বিখ্যাত গল্প বা ছোটগল্প

1. ‘আত্মজা ও একটি করবী গাছ’-কার লেখা গল্প?

  • ক. বশীর আল হেলাল
  • খ. শওকত আলী
  • গ. হাসান আজিজুল হক
  • ঘ. রিজিয়া রহমান

উত্তরঃ হাসান আজিজুল হক

বিস্তারিত

2. ‘রাজধানীতে ঝড়’ গল্পগ্রন্থের স্রষ্টা কে?

  • ক. আবু রুশদ
  • খ. আবু ইসহাক
  • গ. আবু জাফর শামসুদ্দীন
  • ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ

উত্তরঃ আবু রুশদ

বিস্তারিত

3. ‘একগুচ্ছ গোলাপ ও কয়েকটি গল্প’ গ্রন্থের লেখক কে?

  • ক. রাহাত খান
  • খ. মকবুলা মঞ্জুর
  • গ. হুমায়ুন কাদির
  • ঘ. মইনুল আহসান সাবের

উত্তরঃ হুমায়ুন কাদির

বিস্তারিত

4. আবদুল মান্নান সৈয়দ রচিত গল্পগ্রন্থ কোনটি?

  • ক. হারেম
  • খ. সত্যের মতো বদমাশ
  • গ. রক্ত গোলাপ
  • ঘ. শুন হে লক্ষিন্দর

উত্তরঃ সত্যের মতো বদমাশ

বিস্তারিত

5. হাসান আজিজুল হকের ছোটগল্প কোনটি ?

  • ক. আনন্দের মৃত্যু
  • খ. অন্ধকার সিড়ি
  • গ. শেষ রাত্রির তারা
  • ঘ. আত্মজা ও একটি করবী গাছ

উত্তরঃ আত্মজা ও একটি করবী গাছ

বিস্তারিত

6. ‘বীরকণ্ঠীর বিয়ে’ গল্পগ্রন্থের রচয়িতা কে?

  • ক. শওকত ওসমান
  • খ. আবু জাফর শামসুদ্দীন
  • গ. সরদার জয়েন উদ্দীন
  • ঘ. আলাউদ্দিন আল আজাদ

উত্তরঃ সরদার জয়েন উদ্দীন

বিস্তারিত

7. 'বরযাত্রী' ছোটগল্পটির স্রষ্টা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. বিভূতিভূষণ মুখোপাধ্যায়
  • গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • ঘ. প্রভাতকুমার মুখোপাধ্যায়

উত্তরঃ বিভূতিভূষণ মুখোপাধ্যায়

বিস্তারিত

8. 'অনেক রঙের আকাশ' গল্পগ্রন্থের লেখক কে?

  • ক. আখতারুজ্জান ইলিয়াস
  • খ. খান মুহম্মদ মঈনুদ্দীন
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. আহমদ রফিক

উত্তরঃ আহমদ রফিক

বিস্তারিত

9. কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্হ কোনটি?

  • ক. অতসী মামী
  • খ. প্রাগৈতিহাসিক
  • গ. রিক্তের বেদন
  • ঘ. মৃত্যুক্ষুধা

উত্তরঃ রিক্তের বেদন

বিস্তারিত

10. সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ছোটগল্প কোনটি?

  • ক. চাঁদের অমাবস্যা
  • খ. নয়নচারা
  • গ. মাল্যদান
  • ঘ. কাঁদো নদী কাঁদো

উত্তরঃ নয়নচারা

বিস্তারিত

11. 'মেঘেদের ঘরবাড়ি' গল্পগ্রন্থটির রচয়িতা কে?

  • ক. রশীদ হায়দার
  • খ. হুমায়ুন আহমেদ
  • গ. মঈনুল আহসান সাবের
  • ঘ. ইমদাদুল হক মিলন

উত্তরঃ রশীদ হায়দার

বিস্তারিত

12. 'এপিটাফ' গল্পগ্রন্থটির রচয়িতা কে?

  • ক. আবুল খায়ের মুসলেহ উদ্দিন
  • খ. রাহাত খান
  • গ. আবদুস শাকুর
  • ঘ. মকবুলা মঞ্জুর

উত্তরঃ আবদুস শাকুর

বিস্তারিত

13. প্রভাতকুমার মুখোপাধ্যায় রচিত ছোটগল্প নয় কোনটি?

  • ক. আদরিণী
  • খ. মাস্টার মশাই
  • গ. ফুলের মূল্য
  • ঘ. মাল্যদান

উত্তরঃ মাল্যদান

বিস্তারিত

14. ফ্রান্সের ছোটগল্পের জনক বলা হয় কাকে?

  • ক. মোপাসাঁ
  • খ. এলেন-পো
  • গ. গোগোল
  • ঘ. প্রেত্রার্ক

উত্তরঃ মোপাসাঁ

বিস্তারিত

15. রবীন্দ্রনাথের কোন ছোটগল্পটি উপন্যাসের পর্যায়ে পড়ে?

  • ক. পোস্ট মাস্টার
  • খ. ছুটি
  • গ. একরাত্রী
  • ঘ. নষ্ট নীড়

উত্তরঃ নষ্ট নীড়

বিস্তারিত

16. 'মৌরীফুল' নামক ছোটগল্পের সৃষ্টিকর্তা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. প্রভাতকুমার মুখোপাধ্যায়
  • গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • ঘ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

17. কাজী নজরুল ইসলামের লেখা গল্প সংখ্যা কতটি?

  • ক. চারটি
  • খ. আটটি
  • গ. ষোলটি
  • ঘ. আঠারটি

উত্তরঃ আঠারটি

বিস্তারিত

18. নজরুল ইসলামের প্রথম গল্প কোনটি?

  • ক. মুক্তি
  • খ. বাউণ্ডেলের আত্নকথা
  • গ. তুর্কি মহিলার ঘোমটা
  • ঘ. বিজলী

উত্তরঃ বাউণ্ডেলের আত্নকথা

বিস্তারিত

19. 'বীরঙ্গনার প্রেম' ছোটগল্পটির সৃষ্টিকর্তা কে?

  • ক. জ্যোতিপ্রকাশ দত্ত
  • খ. বিপ্রদাস বড়ুয়া
  • গ. রশীদ হায়দার
  • ঘ. লায়লা সামাদ

উত্তরঃ জ্যোতিপ্রকাশ দত্ত

বিস্তারিত

20. 'সায়াহ্ন যুথিকা' গল্প গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. মকবুলা মঞ্জুর
  • খ. শহীদ আখ্যান
  • গ. আব্দুল মান্নান সৈয়দ
  • ঘ. আবু রুশদ

উত্তরঃ মকবুলা মঞ্জুর

বিস্তারিত

21. 'ইঁদুর' কার বিখ্যাত ছোটগল্পের নাম---

  • ক. আবুল বাশার
  • খ. সোমেন চন্দ
  • গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • ঘ. ইব্রাহীম খাঁ

উত্তরঃ সোমেন চন্দ

বিস্তারিত

22. 'মিলির হাতে স্টেনগান'---গল্পটি কার লেখা?

  • ক. আখতারুজ্জামান ইলিয়াস
  • খ. শওকত ওসমান
  • গ. শওকত আলী
  • ঘ. শহীদুল জহির

উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস

বিস্তারিত

23. 'অসামাপ্ত আত্মজীবনী' কার রচিত গ্রন্থ?

  • ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • খ. শেখ হাসিনা
  • গ. এ.কে.ফজলুল হক
  • ঘ. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects