৯ম বিজেএস সহকারী জজ

3. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?

  • ক. আইন কমিশন
  • খ. দুর্নীতি দমন কমিশন
  • গ. নির্বাচন কমিশন
  • ঘ. জুডিসিয়াল সার্ভিস কমিশন

4. বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগদান করেন ---

  • ক. প্রধানমন্ত্রী
  • খ. বাংলাদেশের রাষ্ট্রপতি
  • গ. বাংলাদেশের প্রধান বিচারপতি
  • ঘ. জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান

6. হিন্দু আইনে অনুমোদিত বিবাহ কত প্রকার?

  • ক. ৩ প্রকার
  • খ. ৪ প্রকার
  • গ. ২ প্রকার
  • ঘ. ৫ প্রকার

7. একজন মক্কেল তার নিযুক্তীয় আইনজীবীর পরামর্শ গ্রহণকালে স্বীকার করে যে-সে একটি দলিল জাল করেছে। এক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

  • ক. উক্ত স্বীকারোক্তি সাক্ষ্যে গ্রহণযোগ্য
  • খ. উক্ত স্বীকারোক্তি আইনত অগ্রহণযোগ্য
  • গ. উক্ত আইনজীবী সাক্ষ্য দিয়ে স্বীকারোক্তিটি প্রমাণ করতে পারে
  • ঘ. উক্ত স্বীকারোক্তি প্রমাণে অন্য সাক্ষীর সমর্থন প্রয়োজন

8. একটি জেলাজজ আদালত নিচের কোন বিচারিক কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে?

  • ক. কোনো উচ্চতর আদালতের কার্যক্রম
  • খ. কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম
  • গ. কোনো অধঃস্তন দেওয়ানি আদালতের কার্যক্রম
  • ঘ. কোনো জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম

9. নিচের কোন চুক্তি সুনির্দিষ্টভাবে প্রতিপালনের জন্য বাধ্য করা যাবে?

  • ক. যে চুক্তি পালন না হলে সাধিত ক্ষতি অর্থ দ্বারা পূরণযোগ্য
  • খ. যখন ট্রাস্টি কোনো সংশ্লিষ্ট ট্রাস্টের পরিপন্থি চুক্তি করে
  • গ. যখন কোনো স্থাবর সম্পত্তি বিক্রির চুক্তি করা হয়
  • ঘ. যে চুক্তি বাতিলযোগ্য প্রকৃতির

10. সুনির্দিষ্ট প্রতিকার কত উপায়ে দেয়া যায়?

  • ক. ৫ প্রকার
  • খ. ৪ প্রকার
  • গ. ৩ প্রকার
  • ঘ. ২ প্রকার

13. বাংলাদেশের আইনসভার নাম কি?

  • ক. জাতীয় পরিষদ
  • খ. পার্লামেন্ট
  • গ. জাতীয় সংসদ
  • ঘ. গণপরিষদ

14. Opposite gender of 'lady' is ----

  • ক. baroness
  • খ. lord
  • গ. duchess
  • ঘ. laddie

16. Phrase 'amicus curiae' means -----

  • ক. an americus dream
  • খ. a senior Advocate
  • গ. a friend of the Court
  • ঘ. an arbitrator

17. Which 'up' is adverb?

  • ক. Our system should be up by the noon.
  • খ. They live up in the mountains.
  • গ. The up train will come soon.
  • ঘ. We had our ups and downs of fortune.

18. 125×0.0043=?

  • ক. 0.001
  • খ. 0.793
  • গ. 0.01
  • ঘ.

23. একজন ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশ অপর্যাপ্ত হলে, রাষ্ট্রপক্ষ দণ্ড বৃদ্ধির জন্য কোথায় আপিল করতে পারে?

  • ক. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
  • খ. চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে
  • গ. দায়রাজজ আদালতে
  • ঘ. হাইকোর্ট বিভাগে

24. অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী নিচের কে রেকর্ড করতে পারে?

  • ক. মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
  • খ. জেলা ম্যাজিস্ট্রেট
  • গ. নির্বাহী ম্যাজিস্ট্রেট
  • ঘ. দায়রা জজ

25. পেনাল কোড -এর অপরাধসমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য, তা ক্রিমিনাল প্রসিডিওর কোডের কোথায় উল্লেখ আছে?

  • ক. ১ম তফসিল, ৮ম কলাম
  • খ. ২য় তফসিল, ৮ম কলাম
  • গ. ৩য় তফসিল, ৮ম কলাম
  • ঘ. ৪র্থ তফসিল, ৮ম কলাম


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics