প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ মুক্তিযোদ্ধা কোটা
26. বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ---
- ক. ব্যাসার্ধ
- খ. ব্যাসার্ধের অর্ধেকের সমান জ্যা
- গ. ব্যাস
- ঘ. কেন্দ্র হতে দূরবর্তী জ্যাটি
27. স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ ----
- ক. এক সমকোণের অর্ধেক
- খ. দুই সমকোণ
- গ. তিন সমকোণ
- ঘ. এক সমকোণ
28. কমিশনের হার ৩.৫ টাকা হলে, ৩০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?
- ক. ৯০ টাকা
- খ. ১০০ টাকা
- গ. ১০৫ টাকা
- ঘ. ১১০ টাকা
29. দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ ৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে, বড় সংখ্যাটি কত?
- ক. ৯১
- খ. ১০৪
- গ. ১১৭
- ঘ. ৪০
30. দুইটি রাশির অনুপাত ৪ঃ ৭। পূর্ব রাশি ২৪ হলে, উওর রাশি কত?
- ক. ৪২
- খ. ৪৯
- গ. ৫৬
- ঘ. ৬৪
31. ১, ৩, ৬, ১০, ১৫ ----ক্রমটির পরবর্তী পদ কত?
- ক. ১৮
- খ. ২১
- গ. ২৪
- ঘ. ৩০
32. ১, ৩, ৪, ৭, ১১, ১৮ ------ক্রমটির পরবর্তী পদ কত?
- ক. ২৫
- খ. ২৯
- গ. ৩৬
- ঘ. ৪২
33. একটি পাঠ্যবই প্রকৃত মূল্যের শতকরা ৯০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় করা হল। বইটির প্রকৃত মূল্য কত?
- ক. ৭০ টাকা
- খ. ৭৫ টাকা
- গ. ৮০ টাকা
- ঘ. ৮২ টাকা
35. কোন শ্রেণিতে ২৫ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত?
- ক. ৫৬ বছর
- খ. ৬২বছর
- গ. ৬৪ বছর
- ঘ. ৬৫ বছর
36. পিতা ও মাতার গড় বয়স ৩৬ বছর। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৮ বছর হলে, পুত্রের বয়স কত?
- ক. ৯ বছর
- খ. ১১ বছর
- গ. ১২ বছর
- ঘ. ১৫ বছর
37. কোন পরিবারে ১০ জন সদস্যের ৩০ দিনের খাবার আছে। ৫ জন অতিথি আসলে ঐ খাদ্যে সদস্যদের মোট কতদিন চলবে?
- ক. ২০ দিন
- খ. ২৪ দিন
- গ. ২৫ দিন
- ঘ. ৩০ দিন
38. যে পরিমাণ খাদ্যে ১৫ জন লোকের ৪০ দিন চলে, ঐ পরিমাণ খাদ্যে ২০ জন লোকের কতদিন চলবে?
- ক. ২৫ দিন
- খ. ৩০ দিন
- গ. ৩২ দিন
- ঘ. ৩৫ দিন
39. 3x + y = 9 এবং 4x - y = 5 হলে, x ও y এর মান হবে যথাক্রমে ---
- ক. 3, -2
- খ. 4, -3
- গ. 2, 3
- ঘ. 1, 6
40. 2x+3y =3 এবং 4x-5y=17 হলে, x ও y এর মান হবে যথাক্রমে ---
- ক. 1, -3
- খ. 2, -1
- গ. 3, -1
- ঘ. -3, -1
41. 'শিরে-সংক্রান্তি' --অর্থ কী?
- ক. মাথার বোঝা
- খ. মহাবিপদ
- গ. আসন্ন বিপদ
- ঘ. মাথায় বিপদ
44. 'অত্যন্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. অতি + অন্ত
- খ. অতী + অন্ত
- গ. অতৎ + অন্ত
- ঘ. অত + অন্ত
45. 'মনীষা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. মন + ইষা
- খ. মনস + ঈষা
- গ. মন + ঈষা
- ঘ. মনস + ইষা
46. বেমানান (মানানোর অভাব) কোন সমাস?
- ক. অব্যয়ীভাব
- খ. তৎপুরুষ
- গ. বহুব্রীহি
- ঘ. দ্বিগু
47. প্রাণভয় (প্রাণ যাওয়ার ভয়) কোন সমাস?
- ক. তৎপুরুষ
- খ. কর্মধারয়
- গ. দ্বন্দ্ব
- ঘ. অব্যয়ীভাব
48. "পড়াশোনায়" মন দাও ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তৃকারকে সপ্তমী
- খ. কর্মকারকে সপ্তমী
- গ. অধিকরণ কারকে সপ্তমী
- ঘ. অপাদান কারকে সপ্তমী
49. "টাকায়" অসাধ্য সাধন হয় ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মকারকে সপ্তমী
- খ. করণ কারকে সপ্তমী
- গ. অধিকরণ কারকে সপ্তমী
- ঘ. অপাদান কারকে সপ্তমী
50. 'বেদের মেয়ে' নাটকটির রচয়িয়া কে?
- ক. জসীমউদ্দীন
- খ. সৈয়দ শামসুল হক
- গ. তারাপদ সিকদার
- ঘ. দীনবন্ধু মিত্র