৯ম বিজেএস সহকারী জজ
76. কোন যতিচিহ্ন বাক্যের মধ্যকার বিরতি-কাল নির্দেশ করে?
- ক. হাইফেন
- খ. লোপ
- গ. সেমিকোলন
- ঘ. বন্ধনী
79. 'বই-টই নিয়ে পড়তে বসো।' এখানে ''বই-টই' কী?
- ক. যথাদ্বিরুক্ত
- খ. অনুচর-দ্বিরুক্ত
- গ. সমার্থক দ্বিরুক্ত
- ঘ. বিপরীতার্থক দ্বিরুক্ত
80. 'Nothing succeeds like success.' এর বঙ্গানুবাদ হলো ------
- ক. চোর পালালে বুদ্ধি বাড়ে
- খ. চাঁদেও কলঙ্ক আছে
- গ. জলেই জল বাঁধে
- ঘ. জীবন থাকলেই আশ থাকেব
81. মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করেন?
- ক. মহাভারত
- খ. ভাগবত
- গ. গীতা
- ঘ. রামায়ণ
82. নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায়?
- ক. মোসলেম ভারত
- খ. বিজলী
- গ. দৈনিক নবযুগ
- ঘ. ধূমকেতু
83. ' আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।' --কোন কবির লেখা?
- ক. কামিনী রায়
- খ. সুফিয়া কামাল
- গ. কুসুমকুমারী দাশ
- ঘ. স্বর্ণকুমারী দেবী
84. 'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'--- কে বলেছিলেন?
- ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ্
- খ. মুহম্মদ আবদুল হাই
- গ. আনোয়ার পাশা
- ঘ. মুনীর চৌধুরী
85. 'ঊনকোটি চৌষট্টি' এ বাগধারার অর্থ হলো ---
- ক. অপদার্থ
- খ. পাগলামি
- গ. অপব্যয়ী
- ঘ. প্রায় সম্পূর্ণ
86. একটি সোনার গয়নার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩ঃ১। মিশ্রণে সোনার পরিমাণ কত?
- ক. ১২ গ্রাম
- খ. ১৪ গ্রাম
- গ. ১০ গ্রাম
- ঘ. ৯ গ্রাম
89. ক এর টাকা খ-এর টাকার দ্বিগুণ। তাদের দুজনের মোট ৩০ টাকা আছে। খ-এর কত টাকা আছে?
- ক. ৩০ টাকা
- খ. ২০ টাকা
- গ. ১৫ টাকা
- ঘ. ১০ টাকা
90. একসেট সংখ্যা থেকে ৩৫ সংখ্যাটি বাদ দেয়ার ফলে সেটের গড় ১৪ থেকে ১১ হয়ে গেল। সেটের সদস্য সংখ্যা কত ছিল?
- ক. ৮
- খ. ১১
- গ. ২১
- ঘ. ২৫
91. একজন বিক্রেতা একটি শার্ট ৪৮০ টাকায় বিক্রয় করে ২০% লাভ করল? শার্টটির ক্রয়মূল্য কত?
- ক. ৩৮৪ টাকা
- খ. ৪০০ টাকা
- গ. ৪২০ টাকা
- ঘ. ৫৭৬ টাকা
92. 260 ডিগ্রী পরিমাপের কোণকে কি কোণ বলে?
- ক. সম্পূরক কোণ
- খ. প্রবৃদ্ধ কোণ
- গ. পূরক কোণ
- ঘ. স্থুলকোণ
93. 'আলট্রাসনোগ্রাফি' হচ্ছে----
- ক. শক্তিশালী শব্দ দিয়ে পিত্তপাথর বিচূর্ণীকরণ
- খ. ছোট তরঙ্গ দৈর্ঘ্যর শব্দ দ্বারা ইমেজিং
- গ. শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ
- ঘ. নতুন ধরনের এক্সরে
94. কোন তরঙ্গ সবচেয়ে দ্রুত অগ্রসর হয়?
- ক. সমুদ্রের পানির তরঙ্গ
- খ. ভূ-পৃষ্ঠের ভূ-কম্পন
- গ. বেহালা হতে নিঃসৃত সুরেলা শব্দ তরঙ্গ
- ঘ. সূর্য হতে আগত বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ
95. একটি ধাতব মুদ্রা ও একটি পালক বায়ু শূন্য স্থানে উপর হতে এক সঙ্গে পতিত হলে কোনটি প্রথমে নিচে পড়বে?
- ক. ধাতব মুদ্রা
- খ. পালক
- গ. দুটো একসঙ্গে
- ঘ. কোনটিই পড়বে না
96. স্ট্রোক-এর লক্ষণসমূহ হলো ----
- ক. চোখে ঝাপসা দেখা ও কথা বলতে সমস্যা অনুভব করা
- খ. হঠাৎ দুর্বলতা অনুভব করা বা শরীরের কোনো অংশ অবশ হয়ে যাওয়া
- গ. হঠাৎ তন্দ্রাচ্ছন্নতা হওয়া বা চলতে ফিরতে সমস্যা অনুভব করা
- ঘ. উপরের সবগুলো বা যে কোনো একটি
97. একটি 'বৈদ্যুতিক জেনারেটর' হচ্ছে ---
- ক. বৈদ্যুতিক আধানের উৎস
- খ. তাপশক্তির উৎস
- গ. একটি বিদ্যুৎ চুম্বক
- ঘ. শক্তির কনভার্টার
98. কোন হেপাটাইটিই ভাইরাস 'RNA' ভাইরাস' নয়?
- ক. হেপাটাইটিই A ভাইরাস
- খ. হেপাটাইটিই B ভাইরাস
- গ. হেপাটাইটিই C ভাইরাস
- ঘ. হেপাটাইটিই E ভাইরাস