প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ মুক্তিযোদ্ধা কোটা

1. বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দফতর অবস্থিত ---

  • ক. পাক্‌শী
  • খ. লালমনিরহাট
  • গ. পাহাড়তলী
  • ঘ. ঢাকা

2. 'খাসিয়া উপজাতি' কোন জেলায় অধিক বাস করে?

  • ক. ময়মনসিংহ
  • খ. সিলেট
  • গ. কক্সবাজার
  • ঘ. চট্টগ্রাম

4. বাংলাদেশের জাতীয় উদ্যান ---

  • ক. রমনা উদ্যান
  • খ. বোটানিক্যাল উদ্যান
  • গ. বলধা গার্ডেন
  • ঘ. সোহরাওয়ার্দী উদ্যান

5. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর-এর পদবী কি ছিল?

  • ক. লেফটেন্যান্ট
  • খ. ক্যাপ্টেন
  • গ. ল্যান্স নায়েক
  • ঘ. সিপাহী

7. আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটি?

  • ক. ভারত মহাসাগর
  • খ. উত্তর মহাসাগর
  • গ. প্রশান্ত মহাসাগর
  • ঘ. দক্ষিণ মহাসাগর

8. আগ্রার দুর্গের নির্মাতা কে?

  • ক. সম্রাট শাহজাহান
  • খ. সম্রাট হুমায়ুন
  • গ. সম্রাট আওরঙ্গজেব
  • ঘ. সম্রাট জাহাঙ্গীর

10. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

  • ক. শুক্র
  • খ. বুধ
  • গ. বৃহস্পতি
  • ঘ. মঙ্গল

11. উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি?

  • ক. ২৩ মার্চ
  • খ. ২১ জুন
  • গ. ২২ সেপ্টেম্বর
  • ঘ. ২২ ডিসেম্বর

12. যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয়, তখন ---

  • ক. বন্দুক লাফিয়ে ওঠে
  • খ. বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে
  • গ. বন্দুক সামনে এগিয়ে যায়
  • ঘ. বন্দুক আদৌ নড়ে না

18. উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় --

  • ক. কাণ্ডের অগ্রভাবে
  • খ. মূলের অগ্রভাগে
  • গ. পাতায়
  • ঘ. মূল ও কাণ্ডের অগ্রভাবে

19. মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ ---

  • ক. যকৃত
  • খ. স্নায়ু
  • গ. কিডনি
  • ঘ. ত্বক

20. চাপের একক হচ্ছে ---

  • ক. প্যাসকেল
  • খ. কুলম্ব
  • গ. নিউটন
  • ঘ. ভোল্ট

22. পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

  • ক. ১৭৫৬ সালে
  • খ. ১৭৫৭ সালে
  • গ. ১৭৫৮ সালে
  • ঘ. ১৭৬০ সালে

25. কত তাপমাত্রার পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

  • ক. ০ ডিগ্রী সেন্টিগ্রেড
  • খ. ২ ডিগ্রী সেন্টিগ্রেড
  • গ. ৪ ডিগ্রী সেন্টিগ্রেড
  • ঘ. ৬ ডিগ্রী সেন্টিগ্রেড


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics