কোণ
2. ঘড়িতে যখন ৭টা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রী?
- ক. ৯০ ডিগ্রী
- খ. ১২০ ডিগ্রী
- গ. ১৫০ ডিগ্রী
- ঘ. ১৮০ ডিগ্রী
উত্তরঃ ১৫০ ডিগ্রী
3. সামান্তরিকের বিপরীত কোণের অন্তদ্বিখণ্ডদ্বয়----
- ক. পরস্পর সমান
- খ. পরস্পর সমান্তরাল
- গ. পরস্পরের উপর লম্ব
- ঘ. পরস্পর একটি বিন্দুতে ছেদ করে
উত্তরঃ পরস্পর সমান
4. যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমান নয়, তাকে বলে ----
- ক. রম্বস
- খ. বর্গক্ষেত্র
- গ. আয়তক্ষেত্র
- ঘ. ট্রাপিজিয়াম
উত্তরঃ রম্বস
5. দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
- ক. সন্নিহিত কোণ
- খ. সরল কোণ
- গ. সম্পূরক কোণ
- ঘ. পূরক কোণ
উত্তরঃ সম্পূরক কোণ
6. ২৫৩ ডিগ্রী কোণকে কি কোণ বলে?
- ক. সূক্ষ্মকোণ
- খ. স্থুলকোণ
- গ. পূরককোণ
- ঘ. প্রবৃদ্ধকোণ
উত্তরঃ প্রবৃদ্ধকোণ
There are no comments yet.