঘ. ৫ প্রকার

উত্তরঃ ৩ প্রকার

বিস্তারিত

230. খাঁটি বাংলা ধাতু কোনটি?

  • ক. আঁক
  • খ. অঙ্ক
  • গ. ডর
  • ঘ. বধূ

উত্তরঃ আঁক

বিস্তারিত

231. 'পাঠক' শব্দটি কোন শ্রেণীর ধাতু থেকে গঠিত?

  • ক. দেশী
  • খ. সংস্কৃত
  • গ. বিদেশী
  • ঘ. খাঁটি বাংলা

উত্তরঃ সংস্কৃত

বিস্তারিত

232. ধাতু ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

  • ক. বাক্যতত্ত্বে
  • খ. রূপতত্ত্বে
  • গ. অর্থতত্ত্ব
  • ঘ. ধ্বনিতত্ত্বে

উত্তরঃ রূপতত্ত্বে

বিস্তারিত

233. গঠনরীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু কয় প্রকার?

  • ক. ৪ প্রকার
  • খ. ২ প্রকার
  • গ. ৩ প্রকার
  • ঘ. ৫ প্রকার

উত্তরঃ ৩ প্রকার

বিস্তারিত

234. 'অঙ্ক' কোন ধাতুর উদাহরণ?

  • ক. মৌলিক ধাতু
  • খ. সংস্কৃত ধাতু
  • গ. যৌগিক ধাতু
  • ঘ. বিদেশী ধাতু

উত্তরঃ সংস্কৃত ধাতু

বিস্তারিত

235. বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কি বলা হয়?

  • ক. বাগধারা
  • খ. বাচ্য
  • গ. উক্তি
  • ঘ. প্রবাদ

উত্তরঃ বাচ্য

বিস্তারিত

236. বাঁশি বাজে ঐ মধুর লগনে- এটা কোন বাচ্যের উদাহরণ?

  • ক. কর্ম-কর্তৃবাচ্য
  • খ. কর্মবাচ্য
  • গ. কর্তৃবাচ্য
  • ঘ. ভাববাচ্য

উত্তরঃ কর্ম-কর্তৃবাচ্য

বিস্তারিত

237. এবার একটি গান হোক- এটি কোন বাচ্যের উদাহরণ?

  • ক. কর্তৃবাচ্যের
  • খ. কর্মবাচ্যের
  • গ. ভাববাচ্যের
  • ঘ. কর্ম-কর্তৃবাচ্যের

উত্তরঃ ভাববাচ্যের

বিস্তারিত

238. যে বাচ্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে কি বলে?

  • ক. কর্তৃবাচ্য
  • খ. কর্মবাচ্য
  • গ. ভাববাচ্য
  • ঘ. কর্মকর্তৃবাচ্য

উত্তরঃ কর্মকর্তৃবাচ্য

বিস্তারিত

239. বাংলা ভাষায় বিরাম চিহ্নের প্রবর্তন করেন কে?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

240. যতি বা ছেদ চিহ্ন কতটি?

  • ক. ১১টি
  • খ. ১০টি
  • গ. ১৩টি
  • ঘ. ৮টি

উত্তরঃ ১১টি

বিস্তারিত

241. জিজ্ঞাসা চিহ্নের বিরতিকাল কতক্ষণ?

  • ক. ১ বলার দ্বিগণ সময়
  • খ. ১ উচ্চারণে যে সময় লাগে
  • গ. ১ মিনিট
  • ঘ. ১ সেকেন্ড

উত্তরঃ ১ সেকেন্ড

বিস্তারিত

242. বাড়ি বা রাস্তার নম্বরের পর কোন চিহ্ন বসে?

  • ক. দাঁড়ি
  • খ. সেমিকোলন
  • গ. কোলন
  • ঘ. কমা

উত্তরঃ কমা

বিস্তারিত

243. কমা অপেক্ষা বেশী বিরতির প্রয়োজন কোন চিহ্নের?

  • ক. সেমিকোলন
  • খ. কোলন
  • গ. কোলন ড্যাস
  • ঘ. হাইফেন

উত্তরঃ সেমিকোলন

বিস্তারিত

246. Executive- এর পরিভাষা---

  • ক. ঊর্ধতন কর্মকর্তা
  • খ. নির্বাহী
  • গ. সহযোগী
  • ঘ. ব্যবস্থাপক

উত্তরঃ নির্বাহী

বিস্তারিত

247. সারাংশ বলতে কি বোঝায়?

  • ক. রচনা বা রচনা অংশের মূল বক্তব্যটি সংক্ষেপে প্রকাশ করা
  • খ. রচনার মূলভাব এবং আনুষঙ্গিক ভাব বিশ্লেষণ করা
  • গ. রচনার উপমা উৎপ্রেক্ষা ও অলঙ্কার সমৃদ্ধ করা
  • ঘ. রচনার মানমর্যদা রক্ষা করা

উত্তরঃ রচনা বা রচনা অংশের মূল বক্তব্যটি সংক্ষেপে প্রকাশ করা

বিস্তারিত

248. কোন গদ্যাংশের বক্তব্য সংক্ষেপ করাকে বলে--

  • ক. সার বক্তব্য
  • খ. সারাংশ লিখন
  • গ. সংক্ষেপণ
  • ঘ. সারমর্ম লিখন

উত্তরঃ সারাংশ লিখন

বিস্তারিত

249. সারাংশে কোনটির প্রয়োজন নেই?

  • ক. সংক্ষেপণ
  • খ. সরলতা
  • গ. প্রাঞ্জলতা
  • ঘ. অলঙ্কার

উত্তরঃ অলঙ্কার

বিস্তারিত

250. প্রদত্ত রচনার সমুদয় সহযোগী ভাব সম্পর্কে কি রীতি অনুসরণীয়?

  • ক. সমুদয় ভাব বর্জন করতে হবে
  • খ. সমুদয় ভাবের তাৎপর্য তুলে ধরতে হবে
  • গ. সমুদয় ভাবই অক্ষুণ্ন রাখতে হবে
  • ঘ. সমুদয় ভাব বিশ্লেষণ করতে হবে

উত্তরঃ সমুদয় ভাবই অক্ষুণ্ন রাখতে হবে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects