বাংলা বিবিধ

76. বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না?

  • ক. বাক্যের অর্থ সহজভাবে বোঝাতে
  • খ. শ্বাস বিরতির জায়গা দেখাতে
  • গ. বাক্যকে অলংকৃত করতে
  • ঘ. বক্তার মেজাজকে স্পষ্ট করতে

উত্তরঃ বক্তার মেজাজকে স্পষ্ট করতে

বিস্তারিত

77. একটি পত্রের প্রধান অংশ কয়টি?

  • ক. দুইটি
  • খ. তিনটি
  • গ. চারটি
  • ঘ. পাঁচটি

উত্তরঃ দুইটি

বিস্তারিত

79. এপিকালচার বলতে বোঝায়?

  • ক. রেশমের চাষ
  • খ. মৌমাছির চাষ
  • গ. মৎস চাষ
  • ঘ. পাখী পালন

উত্তরঃ মৌমাছির চাষ

বিস্তারিত

80. বাড়ি বা রাস্তার নামের পরে কোন যতি চিহ্ন বসে?

  • ক. দাঁড়ি
  • খ. কোলন
  • গ. কমা
  • ঘ. ড্যাস

উত্তরঃ কমা

বিস্তারিত

81. নিচের কোনটি পারিভাষিক শব্দ?

  • ক. ডাব
  • খ. সচিব
  • গ. কুচ্ছিত
  • ঘ. বালতি

উত্তরঃ সচিব

বিস্তারিত

82. সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র?

  • ক. বিজ্ঞপ্তি
  • খ. অভিযোগপত্র
  • গ. চুক্তিপত্র
  • ঘ. প্রতিবেদন

উত্তরঃ বিজ্ঞপ্তি

বিস্তারিত

83. কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়?

  • ক. প্রেরকের ঠিকানা
  • খ. প্রাপকের ঠিকানা
  • গ. পত্রগর্ভ
  • ঘ. স্বাক্ষর ও তারিখ

উত্তরঃ প্রাপকের ঠিকানা

বিস্তারিত

84. সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে?

  • ক. কমা
  • খ. ড্যাশ
  • গ. সেমিকোলন
  • ঘ. হাইফেন

উত্তরঃ কমা

বিস্তারিত

86. যুগসন্ধিক্ষণের কবি কে?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. ঈশ্বর প্রসাদ
  • ঘ. সহদেব চক্রবর্তী

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

বিস্তারিত

87. বাংলা নববর্ষ প্রথম কে চালু করেছিলেন?

  • ক. ইলিয়াস শাহ
  • খ. শের শাহ
  • গ. সম্রাট আকবর
  • ঘ. সম্রাট সাজাহান

উত্তরঃ সম্রাট আকবর

বিস্তারিত

88. নিচের কোনটি পারিভাষিক শব্দ?

  • ক. সচিবালয়
  • খ. হিমালয়
  • গ. মেঘালয়
  • ঘ. বিচারালয়

উত্তরঃ সচিবালয়

বিস্তারিত

89. সারাংশের মূল উদ্দেশ্য কী?

  • ক. অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা
  • খ. ভাবের অংশ প্রকাশ করা
  • গ. বাইরের ভাব বিশ্লেষন করা
  • ঘ. অন্যভাব ফুটিয়ে তোলা

উত্তরঃ অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা

বিস্তারিত

90. হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে?

  • ক. বিস্ময়
  • খ. দাঁড়ি
  • গ. কমা
  • ঘ. হাইফেন

উত্তরঃ বিস্ময়

বিস্তারিত

91. বাক্যে সেমিকোলন(;) থাকলে কতক্ষন থামতে হয়?

  • ক. ১ বলতে যে সময় লাগে
  • খ. এক সেকেন্ড
  • গ. ১ বলার দ্বিগুণ সময়
  • ঘ. কোনটিই না

উত্তরঃ ১ বলার দ্বিগুণ সময়

বিস্তারিত

92. সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কী করতে হয়?

  • ক. গ্রহণ করতে হয়
  • খ. পরিবর্তন করতে হয়
  • গ. অবিকল লিখতে হয়
  • ঘ. বর্জন করতে হয়

উত্তরঃ বর্জন করতে হয়

বিস্তারিত

93. সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে?

  • ক. মালিকের বরাবর
  • খ. সাংবাদিকের বরাবর
  • গ. প্রকাশকের বরাবর
  • ঘ. সম্পাদকের বরাবর

উত্তরঃ সম্পাদকের বরাবর

বিস্তারিত

94. ‘Subjudice’-এর সঠিক অর্থ বাংলায় নিচের কোনটি?

  • ক. বিচারকের বেঞ্চ
  • খ. বিশেষ আদালত
  • গ. বিচারাধীন
  • ঘ. কোনটিই না

উত্তরঃ বিচারাধীন

বিস্তারিত

95. বাংলাদেশের সংবিদান রচনা কমিটির সদস্য কত জন ছিলেন?

  • ক. ২৪ জন
  • খ. ৪ জন
  • গ. ৩৪ জন
  • ঘ. কোনটিই না

উত্তরঃ ৩৪ জন

বিস্তারিত

96. Divulage

  • ক. ইঙ্গিত দেওয়া
  • খ. ছড়াইয়া দেওয়া
  • গ. অল্প পরিমাণ
  • ঘ. প্রকাশ করা

উত্তরঃ প্রকাশ করা

বিস্তারিত

97. provoke

  • ক. উস্কানি দেওয়া
  • খ. নিন্দা করা
  • গ. বিরত রাখা
  • ঘ. ঘৃণা করা

উত্তরঃ উস্কানি দেওয়া

বিস্তারিত

98. ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে?

  • ক. সৌর বছর
  • খ. কসমিক ইয়ার
  • গ. আলোক বর্ষ
  • ঘ. পলিসার

উত্তরঃ কসমিক ইয়ার

বিস্তারিত

99. a rocket flying to the moon does not need wings because (চন্দ্রগামী রকেটের ডানার প্রয়োজন নেই কারণ.........

  • ক. it has no engine
  • খ. space has too much dust
  • গ. it has no fuel
  • ঘ. space is airless

উত্তরঃ space is airless

বিস্তারিত

100. The South Pole is located in the (দক্ষিণ মেরু অবিস্থিত..................)

  • ক. Arctic
  • খ. Antarctic
  • গ. Antipodes
  • ঘ. Occident

উত্তরঃ Antarctic

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects