বাংলা বিবিধ
151. ড. সুকুমার সেনের লেখা গ্রন্থ কোনটি?
- ক. বাঙালীর ইতিহাস
- খ. বঙ্গসাহিত্য উপন্যাসের ধারা
- গ. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
- ঘ. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
উত্তরঃ বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
152. 'পুরুষ পরীক্ষা' কার রচনা?
- ক. চণ্ডীচরণ মুনশী
- খ. তারিনীচরণ মিত্র
- গ. গোলকনাথ শর্মা
- ঘ. হরপ্রসাদ রায়
উত্তরঃ হরপ্রসাদ রায়
- ক. রাশিয়ার চিঠি
- খ. জাপানযাত্রী
- গ. য়ুরোপ প্রবাসীর পত্র
- ঘ. সবগুলো
উত্তরঃ সবগুলো
154. হ্যানা ক্যাথারিনের ‘ফুলমণি ও করুণার বিবরণ’ গ্রন্থে কোন ধর্মের মাহাত্ম্য করা হয়েছে?
- ক. হিন্দু ধর্মের
- খ. ব্রাক্ষ ধর্মের
- গ. খ্রিস্টান ধর্মের
- ঘ. বৌদ্ধ ধর্মের
উত্তরঃ খ্রিস্টান ধর্মের
155. 'সিঁথির সিঁদুর' উপন্যাসটির রচয়িতা কে?
- ক. ইন্দিরা দেবী
- খ. সীতা দেবী
- গ. শান্তা দেবী
- ঘ. স্বর্ণকুমারী দেবী
উত্তরঃ শান্তা দেবী
156. বিমল মিত্রে'র রচিত উপন্যাস কোনটি?
- ক. কড়ি দিয়ে কিনলাম
- খ. সাহেব বিবি গোলাম
- গ. একক দশক শতক
- ঘ. তিনটিই
উত্তরঃ তিনটিই
157. 'অবাঞ্ছিত' কার রচনা?
- ক. আনোয়ার পাশা
- খ. আকবর হোসেন
- গ. আবু জাফর শামসুদ্দীন
- ঘ. রাবেয়া খাতুন
উত্তরঃ আকবর হোসেন
159. মোজাম্মেল হকের রোমান্টিক উপন্যাস-
- ক. জোহরা
- খ. টিপু সুলতান
- গ. তাপস কাহিনী
- ঘ. কুসুমাঞ্জলী
উত্তরঃ জোহরা
160. 'বায়ান্ন গলির এক গলি' কার রচনা?
- ক. সুফিয়া কামাল
- খ. রাজিয়া খান
- গ. রাবেয়া খাতুন
- ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ রাবেয়া খাতুন
161. 'যুগস্রষ্টা নজরুল' গ্রন্থটি কার লেখা?
- ক. কবি আতাউর রহমান
- খ. কবি বেনজীর আহমেদ
- গ. মাহমুদ নূরুল হুদা
- ঘ. খান মুহাম্মদ মঈন উদ্দীন
উত্তরঃ খান মুহাম্মদ মঈন উদ্দীন
162. অক্ষয় কুমার দত্তের 'চারুপাঠ' কোন শ্রেণীর রচনা?
- ক. ভক্তিবাদ
- খ. অনুবাদ সাহিত্য
- গ. শিশুপাঠ্য
- ঘ. ছোটগল্প
উত্তরঃ শিশুপাঠ্য
163. অমৃতলাল বসুর কোন প্রহসনে হিন্দু নিচু জাতির ইংরেজি শিক্ষার বিরুদ্ধে ব্যঙ্গ করা হয়েছে?
- ক. কালাপানি
- খ. বাবু
- গ. নীলদর্পণ
- ঘ. একাকার
উত্তরঃ একাকার
164. আবুল হুসেন রুশ বিপ্লবের প্রেরণায় অনুপ্রাণিত হয়ে কোন প্রবন্ধটি রচনা করেন?
- ক. কৃষকের আর্তনাদ
- খ. কৃষকের দুর্দশা
- গ. কৃষি বিপ্লবের সূচনা
- ঘ. তিনটিই
উত্তরঃ তিনটিই
165. 'জাপান ঘুরে এলাম' ভ্রমণকাহিনীটি কার লেখা?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. মোহাম্মদ মোদাব্বের
- গ. মোজাম্মেল হক
- ঘ. সৈয়দ মুজতবা আলী
উত্তরঃ মোহাম্মদ মোদাব্বের
167. সুকুমার রায় রচিত শিশুসাহিত্য কোনটি?
- ক. আবোল তাবোল
- খ. হ য ব র ল
- গ. পাগলা দাশু
- ঘ. তিনটিই
উত্তরঃ তিনটিই
168. 'নকশী কাঁথার মাঠ' কি ধরনের কাব্য?
- ক. মহাকাব্য
- খ. গীতিকাব্য
- গ. পত্রকাব্য
- ঘ. কাহিনীকাব্য
উত্তরঃ গীতিকাব্য
170. অক্ষয়কুমার দত্তের জীবনকাল কোনটি?
- ক. ১৮০৭-১৮৮৫
- খ. ১৮২০-১৮৮৬
- গ. ১৮০১-১৮৮০
- ঘ. ১৮২০-১৮৮৯
উত্তরঃ ১৮২০-১৮৮৬
171. জনপ্রিয় পাঠ্যপুস্তক 'চারুপাঠ' এর রচয়িতা কে?
- ক. রামমোহন রায়
- খ. উইলিয়াম কেরি
- গ. অক্ষয়কুমার দত্ত
- ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ অক্ষয়কুমার দত্ত
172. বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ 'ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ' এর রচয়িতা কে?
- ক. মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
- খ. দোম অ্যান্তোনিও
- গ. হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও
- ঘ. হেনরী পিটস ফরস্টার
উত্তরঃ দোম অ্যান্তোনিও
173. 'বৃত্তসংহার' মহাকাব্যের রচয়িতা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- গ. নবীনচন্দ্র সেন
- ঘ. যোগীন্দ্রনাথ বসু
উত্তরঃ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
174. কোন খ্যাতিমান লেখক যুগ সন্ধিক্ষনের কবি হিসেবে পরিচিত?
- ক. ভারতচন্দ্র রায়
- খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- গ. মধুসূদন দত্ত
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
175. আধুনিকদের মধ্যে সবচেয়ে দুরূহ কবি?
- ক. জীবনানন্দ দাশ
- খ. সুধীন্দ্রনাথ দত্ত
- গ. অমিয় চক্রবর্তী
- ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ সুধীন্দ্রনাথ দত্ত