কাজী নজরুল ইসলাম
1. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ?
- ক. বিষের বাঁশী
 - খ. বিদ্রোহী
 - গ. অগ্নিবীণা
 - ঘ. রুবাইয়াৎ-ই-হাফিজ
 
উত্তরঃ অগ্নিবীণা
2. কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যটি প্রকাশিত হয়-
- ক. ১৯২০ সালে
 - খ. ১৯২১ সালে
 - গ. ১৯২২ সালে
 - ঘ. ১৯২৩ সালে
 
উত্তরঃ ১৯২২ সালে
3. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গ্রন্থখানির নাম চিহ্নিত করুন
- ক. সাঁঝের বেলা
 - খ. অগ্নিবীণা
 - গ. মায়া কাজল
 - ঘ. ছায়ানীড়
 
উত্তরঃ অগ্নিবীণা
4. অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা হল-
- ক. অগ্রপথিক
 - খ. বিদ্রোহী
 - গ. প্রলয়োল্লাস
 - ঘ. ধূমকেতু
 
উত্তরঃ প্রলয়োল্লাস
5. The poem 'Bidrohi' was written by:/ ‘বিদ্রোহী’ কবিতার কবি কে?
- ক. Robindronath Togore
 - খ. Kazi Najrul Islam
 - গ. Josim Uddin
 - ঘ. Shamsur Rahman
 
উত্তরঃ Kazi Najrul Islam
6. বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
- ক. অগ্নিবীণা
 - খ. বিষের বাঁশী
 - গ. দোলনচাঁপা
 - ঘ. বাঁধনহারা
 
উত্তরঃ অগ্নিবীণা
7. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
- ক. বিষের বাঁশি
 - খ. বন্দীর বন্দনা
 - গ. সন্দ্বীপের চর
 - ঘ. রূপসী বাংলা
 
উত্তরঃ বিষের বাঁশি
8. নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্য
- ক. শেষের কবিতা
 - খ. দিবারাত্রির কাব্য
 - গ. দোলনচাঁপা
 - ঘ. বাংলার কাব্য
 
উত্তরঃ দোলনচাঁপা
9. ‘ফণিমনসা’ কাব্যের রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
 - খ. আহসান হাবীব
 - গ. সিকানদার আবু জাফর
 - ঘ. হাসান হাফিজুর রহমান
 
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
10. ‘সর্বহারা’ কাব্যের লেখক কে?
- ক. সুকান্ত ভট্টাচার্য
 - খ. সুভাষ মুখোপ্যাধয়
 - গ. কাজী নজরুল ইসলাম
 - ঘ. ফররুখ আহমদ
 
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
11. কাজী নজরুল ইসলামের গ্রন্থগুলোর মধ্য কোনটি নাটক নয়?
- ক. ঝিলিমিলি
 - খ. পুতুলের বিয়ে
 - গ. আলেয়া
 - ঘ. ছায়ানট
 
উত্তরঃ ছায়ানট
12. ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?
- ক. রবীনন্দ্রনাথ ঠাকুর
 - খ. সত্যন্দ্রনাথ দত্ত
 - গ. কাজী নজরুল ইসলাম
 - ঘ. জীবনানন্দ দাশ
 
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
13. কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?
- ক. রবীন্দ্র কুমার ঘোষ
 - খ. রবীন্দ্রনাথ ঠাকুর
 - গ. বীরজাসুন্দরী দেবী
 - ঘ. মুজাফফর আহমদ
 
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
14. বঙ্গী মুসলিম সাহিত্য পত্রিকায় ১৩২৬ বঙ্গাব্দে কাজী নজরুল ইসলামের প্রতশ প্রকাশিত কবিতার নাম-
- ক. নারী
 - খ. মুক্তি
 - গ. বিদ্রোহী
 - ঘ. বাতায়নের পাশে গুবাক তরুর সারি
 
উত্তরঃ মুক্তি
15. কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
- ক. বিদ্রোহী
 - খ. আনন্দময়ীর আগমনে
 - গ. কাণ্ডারী হুশিয়ার
 - ঘ. অগ্রপথিক
 
উত্তরঃ আনন্দময়ীর আগমনে
16. কাজী নজরুলের ‘মহরম’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
- ক. অগ্নিবীণা
 - খ. ছায়ানট
 - গ. মালঞ্চ
 - ঘ. বুলবুল
 
উত্তরঃ অগ্নিবীণা
17. ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভূক্ত?
- ক. সাম্যবাদী
 - খ. বিষের বাঁশী
 - গ. সিন্ধুহিন্দোল
 - ঘ. নতুন চাঁদ
 
উত্তরঃ সিন্ধুহিন্দোল
18. কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
- ক. অগ্নিবীণা
 - খ. ফণিমনসা
 - গ. সর্বহারা
 - ঘ. ছায়ানট
 
উত্তরঃ সর্বহারা
19. কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম প্রণীত?
- ক. সাম্য
 - খ. অনল প্রবাহ
 - গ. শিকওয়া
 - ঘ. সাম্যবাদী
 
উত্তরঃ সাম্যবাদী
20. কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
- ক. প্রবাসী
 - খ. ভারতবর্ষ
 - গ. লাঙ্গল
 - ঘ. বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা
 
উত্তরঃ লাঙ্গল
21. ‘ঝিঙেফুল’ কবিতার কবি হচ্ছেন-
- ক. নির্মলেন্দু গুণ
 - খ. গোলাম মোস্তফা
 - গ. কায়কোবাদ
 - ঘ. কাজী নজরুল ইসলাম
 
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
22. ‘বাতায়ন পাশে গুবাক তরুর সারি’ কবিতাটি কে রচনা করেন?
- ক. সোমনাথ লাহিড়ী
 - খ. কবি কায়কোবাদ
 - গ. কাজী নজরুল ইসলাম
 - ঘ. কাজী কাদের নওয়াজ
 
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
23. ‘বাতায়ন পাশে গুবাক তরুর সারি’ কাজী নজুল ইসলামের এ কবিতায় গুবাক শব্দের অর্থ
- ক. খেজুর
 - খ. নারিকেল
 - গ. ঝাউ
 - ঘ. সুপারি
 
উত্তরঃ সুপারি
24. ‘খেয়া পারের তরণী’ কবিতার কবি কে?
- ক. গোলাম মোস্তফা
 - খ. কায়কোবাদ
 - গ. সানাউল হক
 - ঘ. কাজী নজরুল ইসলাম
 
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
25. ঢাকার নবাব পরিবারে এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন?
- ক. খেয়াপারের তরণী
 - খ. আনন্দময়ীর আগমনে
 - গ. মহররম
 - ঘ. বিজয়িনী
 
উত্তরঃ খেয়াপারের তরণী