৯ম বিজেএস সহকারী জজ
52. ফিফা আয়োজিত 'দ্বাদশ বিশ্বকাপ'--এর অফিসিয়াল 'বল' -এর নাম কি?
- ক. ব্রাজুকো
- খ. ব্রাজুলা
- গ. ব্রাজুকা
- ঘ. বোসা নোভা
53. দেওয়ানী মামলায় Peremptory hearing--এর পূর্ব পর্যন্ত cost ছাড়া মোট কতটি মূলতবির আদেশ দেয়া যায়?
- ক. ৩ টি
- খ. ৪ টি
- গ. ৫ টি
- ঘ. ৬ টি
54. কোন ক্ষেত্রে ডিক্রিদার দায়িকের বিরুদ্ধে জারি মামলা করতে পারে না?
- ক. দখল উদ্ধারের ডিক্রি
- খ. স্বত্ব ঘোষণার ডিক্রি
- গ. বাটোয়ারার চূড়ান্ত ডিক্রি
- ঘ. স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি
55. বাদীর আরজি সংশোধনীয় দরখাস্ত নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?
- ক. রিভিশন
- খ. রিভিউ
- গ. আপিল
- ঘ. রেফারেন্স
56. আরজিতে উল্লেখিত বক্তব্য লিখিত বর্ণনায় অস্বীকার করা না হলে সে বক্তব্য ---
- ক. বিবাদী সাক্ষ্য দিয়ে খণ্ডন করতে পারবে
- খ. বিবাদীর অস্বীকৃতি বলে গণ্য হবে
- গ. বিবাদীর স্বীকৃত বলে গণ্য হবে
- ঘ. উপরের কোনোটিই নয়
57. নিষেধাজ্ঞার ডিক্রি জারির দরখাস্ত দাখিলের মেয়াদকাল গণনা করা হলো ----
- ক. ডিক্রির স্বাক্ষরের তারিখ হতে
- খ. ডিক্রি অমান্য করার তারিখ হতে
- গ. ডিক্রি কার্যকর করার তারিখ হতে
- ঘ. ডিক্রির সইমুহুরী নকল প্রাপ্তির তারিখ হতে
58. নিচের কোন ক্ষেত্রে কোনো মামলা অ্যাবেট হবার কারণ উদ্ভব হতে পারে?
- ক. প্রতিদ্বন্দ্বিপক্ষের মৃত্যু
- খ. প্রতিদ্বন্দ্বিপক্ষের দেশান্তর
- গ. প্রতিদ্বন্দ্বিপক্ষের দেউলিয়াত্ব
- ঘ. পূর্বোক্ত সবগুলো কারণে
59. মধ্যস্থতার মাধ্যমে প্রদত্ত আপোষ ডিক্রির কারণে কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে, তার প্রতিকার নিচের কোনটি?
- ক. হাইকোর্ট বিভাগে রিভিশন
- খ. হাইকোর্ট বিভাগে আপিল
- গ. জেলাজজ আদালতে রিভিশন
- ঘ. কোনোটিই নয়
- ক. দুটি মামলার বিচার একত্রে চলবে
- খ. দুটি মামলার বিচার পৃথক পৃথক কোর্টে চলবে
- গ. দুটি মামলার মধ্যে পরের মামলাটি স্থগিত হবে
- ঘ. দুটি মামলার বিচার একই কোর্টে পাশাপাশি চলবে
- ক. simple sentence
- খ. compound sentence
- গ. complex sentence
- ঘ. phrase
63. The correct passive form of 'People always remember the patriots.' is ----
- ক. The patriots are always remembered.
- খ. The patriots are always being remembered.
- গ. People are always remembered by the patriots.
- ঘ. The patriots will always be remembered by people.
64. What is the verb of the word 'guest'?
- ক. guestify
- খ. entertain
- গ. hospitality
- ঘ. hospitalize
67. 'Frailty, the name is woman!' is a quotation from---
- ক. Shakespeare
- খ. Bacon
- গ. Fielding
- ঘ. Jane Austen
68. A person who writes and edits dictionaries is called a -----
- ক. lexicographer
- খ. laryngographer
- গ. lithographer
- ঘ. topographer
69. 'Justice delayed is justice denied.' was stated by ----
- ক. Disrael
- খ. Emerson
- গ. Gladstone
- ঘ. Shakespeare
71. ' আ মরি বাংলা ভাষা' --এ চরণে 'আ' দ্বারা কী প্রকাশ পেয়েছে?
- ক. আশাবাদ
- খ. আবেগ
- গ. আনন্দ
- ঘ. আনুগত্য
72. 'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন হউক দূর অকল্যাণ সকল অশোভন' --চরণ দুটি কার লেখা?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. শেখ ফজলল করিম
- ঘ. গোলাম মোস্তফা
73. 'তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি'। এটা কোন ধরনের বাক্য?
- ক. যৌগিক বাক্য
- খ. মিশ্র বাক্য
- গ. সরল বাক্য
- ঘ. জটিল বাক্য
74. 'বিশ শতকের মেয়ে'--- উপন্যাসটির রচয়িতা কে?
- ক. ড. নীলিমা ইব্রাহিম
- খ. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
- গ. সেলিনা হোসেন
- ঘ. নূরজাহান বেগম