৯ম বিজেএস সহকারী জজ

77. ইংরেজি 'prefix' শব্দকে বাংলায় কী বলে?

  • ক. অনুসর্গ
  • খ. কারক
  • গ. সমাস
  • ঘ. উপসর্গ

78. বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশী উপসর্গ কতগুলো?

  • ক. ১৯ টি
  • খ. ২০ টি
  • গ. ২১ টি
  • ঘ. অনির্ণেয়

79. 'বই-টই নিয়ে পড়তে বসো।' এখানে ''বই-টই' কী?

  • ক. যথাদ্বিরুক্ত
  • খ. অনুচর-দ্বিরুক্ত
  • গ. সমার্থক দ্বিরুক্ত
  • ঘ. বিপরীতার্থক দ্বিরুক্ত

80. 'Nothing succeeds like success.' এর বঙ্গানুবাদ হলো ------

  • ক. চোর পালালে বুদ্ধি বাড়ে
  • খ. চাঁদেও কলঙ্ক আছে
  • গ. জলেই জল বাঁধে
  • ঘ. জীবন থাকলেই আশ থাকেব

82. নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায়?

  • ক. মোসলেম ভারত
  • খ. বিজলী
  • গ. দৈনিক নবযুগ
  • ঘ. ধূমকেতু

83. ' আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।' --কোন কবির লেখা?

  • ক. কামিনী রায়
  • খ. সুফিয়া কামাল
  • গ. কুসুমকুমারী দাশ
  • ঘ. স্বর্ণকুমারী দেবী

84. 'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'--- কে বলেছিলেন?

  • ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌
  • খ. মুহম্মদ আবদুল হাই
  • গ. আনোয়ার পাশা
  • ঘ. মুনীর চৌধুরী

85. 'ঊনকোটি চৌষট্টি' এ বাগধারার অর্থ হলো ---

  • ক. অপদার্থ
  • খ. পাগলামি
  • গ. অপব্যয়ী
  • ঘ. প্রায় সম্পূর্ণ

92. 260 ডিগ্রী পরিমাপের কোণকে কি কোণ বলে?

  • ক. সম্পূরক কোণ
  • খ. প্রবৃদ্ধ কোণ
  • গ. পূরক কোণ
  • ঘ. স্থুলকোণ

93. 'আলট্রাসনোগ্রাফি' হচ্ছে----

  • ক. শক্তিশালী শব্দ দিয়ে পিত্তপাথর বিচূর্ণীকরণ
  • খ. ছোট তরঙ্গ দৈর্ঘ্যর শব্দ দ্বারা ইমেজিং
  • গ. শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ
  • ঘ. নতুন ধরনের এক্সরে

94. কোন তরঙ্গ সবচেয়ে দ্রুত অগ্রসর হয়?

  • ক. সমুদ্রের পানির তরঙ্গ
  • খ. ভূ-পৃষ্ঠের ভূ-কম্পন
  • গ. বেহালা হতে নিঃসৃত সুরেলা শব্দ তরঙ্গ
  • ঘ. সূর্য হতে আগত বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ

96. স্ট্রোক-এর লক্ষণসমূহ হলো ----

  • ক. চোখে ঝাপসা দেখা ও কথা বলতে সমস্যা অনুভব করা
  • খ. হঠাৎ দুর্বলতা অনুভব করা বা শরীরের কোনো অংশ অবশ হয়ে যাওয়া
  • গ. হঠাৎ তন্দ্রাচ্ছন্নতা হওয়া বা চলতে ফিরতে সমস্যা অনুভব করা
  • ঘ. উপরের সবগুলো বা যে কোনো একটি

97. একটি 'বৈদ্যুতিক জেনারেটর' হচ্ছে ---

  • ক. বৈদ্যুতিক আধানের উৎস
  • খ. তাপশক্তির উৎস
  • গ. একটি বিদ্যুৎ চুম্বক
  • ঘ. শক্তির কনভার্টার

98. কোন হেপাটাইটিই ভাইরাস 'RNA' ভাইরাস' নয়?

  • ক. হেপাটাইটিই A ভাইরাস
  • খ. হেপাটাইটিই B ভাইরাস
  • গ. হেপাটাইটিই C ভাইরাস
  • ঘ. হেপাটাইটিই E ভাইরাস

99. প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কি?

  • ক. হীরা
  • খ. পিতল
  • গ. ইস্পাত
  • ঘ. গ্রানাইট


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics