ত্রিভুজ Triangle
- ক. 2 cm
- খ. 3 cm
- গ. 4 cm
- ঘ. 5 cm
উত্তরঃ 2 cm
2. সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে ---
- ক. সরল কোণ
- খ. সমকোণ
- গ. সূক্ষ্মকোণ
- ঘ. স্থুল কোণ
উত্তরঃ স্থুল কোণ
4. কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ঐ ত্রিভুজের কি বলা হয়?
- ক. সমদ্বিখণ্ডক
- খ. অভিভুজ
- গ. লম্ব
- ঘ. মধ্যমা
উত্তরঃ মধ্যমা
- ক. ১২৫০ টাকা
- খ. ১৫০০ টাকা
- গ. ১৪০০ টাকা
- ঘ. ১৬০০ টাকা
উত্তরঃ ১৫০০ টাকা
6. কোন ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উত্পন্ন বহি:স্থ তিনটি কোণের পরিমাণ কত ডিগ্রী?
- ক. 150
- খ. 360
- গ. 180
- ঘ. 270
উত্তরঃ 360
7. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি হলে এর অতিভুজের মান কত?
- ক. ৭ সে.মি
- খ. ৮ সে.মি
- গ. ৪ সে.মি
- ঘ. ৫ সে.মি
উত্তরঃ ৫ সে.মি
9. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত?
- ক. ৬৪ বর্গমিটার
- খ. ৩২ বর্গমিটার
- গ. ১৬ বর্গমিটার
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ কোনটিই নয়
10. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপিরীত একটি কোণ ৫০° হলে অপর কোণটি কত?
- ক. 40°
- খ. 50°
- গ. 20°
- ঘ. 30°
উত্তরঃ 40°
11. ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি করে ?
- ক. 8
- খ. 9
- গ. 12
- ঘ. 16
উত্তরঃ 12
12. একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণদ্বয়ের একটি ৫০° হলে তৃতীয় পরিমাণ কত?
- ক. ৭০°
- খ. ১০০°
- গ. ৯০°
- ঘ. ৮০°
উত্তরঃ ৮০°