বৃত্ত সংক্রান্ত উপপাদ্য
- ক. 3
- খ. 4
- গ. 5
- ঘ. 6
উত্তরঃ 5
3. বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সর্বদা নিচের কোনটি?
- ক. সমদুরবর্তী
- খ. অসমদূরবর্তী
- গ. সমান্তরাল
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ সমদুরবর্তী
4. দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3 : 2 । বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত নিচের কোনটি?
- ক. 2 : 3
- খ. 3 : 4
- গ. 4 : 9
- ঘ. 9 : 4
উত্তরঃ 9 : 4
5. বৃত্তের কেন্দ্রের কোণ কত ডিগ্রীর সমান?
- ক.
উত্তরঃ বিস্তারিত
6. ১০ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে ৬ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা-এর দৈর্ঘ্য কত সে.মি?
- ক. ১২
- খ. ১৪
- গ. ১৬
- ঘ. ১৮
উত্তরঃ ১৬
9. একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণের -
- ক. সমান
- খ. অর্ধেক
- গ. দ্বিগুণ
- ঘ. তিনগুণ
উত্তরঃ দ্বিগুণ
10. কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 ও 10 সেমি. হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?
- ক. 40 বর্গসেমি
- খ. 30 বর্গসেমি
- গ. 24 বর্গসেমি
- ঘ. 12 বর্গসেমি
উত্তরঃ 24 বর্গসেমি
- ক. ৮ সেমি
- খ. ৯ সেমি
- গ. ১০ সেমি
- ঘ. ১৫ সেমি
উত্তরঃ ৯ সেমি
16. কোনো বৃত্তের পরিধি 23 সেমি হলে এর ব্যাসার্ধ কত?
- ক. 2.33 সেমি
- খ. 3.66 সেমি
- গ. 7.32 সেমি
- ঘ. 11.5 সেমি
উত্তরঃ 3.66 সেমি
17. বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পায়?
- ক. ৩ গুণ
- খ. ৬ গুণ
- গ. ৪ গুণ
- ঘ. ১২ গুণ
উত্তরঃ ৪ গুণ
20. একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোন ধরনের সংখ্যা?
- ক. মৌলিক
- খ. মূলদ
- গ. স্বাভাবিক
- ঘ. অমূলদ
উত্তরঃ অমূলদ
22. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পায়?
- ক. ৩ গুণ
- খ. ৬ গুণ
- গ. ৯ গুণ
- ঘ. ১২ গুণ
উত্তরঃ ৯ গুণ
24. কোনো বৃত্তের ব্যাসার্ধ ২ গুণ বৃ্দ্ধি করলে ক্ষেত্রফল কতগুন বৃদ্ধি পাবে?
- ক. 3
- খ. 2
- গ. 4
- ঘ. 8
উত্তরঃ 4
25. বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বলে -
- ক. বৃত্তচাপ
- খ. ব্যাস
- গ. ব্যাসার্ধ
- ঘ. স্পর্শক
উত্তরঃ বৃত্তচাপ