প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ মুক্তিযোদ্ধা কোটা

26. বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ---

  • ক. ব্যাসার্ধ
  • খ. ব্যাসার্ধের অর্ধেকের সমান জ্যা
  • গ. ব্যাস
  • ঘ. কেন্দ্র হতে দূরবর্তী জ্যাটি

41. 'শিরে-সংক্রান্তি' --অর্থ কী?

  • ক. মাথার বোঝা
  • খ. মহাবিপদ
  • গ. আসন্ন বিপদ
  • ঘ. মাথায় বিপদ

42. কোন বানানটি শুদ্ধ?

  • ক. বিভিষীকা
  • খ. বীভিষিকা
  • গ. বীভিষীকা
  • ঘ. বিভীষিকা

43. কোন বানানটি শুদ্ধ?

  • ক. রূপায়ন
  • খ. রুপায়ন
  • গ. রূপায়ণ
  • ঘ. রুপায়ণ

44. 'অত্যন্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. অতি + অন্ত
  • খ. অতী + অন্ত
  • গ. অতৎ + অন্ত
  • ঘ. অত + অন্ত

45. 'মনীষা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. মন + ইষা
  • খ. মনস + ঈষা
  • গ. মন + ঈষা
  • ঘ. মনস + ইষা

46. বেমানান (মানানোর অভাব) কোন সমাস?

  • ক. অব্যয়ীভাব
  • খ. তৎপুরুষ
  • গ. বহুব্রীহি
  • ঘ. দ্বিগু

47. প্রাণভয় (প্রাণ যাওয়ার ভয়) কোন সমাস?

  • ক. তৎপুরুষ
  • খ. কর্মধারয়
  • গ. দ্বন্দ্ব
  • ঘ. অব্যয়ীভাব

48. "পড়াশোনায়" মন দাও ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তৃকারকে সপ্তমী
  • খ. কর্মকারকে সপ্তমী
  • গ. অধিকরণ কারকে সপ্তমী
  • ঘ. অপাদান কারকে সপ্তমী

49. "টাকায়" অসাধ্য সাধন হয় ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মকারকে সপ্তমী
  • খ. করণ কারকে সপ্তমী
  • গ. অধিকরণ কারকে সপ্তমী
  • ঘ. অপাদান কারকে সপ্তমী

50. 'বেদের মেয়ে' নাটকটির রচয়িয়া কে?

  • ক. জসীমউদ্‌দীন
  • খ. সৈয়দ শামসুল হক
  • গ. তারাপদ সিকদার
  • ঘ. দীনবন্ধু মিত্র


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics