সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বিআরটিএ র মোটরযান পরিদর্শন
1. শিশু জন্মের পর Umbilical cord বাধতে হয় -
- ক. ১ মি. পর
- খ. ২ মি. পর
- গ. ৩ মি. পর
- ঘ. ৪ মি. পর
2. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের রচয়িতা কে?
- ক. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
- খ. শেখ মুজিবুর রহমান
- গ. পল্লী কবি জসীমউদদীন
- ঘ. ড. মুহম্মদ শহীদুল্লা
3. ‘অবরোধবাসিনী’ গ্রন্থের রচয়িতা কে?
- ক. ইসমাইল হোসেন সিরাজী
- খ. নবাব ফয়জুন্নেসা চৌধুরানী
- গ. রোকেয়া সাখাওয়াত হোসেন
- ঘ. মোহাম্মদ নজিবুর রহমান
4. এক্স-রশ্মি আবিস্কার করেন কে?
- ক. মেরী কুরি
- খ. রন্টজেন
- গ. নিউটন
- ঘ. স্টিভেনশন
5. ‘কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠালছায়ায়’ - কে আসবেন?
- ক. গোবিন্দচন্দ্র দাস
- খ. জসীম উদদীন
- গ. সফিয়া কামাল
- ঘ. জীবনানন্দ দাশ
6. Choose the correct passive form of 'All his students like him'.
- ক. He is liked by all his students
- খ. He was liked by all his students
- গ. He has been liked by all his students
- ঘ. He is being liked by all his students
7. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
- ক. ভূমি * উচ্চতা
- খ. (ভূমি ( উচ্চতা)/২
- গ. (ভূমি * উচ্চতা)/৩
- ঘ. দৈর্ঘ্য * প্রস্থ
8. Fill in the blank with appropriate preposition : The discussion was deferred - the next meeting.
- ক. for
- খ. into
- গ. to
- ঘ. with
9. What is the plural form of 'it'?
- ক. Its
- খ. There
- গ. They
- ঘ. Those
- ক. Control panel
- খ. Shift & Control
- গ. Calender
- ঘ. Writes
11. 'To build castles in the air' means -
- ক. To work
- খ. To be a dreamer
- গ. To work selflessly
- ঘ. To make a fortune
12. Select the appropriate modal verb. Is it important that James - read the letter before I send it?
- ক. can
- খ. may
- গ. should
- ঘ. will
- ক. হিগস বোসন
- খ. ফোটন
- গ. ইলেকট্রন
- ঘ. লেপটন
14. ‘সরস’ শব্দে বিপরীত অর্থবোধক শব্দ কোনটি?
- ক. সুরস
- খ. বিরস
- গ. নীরস
- ঘ. সুরল
15. সেলিনা হোসেনের কোন গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে?
- ক. কাঁটাতারে প্রজাপতি
- খ. পোকামাকড়ের ঘরবসতি
- গ. কালকেতু ও ফুল্লরা
- ঘ. নিরন্তর ঘণ্টাধ্বনি
16. কাজী নজরুল ইসলাম রচিত ‘বিদ্রোহী’ কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
- ক. বিষের বাঁশী
- খ. অগ্নিবীণা
- গ. সর্বহারা
- ঘ. ছায়ানট
17. কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
- ক. পদ্মপাতা
- খ. নীলপদ্ম
- গ. পদ্মনয়না
- ঘ. পদ্মপলাশ
18. Choose the simple sentence of 'Munir is a boy who is good'.
- ক. Munir is being a good boy.
- খ. Munir is not an ugly boy.
- গ. Munir has been a good boy.
- ঘ. Munir is a good boy.
19. জাতিসংঘের কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা দিয়েছে?
- ক. UNICEF
- খ. WHO
- গ. ILO
- ঘ. UNESCO
20. উদ্ভিদের বৃদ্ধি হয় নীচের কোনটির প্রভাবে?
- ক. পানির প্রভাবে
- খ. Urea সারের প্রভাবে
- গ. TSP সারের প্রভাবে
- ঘ. MP সারের প্রভাবে
21. কোন বাক্যে ধন্যাত্মক শব্দ ব্যবহৃত হয়েছে?
- ক. ঘন ঘন বৃষ্টি পড়ছে।
- খ. টিপ টিপ বৃষ্টি পড়ছে।
- গ. ফুলে ফুলে বৃষ্টি পড়ছে।
- ঘ. সারাদিন বৃষ্টি পড়ছে।
22. শব্দের তীব্রতা পরিমাপক একক কোনটি?
- ক. Hz
- খ. db
- গ. wm-2
- ঘ. wm-1
23. বাংলাদেশ তার শততম টেস্ট কোন দেশের বিপক্ষে জেতে?
- ক. শ্রীলংকা
- খ. ইংল্যান্ড
- গ. ভারত
- ঘ. পাকিস্তান
24. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে?
- ক. আবদুল লতিফ
- খ. আলতাফ মাহমুদ
- গ. আজাদ রহমান
- ঘ. খন্দকার নুরুল আলম
25. ‘বাংলা গদ্যের জনক’ বলা হয় কাকে?
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
- খ. রাজা রামমোহন রায়কে
- গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে
- ঘ. কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে