লাভ ক্ষতি Profit and loss
- ক. TK. 200
- খ. TK. 150
- গ. TK. 100
- ঘ. TK. 50
উত্তরঃ TK. 50
- ক. 400kg
- খ. 560kg
- গ. 600kg
- ঘ. 640kg
উত্তরঃ 600kg
3. একটি দ্রব্য ২৫ টাকা দিয়ে ক্রয় করে ৩০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
- ক. ২০%
- খ. ১৫%
- গ. ১০%
- ঘ. ৫%
উত্তরঃ ২০%
4. একটি জিনিস ৬০ পয়সায় বিক্রয় করায় ২০% লাভ হয়। এর ক্রয়মূল্য কত?
- ক. ৭২ পয়সা
- খ. ৮০ পয়সা
- গ. ৪০ পয়সা
- ঘ. ৫০ পয়সা
উত্তরঃ ৫০ পয়সা
5. একটি পাঠ্যবই প্রকৃত মূল্যের শতকরা ৯০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় করা হল। বইটির প্রকৃত মূল্য কত?
- ক. ৭০ টাকা
- খ. ৭৫ টাকা
- গ. ৮০ টাকা
- ঘ. ৮২ টাকা
উত্তরঃ ৮০ টাকা
6. একজন দোকানদার ১২% লাভে একটি জিনিস ৫৬ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
- ক. ৪৬ টাকা
- খ. ৪৮ টাকা
- গ. ৫০ টাকা
- ঘ. ৫২ টাকা
উত্তরঃ ৫০ টাকা
7. একটি ঘড়ি ৫৬০ টকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলে ঘড়িটির ক্রয়মূল্য কত?
- ক. ৫০০ টাকা
- খ. ৬০০ টাকা
- গ. ৭০০ টাকা
- ঘ. ৮০০ টাকা
উত্তরঃ ৭০০ টাকা
8. টাকায় ১০টি দরে লেবু ক্রয় করে ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
- ক. ১৫%
- খ. ২০%
- গ. ২৫%
- ঘ. ১০%
উত্তরঃ ২৫%
9. ৫০০ টাকার আম কত টাকায় বিক্রি করলে ৩.৫% লাভ হবে?
- ক. ৫১২.৫০
- খ. ৫১৭.৫০
- গ. ৫১৫.৫০
- ঘ. ৫১০.০০
উত্তরঃ ৫১৭.৫০
10. একটি জিনিস ২৫ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হলো, জিনিসটির ক্রয়মূল্য কত?
- ক. ১৫ টাকা
- খ. ২০ টাকা
- গ. ১৭.৫০ টাকা
- ঘ. ১৮ টাকা
উত্তরঃ ২০ টাকা
- ক. ১৪৪ টাকা
- খ. ২৮৮ টাকা
- গ. ৩০০ টাকা
- ঘ. ১২০ টাকা
উত্তরঃ ২৮৮ টাকা
12. একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় হলো? বইটির প্রকৃত মূল্য কত?
- ক. ৮০
- খ. ৯০
- গ. ৭২
- ঘ. ৯৬
উত্তরঃ ৯০
13. টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়.১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে ?
- ক. ৩টি
- খ. ২টি
- গ. ৪টি
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ৪টি
14. ৬১২ টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় ১৫% ক্ষতি হয়। ব্যাগটি কত টাকায় বিক্রি করলে ১০% লাভ হবে ?
- ক. ৭৯২
- খ. ২০০
- গ. ৭০০
- ঘ. ৬০০
উত্তরঃ ৭৯২
15. একটি দ্রব্যের বিক্রয় মূল্য ৯২ টাকা। এতে বিক্রেতা লাভ হয় ১৫%। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
- ক. ৮৫ টাকা
- খ. ৮০ টাকা
- গ. ৭০ টাকা
- ঘ. ৯০ টাকা
উত্তরঃ ৮০ টাকা