কাজী নজরুল ইসলাম
26. নজরুলের প্রথম উপন্যাস কোনটি?
- ক. লালসালু
- খ. বাঁধনহারা
- গ. ব্যথার দান
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বাঁধনহারা
27. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি?
- ক. বাঁধনহারা
- খ. আলালের ঘরের দুলাল
- গ. রূপের নেশা
- ঘ. দুর্গেশনন্দিনী
উত্তরঃ বাঁধনহারা
28. ‘দুর্দিনের যাত্রী’ গ্রন্থের রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. আবুল ফজল
- ঘ. আবুল মনসুর আহমদে
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
29. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের বই কোনটি?
- ক. অগ্নিবীণা
- খ. মৃত্যুক্ষুধা
- গ. বুলবুল
- ঘ. ঝিঙেফুল
উত্তরঃ বুলবুল
- ক. শিশু ভোলানাথ
- খ. লীলাবতী
- গ. চোখের ছাতক
- ঘ. বালুচর
উত্তরঃ চোখের ছাতক
31. কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?
- ক. অগ্নিবীণা
- খ. কুহেলিকা
- গ. পথের পাঁচালী
- ঘ. দোলনচাঁপা
উত্তরঃ পথের পাঁচালী
32. কোন গ্রন্থটি কাজি নজরুল ইসলাম রচিত নয়?
- ক. অগ্নিবীণা
- খ. কুহেলিকা
- গ. শেষ প্রশ্ন
- ঘ. দোলনচাঁপা
উত্তরঃ শেষ প্রশ্ন
33. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
- ক. সর্বহারা
- খ. ছায়া হরিণ
- গ. ছায়ানট
- ঘ. ভাঙার গান
উত্তরঃ ছায়া হরিণ
34. কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
- ক. ছায়ানট
- খ. দোলনচাঁপা
- গ. মহাশ্মশান
- ঘ. সিদ্ধু হিন্দোল
উত্তরঃ মহাশ্মশান
35. কাজী নজরুল ইসলামে রচিত নয় কোন গ্রন্থটি?
- ক. ব্যথার দান
- খ. নীল দর্পণ
- গ. অগ্নিবীণা
- ঘ. রাজবন্দীর জবানবন্দী
উত্তরঃ নীল দর্পণ
36. কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?
- ক. রক্তরাগ
- খ. সিন্ধু হিন্দোল
- গ. ছায়ানট
- ঘ. অগ্নিবীণা
উত্তরঃ রক্তরাগ
38. কোন কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?
- ক. বিদ্রোহী
- খ. ধূমকেতু
- গ. ১৪০০ সালে
- ঘ. পূজারিণী
উত্তরঃ ১৪০০ সালে
39. ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত?
- ক. দোলনচাঁপা
- খ. বিষের বাঁশী
- গ. সাম্যবাদী
- ঘ. অগ্নিবীণা
উত্তরঃ অগ্নিবীণা
40. ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
- ক. ধূমকেতু
- খ. বিদ্রোহী
- গ. অগ্রপথিক
- ঘ. প্রলয়োল্লাস
উত্তরঃ প্রলয়োল্লাস
41. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি
- ক. মুক্তি
- খ. বাউণ্ডেলের আত্মকাহিনী
- গ. হেনা
- ঘ. বিদ্রোহী
উত্তরঃ বাউণ্ডেলের আত্মকাহিনী
42. “বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কতযামিনী” এই কবিতাংশটুকুর কবি কে?
- ক. বেনজীর আহমেদ
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. জীবনান্দ দাস
- ঘ. শামসুর রহমান
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
43. নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
- ক. রাজবন্দীর জবানবন্দী
- খ. ব্যথার দান
- গ. অগ্নিবীণা
- ঘ. নবযুগ
উত্তরঃ ব্যথার দান
44. কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সনে?
- ক. ১৯৭১ সালে
- খ. ১৯৭৩ সালে
- গ. ১৯৭৪ সালে
- ঘ. ১৯৮০ সালে
উত্তরঃ ১৯৭৪ সালে
45. ‘বিষের বাঁশী’ কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. জীসমউদ্দীন
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. বন্দে আলী মিয়া
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
46. কোনটি ঠিক?
- ক. তরঙ্গভঙ্গ [গল্প]
- খ. কালের কলস [উপন্যাস]
- গ. শাশ্বত বঙ্গ [নাটক]
- ঘ. সিন্ধু হিন্দোল [কাব্য]
উত্তরঃ সিন্ধু হিন্দোল [কাব্য]
47. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা?
- ক. দোলনচাঁপা
- খ. পুনশ্চ
- গ. রৌদ্র করোটিতে
- ঘ. ব্রজাঙ্গনা
উত্তরঃ দোলনচাঁপা
48. বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিায় ১৩২৬ বঙ্গাব্দে কাজী নজরুল ইসলামের প্রতম প্রকাশিত কবিতার নাম-
- ক. নারী
- খ. মুক্তি
- গ. বিদ্রোহী
- ঘ. বাতায়ন পাশে গুবাক তরুর সারি
উত্তরঃ মুক্তি
49. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?
- ক. দোলনচাঁপা
- খ. শেষ প্রশ্ন
- গ. কুহেলিকা
- ঘ. অগ্নিবীণা
উত্তরঃ শেষ প্রশ্ন
- ক. বেণু ও বীণা
- খ. চন্দ্রবিন্দু
- গ. স্মরগরল
- ঘ. নিশান্তিকা
উত্তরঃ চন্দ্রবিন্দু