বাংলা বিবিধ
226. 'কে জানে দেশে আবার সুদিন আসবে কিনা' এ বাক্যেটি কী প্রকাশ করে?
- ক. হতাশা
- খ. সন্দেহ
- গ. সম্ভাবনা
- ঘ. অনিশ্চয়তা
উত্তরঃ অনিশ্চয়তা
227. 'প্রদীপ নিভে গেল' বাক্যটি কোন অতীত কালের?
- ক. পুরাঘটিত
- খ. ঘটমান
- গ. সাধারণ
- ঘ. নিত্যবৃত্ত
উত্তরঃ সাধারণ
228. 'কোথায় থাকা হয়' এটি কোন বাচ্যের উদাহরণ?
- ক. কর্তৃবাচ্যের
- খ. কর্মবাচ্যের
- গ. ভাববাচ্যের
- ঘ. প্রত্যক্ষ
উত্তরঃ ভাববাচ্যের
231. 'পাঠক' শব্দটি কোন শ্রেণীর ধাতু থেকে গঠিত?
- ক. দেশী
- খ. সংস্কৃত
- গ. বিদেশী
- ঘ. খাঁটি বাংলা
উত্তরঃ সংস্কৃত
232. ধাতু ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক. বাক্যতত্ত্বে
- খ. রূপতত্ত্বে
- গ. অর্থতত্ত্ব
- ঘ. ধ্বনিতত্ত্বে
উত্তরঃ রূপতত্ত্বে
233. গঠনরীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু কয় প্রকার?
- ক. ৪ প্রকার
- খ. ২ প্রকার
- গ. ৩ প্রকার
- ঘ. ৫ প্রকার
উত্তরঃ ৩ প্রকার
- ক. মৌলিক ধাতু
- খ. সংস্কৃত ধাতু
- গ. যৌগিক ধাতু
- ঘ. বিদেশী ধাতু
উত্তরঃ সংস্কৃত ধাতু
235. বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কি বলা হয়?
- ক. বাগধারা
- খ. বাচ্য
- গ. উক্তি
- ঘ. প্রবাদ
উত্তরঃ বাচ্য
236. বাঁশি বাজে ঐ মধুর লগনে- এটা কোন বাচ্যের উদাহরণ?
- ক. কর্ম-কর্তৃবাচ্য
- খ. কর্মবাচ্য
- গ. কর্তৃবাচ্য
- ঘ. ভাববাচ্য
উত্তরঃ কর্ম-কর্তৃবাচ্য
237. এবার একটি গান হোক- এটি কোন বাচ্যের উদাহরণ?
- ক. কর্তৃবাচ্যের
- খ. কর্মবাচ্যের
- গ. ভাববাচ্যের
- ঘ. কর্ম-কর্তৃবাচ্যের
উত্তরঃ ভাববাচ্যের
238. যে বাচ্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে কি বলে?
- ক. কর্তৃবাচ্য
- খ. কর্মবাচ্য
- গ. ভাববাচ্য
- ঘ. কর্মকর্তৃবাচ্য
উত্তরঃ কর্মকর্তৃবাচ্য
239. বাংলা ভাষায় বিরাম চিহ্নের প্রবর্তন করেন কে?
- ক. প্রমথ চৌধুরী
- খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
241. জিজ্ঞাসা চিহ্নের বিরতিকাল কতক্ষণ?
- ক. ১ বলার দ্বিগণ সময়
- খ. ১ উচ্চারণে যে সময় লাগে
- গ. ১ মিনিট
- ঘ. ১ সেকেন্ড
উত্তরঃ ১ সেকেন্ড
243. কমা অপেক্ষা বেশী বিরতির প্রয়োজন কোন চিহ্নের?
- ক. সেমিকোলন
- খ. কোলন
- গ. কোলন ড্যাস
- ঘ. হাইফেন
উত্তরঃ সেমিকোলন
244. যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশী বাক্যের সমন্বয় বা সংযোগ বুঝাতে কোন চিহ্ন বসে?
- ক. ড্যাস
- খ. কোলন
- গ. কমা
- ঘ. ইলেক
উত্তরঃ ড্যাস
- ক. ঊর্ধতন কর্মকর্তা
- খ. নির্বাহী
- গ. সহযোগী
- ঘ. ব্যবস্থাপক
উত্তরঃ নির্বাহী
- ক. রচনা বা রচনা অংশের মূল বক্তব্যটি সংক্ষেপে প্রকাশ করা
- খ. রচনার মূলভাব এবং আনুষঙ্গিক ভাব বিশ্লেষণ করা
- গ. রচনার উপমা উৎপ্রেক্ষা ও অলঙ্কার সমৃদ্ধ করা
- ঘ. রচনার মানমর্যদা রক্ষা করা
উত্তরঃ রচনা বা রচনা অংশের মূল বক্তব্যটি সংক্ষেপে প্রকাশ করা
248. কোন গদ্যাংশের বক্তব্য সংক্ষেপ করাকে বলে--
- ক. সার বক্তব্য
- খ. সারাংশ লিখন
- গ. সংক্ষেপণ
- ঘ. সারমর্ম লিখন
উত্তরঃ সারাংশ লিখন
250. প্রদত্ত রচনার সমুদয় সহযোগী ভাব সম্পর্কে কি রীতি অনুসরণীয়?
- ক. সমুদয় ভাব বর্জন করতে হবে
- খ. সমুদয় ভাবের তাৎপর্য তুলে ধরতে হবে
- গ. সমুদয় ভাবই অক্ষুণ্ন রাখতে হবে
- ঘ. সমুদয় ভাব বিশ্লেষণ করতে হবে
উত্তরঃ সমুদয় ভাবই অক্ষুণ্ন রাখতে হবে