কাজী নজরুল ইসলাম

51. কবি নজরুল ইসলামের কোন কবিতাটির জন্যে বৃটিশ সরকার তা বাজেয়াপ্ত করেন?

  • ক. নতুন চাঁদ
  • খ. বিদ্রোহী
  • গ. দারিদ্র্য
  • ঘ. আনন্দময়ীর আগমনে

উত্তরঃ আনন্দময়ীর আগমনে

বিস্তারিত

52. ‘দোলনচাঁপা’ কাব্যগ্রন্থটি রচনা করেছেন-

  • ক. যতীন্দ্র মোহন বাগচী
  • খ. কালিদাস রায়
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. গোলাম মোস্তফা

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

53. কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়?

  • ক. অগ্নিবীণা
  • খ. দোলচাঁপা
  • গ. চক্রবাক
  • ঘ. বলাকা

উত্তরঃ বলাকা

বিস্তারিত

54. ব্যাথার দান কি? কে লেখেন?

  • ক. গল্প, নজরুল ইসলাম
  • খ. গল্প, রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. কবিতা, আলাওল
  • ঘ. প্রবন্ধ, বঙ্কিমচন্দ্র

উত্তরঃ গল্প, নজরুল ইসলাম

বিস্তারিত

55. ‘ঝিলিমিলি’ নাটকটি কে লিখেছেন?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. ইব্রাহিম খাঁ
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. আকবর উদ্দিন

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

56. কাজী নজরুল ইসলাম লিখেছেন-

  • ক. গীতাঞ্জলি
  • খ. মার্চ পাস্ট
  • গ. রাখালী
  • ঘ. মাল্যদান

উত্তরঃ মার্চ পাস্ট

বিস্তারিত

57. কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন-

  • ক. সঞ্চিতা
  • খ. ব্যাথার দান
  • গ. বিষের বাঁশি
  • ঘ. রাজবন্দীর জবানবন্দী

উত্তরঃ সঞ্চিতা

বিস্তারিত

58. কোনটি কাজী নজরুল ইসলাম কর্তৃক সম্পাদিত পত্রিকা নয়?

  • ক. ধূমকেতু
  • খ. শিখা
  • গ. দৈনিক নবযুগ
  • ঘ. লাঙল

উত্তরঃ শিখা

বিস্তারিত

59. ‘রাজবন্দীর জবানবন্দী’-কার রচনা?

  • ক. সৈয়দ শামসুল হক
  • খ. আল মাহমুদ
  • গ. নির্মলেন্দু গুণ
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

60. কোনটি কাজী নজরুল ইসলামরে রচিত উপন্যাস নয়?

  • ক. রিক্তের বেদন
  • খ. মৃত্যুক্ষুধা
  • গ. বাঁধনহারা
  • ঘ. কুহেলিকা

উত্তরঃ রিক্তের বেদন

বিস্তারিত

61. কাজী নজরুল ইসলাম রচিত ‘ঝিঙেফুল’ কোন শ্রেণীর কবিতা?

  • ক. বিদ্রোহপ্রধান
  • খ. প্রেমপ্রধান
  • গ. শিশুতোষ
  • ঘ. শোকগাঁথা

উত্তরঃ শিশুতোষ

বিস্তারিত

62. কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা ‘মুক্তি’ কত সালে প্রকাশিত হয়?

  • ক. ১৯১৮ সালে
  • খ. ১৯১৯ সালে
  • গ. ১৯২০ সালে
  • ঘ. ১৯২২ সালে

উত্তরঃ ১৯১৮ সালে

বিস্তারিত

63. ‘দুর্দিনের যাত্রী’ প্রবন্ধগ্রন্থের রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. ইসমাইল হোসেন সিরাজী
  • ঘ. মোজাম্মেল হক

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

64. ‘শিউলিমালা’ কাজী নজরুল ইসলাম রচিত কোন শ্রেণীর রচনা?

  • ক. উপন্যাস
  • খ. গল্প
  • গ. কাব্য
  • ঘ. প্রবন্ধ

উত্তরঃ গল্প

বিস্তারিত

65. ‘তুর্কি মহিলার ঘোমটা খোলা’-কার রচনা?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. কাজী ইমদাদুল হক
  • গ. মোজাম্মেল হক
  • ঘ. শেখ ফজলুল করিম

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

66. কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে সেনাবাহিনীর কোন পল্টনে যোগদান করেন?

  • ক. ৪৮ নং বাঙালি পল্টন
  • খ. ৪৯ নং বাঙালি পল্টন
  • গ. ৪৮ নং পূর্বাঞ্চল পল্টন
  • ঘ. ৪৯ নং উর্দু পল্টন

উত্তরঃ ৪৯ নং বাঙালি পল্টন

বিস্তারিত

67. কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন?

  • ক. ১৯৭৬ সালে
  • খ. ১৯৭৭ সালে
  • গ. ১৯৭৮ সালে
  • ঘ. ১৯৭৯ সালে

উত্তরঃ ১৯৭৬ সালে

বিস্তারিত

68. অগ্নিবীণা কাব্য কে রচনা করেন?

  • ক. কবি কাজী নজরুল ইসলাম
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. আবু ইসাহাক
  • ঘ. কাজী ইমদাদুল হক

উত্তরঃ কবি কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

69. 'বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার, ঐ হল পুণ্যের যাত্রীরা খেয়া পার।' -এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. বেগম সুফিয়া কামাল
  • গ. শেখ ফজলুল করিম
  • ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

70. 'বহু যুবককে দেখিয়াছি -যাহাদের যৌবনের উর্দির নীচে বার্ধক্যের কঙ্কাল মুর্তি'-এই উক্তিটি কোন লেখকের?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. ফররুখ আহমদ

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

71. বাংলা সাহিত্যের 'বিদ্রোহী কবি' কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. মামসুর রাহমান
  • ঘ. আল মাহমুদ

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

72. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

  • ক. কুহেলিকা
  • খ. সিন্ধু হিন্দোল
  • গ. পদ্মগোখরা
  • ঘ. রিক্তের বেদন

উত্তরঃ কুহেলিকা

বিস্তারিত

73. কোনটি নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ?

  • ক. ছায়ানট
  • খ. মৃত্যুক্ষুধা
  • গ. ব্যথার দান
  • ঘ. শিউলিমালা

উত্তরঃ ছায়ানট

বিস্তারিত

74. 'সঞ্চিতা' কাব্যগ্রন্থ কোন কবি লিখেছেন?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. জীবনান্দ দাস
  • ঘ. শামসুর রহমান

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

75. কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?

  • ক. পদ্মরাগ
  • খ. পদ্মগোখরা
  • গ. পদ্মপুরাণ
  • ঘ. পদ্মাবতী

উত্তরঃ পদ্মগোখরা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects