১১ তম বিজেএস সহকারী জজ

1. Who quoted "Justice is truth in action"?

  • ক. William Penn
  • খ. Benjamin Disraeli
  • গ. Confucius
  • ঘ. Burke

2. How do you do? is --

  • ক. an enquiry about somebody's health
  • খ. merely a formal greeting
  • গ. a formal question when one meets one's friend
  • ঘ. used to know the professional of a person

3. What is the meaning of the phrase "sine die"?

  • ক. for a certain period
  • খ. for an uncertain period
  • গ. for a short time
  • ঘ. None of the above

5. বাংলাদেশের প্রথম উপগ্রহ “বঙ্গবন্ধু-১” উৎক্ষেপণকারী সংস্থা-

  • ক. স্পেস এক্স
  • খ. থ্যালেস অ্যালেনিয়া স্পেস
  • গ. অ্যারিয়েন স্পেস
  • ঘ. নাসা স্পেস এক্স

6. ”I have not seen the Himalayas. But I have seen Sheikh Mujib. In personality and in courage this man is the Himalayas. I have thus had the experience of witness the Himalayas" উক্তিটি কার?

  • ক. ইয়াসির আরাফাত
  • খ. ফিদেল কাস্ত্রো
  • গ. জেমস এলেন
  • ঘ. ডেনিসন প্রেনটিস

7. ”La Gioconda" চিত্রকর্মটি কার?

  • ক. মািইকেল অ্যাঞ্জেলো
  • খ. পাবলো পিকাসো
  • গ. জ্যাকব এপস্টাইন
  • ঘ. লিওনার্দো দ্য ভিঞ্চি

8. তেভাগা আন্দোলন কোন জেলায় সংঘটিত হয়?

  • ক. নওগাঁ
  • খ. চাঁপাইনবাবগঞ্জ
  • গ. নাটোর
  • ঘ. রাজশাহী

9. টুইটারের প্রতিষ্ঠাতা কে?

  • ক. জ্যাক ডসি
  • খ. মার্ক জাকারবার্গ
  • গ. রেইড হফম্যান
  • ঘ. জাওয়াদুল করীম

10. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথম যে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন--

  • ক. সাত মুসলিম দেশের নাগরিকদের আমেরিকা প্রবেশ সাময়িক বন্ধ
  • খ. ওবামা কেয়ার বাতিল
  • গ. NAFT চুক্তি বাতিল
  • ঘ. মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ

11. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ এর ৫৭ ধারা অনুযায়ী ইলেক্ট্রনিক ফরমে মিথ্যা , অশ্লীল অথবা মানহানিকর তথ্য প্রকাশ সংক্রান্ত অপরাধের সর্বোচ্চ দণ্ড কত?

  • ক. অনধিক ১০ বছরের কারাদণ্ড এবং অনধিক ১ কোটি টাকা অর্থদণ্ড
  • খ. অনধিক ১৪ বছর এবং অন্যূন ৭ বছর কারাদণ্ড এবং অনধিক ১ কোটি টাকার অর্থদণ্ড
  • গ. যাবজ্জীবন কারাদণ্ড এবং অনধিক ৫০ লক্ষ টাকা অর্থদন্ড
  • ঘ. ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং অনধিক ৫০ লক্ষ টাকা অর্থদন্ড

12. ”অধরা কণা’র অস্তিত্ব আবিষ্কারের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত পদার্থবিজ্ঞানী-

  • ক. মাকসুদুল আলম
  • খ. এম জাহিদ হাসান
  • গ. দীপঙ্কর তালুকদার
  • ঘ. সেলিম শাহরিয়ার

15. x2+1=2x হলে x<

  • ক. 2
  • খ. 1
  • গ. ০
  • ঘ. কোনোটিই নয়

20. The Negotiation Instrument Act , 1881 এর Section 138(1) এর বিধান অনুসারে ব্যাংকের হিসাবে অপর্যাপ্ত অর্থ আছে জানা সত্ত্বেও চেক প্রদানের ফলে তা প্রত্যাখ্যাত হওয়ার মামলায় অভিযুক্ত ব্যক্তির অপরাধ প্রমাণিত হলে শাস্তি হিসাবে-

  • ক. তিনগুণ পর্যন্ত অর্থদন্ড প্রদান করা যায়
  • খ. এক বছর পর্যন্ত কারাদন্ড প্রদান করা যায়
  • গ. কারাদন্ডসহ তিনগুণ পর্যন্ত অর্থদন্ড প্রদান করা যায়
  • ঘ. উপরে সবগুলো সঠিক

22. ”রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা”- এখানে “রাশি রাশি”-

  • ক. সাপেক্ষে সর্বনাম
  • খ. নির্ধারক বিশেষণ
  • গ. অনুকার অব্যয়
  • ঘ. সমষ্টিবাচক বিশেষ্য

23. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?

  • ক. কাঁদো নদী কাঁদো
  • খ. দুই সৈনিক
  • গ. রাইফেল রোটি আওরাত
  • ঘ. নেকড়ে অরণ্য

24. ”মোদের গরব মোদের আশা/আ-মরি বাংলা ভাষা” চরণ দুটির রচয়িতা কে?

  • ক. আবদুল গাফ্‌ফার চৌধুরী
  • খ. অতুলপ্রসাদ
  • গ. প্রতুল মুখোপাধ্যায়
  • ঘ. আব্দুল লতিফ

25. বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” প্রথম প্রকাশিত হয়-

  • ক. ২০১০ সালে
  • খ. ২০১১ সালে
  • গ. ২০১২ সালে
  • ঘ. ২০১৩ সালে


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics