প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ মুক্তিযোদ্ধা কোটা
1. বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দফতর অবস্থিত ---
- ক. পাক্শী
- খ. লালমনিরহাট
- গ. পাহাড়তলী
- ঘ. ঢাকা
2. 'খাসিয়া উপজাতি' কোন জেলায় অধিক বাস করে?
- ক. ময়মনসিংহ
- খ. সিলেট
- গ. কক্সবাজার
- ঘ. চট্টগ্রাম
3. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল---
- ক. ঢাকায়
- খ. কোলকাতায়
- গ. মেহেরপুরে
- ঘ. চট্টগ্রামে
4. বাংলাদেশের জাতীয় উদ্যান ---
- ক. রমনা উদ্যান
- খ. বোটানিক্যাল উদ্যান
- গ. বলধা গার্ডেন
- ঘ. সোহরাওয়ার্দী উদ্যান
5. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর-এর পদবী কি ছিল?
- ক. লেফটেন্যান্ট
- খ. ক্যাপ্টেন
- গ. ল্যান্স নায়েক
- ঘ. সিপাহী
6. চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত?
- ক. লুসাই
- খ. গোমতি
- গ. সুরমা
- ঘ. কর্ণফুলী
7. আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটি?
- ক. ভারত মহাসাগর
- খ. উত্তর মহাসাগর
- গ. প্রশান্ত মহাসাগর
- ঘ. দক্ষিণ মহাসাগর
8. আগ্রার দুর্গের নির্মাতা কে?
- ক. সম্রাট শাহজাহান
- খ. সম্রাট হুমায়ুন
- গ. সম্রাট আওরঙ্গজেব
- ঘ. সম্রাট জাহাঙ্গীর
9. ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ চতুর্থ স্থান অধিকার করেছে?
- ক. উরুগুয়ে
- খ. জার্মান
- গ. প্যারাগুয়ে
- ঘ. ঘানা
11. উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি?
- ক. ২৩ মার্চ
- খ. ২১ জুন
- গ. ২২ সেপ্টেম্বর
- ঘ. ২২ ডিসেম্বর
12. যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয়, তখন ---
- ক. বন্দুক লাফিয়ে ওঠে
- খ. বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে
- গ. বন্দুক সামনে এগিয়ে যায়
- ঘ. বন্দুক আদৌ নড়ে না
13. শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র হল ---
- ক. Barometer
- খ. Lactometer
- গ. Phonograph
- ঘ. Odometer
14. সূর্যোদয়ের অব্যবহিত পূর্বের সময়কে বলা হয় ---
- ক. ঊষা
- খ. মধ্যাহ্ন
- গ. গোধূলী
- ঘ. রাত্রি
15. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হল ---
- ক. ভিটামিন এ
- খ. ভিটামিন সি
- গ. লৌহ
- ঘ. ক্যালসিয়াম
16. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায়?
- ক. রেনিন
- খ. পেপসিন
- গ. ট্রিপসিন
- ঘ. এমাইলেজ
17. ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না ---
- ক. অভিস্রবণ
- খ. সালোকসংশ্লেষণ
- গ. শ্বসন
- ঘ. রেচন
18. উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় --
- ক. কাণ্ডের অগ্রভাবে
- খ. মূলের অগ্রভাগে
- গ. পাতায়
- ঘ. মূল ও কাণ্ডের অগ্রভাবে
- ক. প্যাসকেল
- খ. কুলম্ব
- গ. নিউটন
- ঘ. ভোল্ট
21. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ --
- ক. নেপাল
- খ. মায়ানমার
- গ. ভারত
- ঘ. ভূটান
22. পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
- ক. ১৭৫৬ সালে
- খ. ১৭৫৭ সালে
- গ. ১৭৫৮ সালে
- ঘ. ১৭৬০ সালে
23. বাংলাদেশের মুসা ইব্রাহীম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের শিখরে পা রাখেন?
- ক. ২০ মে ২০১০
- খ. ২১ মে ২০১০
- গ. ২২ মে ২০১০
- ঘ. ২৩ মে ২০১০
24. বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত কত?
- ক. ১ঃ ২
- খ. ২ঃ ১
- গ. ১ঃ ৩
- ঘ. ৩ঃ ১
25. কত তাপমাত্রার পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
- ক. ০ ডিগ্রী সেন্টিগ্রেড
- খ. ২ ডিগ্রী সেন্টিগ্রেড
- গ. ৪ ডিগ্রী সেন্টিগ্রেড
- ঘ. ৬ ডিগ্রী সেন্টিগ্রেড