১১ তম বিজেএস সহকারী জজ

52. The State Acquisition and Tenancy Act, 1950 ও The Non-Agricultural Tenancy Act, 1949 এর অধীন যথাক্রমে ৯৬ ধারা ও ২৪ ধারায় অগ্রক্রয়ের দাবীতে কোর্ট ফি পরিশোধ করতে হয়-

  • ক. নির্দিষ্ট ১০০/- টাকা
  • খ. নির্দিষ্ট ২০০/- টাকা
  • গ. জমির বাজার দর অনুপাতে advalorem
  • ঘ. বিক্রয় মূল্যের উপর advalorem

53. “ক” কে গুরুতর জখম করার অপরাধে “খ” এর সাজা হলো। এর কিছুদিন পর ভিকটিম “ক” মারা যায়। এ প্রসঙ্গে নিচের কোন উক্তিটি সঠিক?

  • ক. ”খ” এর পুনঃ বিচার করা যাবে না।
  • খ. ”ক” কে হত্যার জন্য “খ” এর পুনঃ বিচার হবে
  • গ. ”ক” কে হত্যার জন্য “খ” এর ফাঁসির আদেশ হবে।
  • ঘ. ”খ” এর যাবজ্জীবন সাজা হবে।

55. Ex post facto laws নিচের কোনটি সাথে সম্পর্কিত?

  • ক. দেওয়ানী আইন
  • খ. ফৌজদারী আইন
  • গ. দেওয়ানী আইন ও ফৌজদারী আইন
  • ঘ. সাংবিধানিক আইন

57. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ এর ৫৭ ধারা অনুযায়ী ইলেকট্রনিক ফরমে মিথ্যা, অশ্লীল অথবা মানহানিকর তথ্য প্রকাশ সংক্রান্ত অপরাধের সর্বোচ্চ দন্ড কত?

  • ক. অনধিক ১৪ বছরের এবং অন্যূন ৭ বছর কারাদন্ড এবং অনধিক ১ কোটি টাকার অর্থদন্ড
  • খ. মৃত্যুদন্ড
  • গ. যাবজ্জীবন কারাদন্ড এবং ২ কোটি টাকা অর্থদন্ড
  • ঘ. ২০ বছরের সশ্রম কারাদন্ড এবং অনধিক ৫০ লক্ষ টাকা অর্থদন্ড

59. অর্থঋণ আদালত আইন, ২০০৩ এর বিধান অনুসারে ডিক্রিকৃত অর্থ আদায়ের জন্য দায়িক কে দেওয়ানী কারাগারে আটক রাখতে পারবে-

  • ক. এক মাস পর্যন্ত
  • খ. তিন মাস পর্যন্ত
  • গ. ছয় মাস পর্যন্ত
  • ঘ. ডিক্রীকৃত অর্থ আদায় না হওয়া পর্যন্ত

60. The Code of Civil procedure, 1908 এর Section 2(8) এর বিধান অনুসারে Judge অর্থ

  • ক. Assistant Judge
  • খ. Joint District Judge
  • গ. District Judge
  • ঘ. Presiding Officer of a Civil Court

61. The Code of Civil Procedure, 1908 এর Order XXI rule 90 অনুযায়ী নিলাম রদের জন্য আবেদনকারীকে প্রমাণ করতে হয়-

  • ক. Dispossession by auction purchaser
  • খ. Bonafide claim of possession
  • গ. Saleable interest in the property sold
  • ঘ. Materiel irregularity or fraud in publishing or conducting auction

63. প্রধানমন্ত্রী কর্তৃক বা তাঁহার কর্তৃত্বে ---- নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে। শূন্যস্থানে কোন শব্দগুলো বসবে?

  • ক. এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের
  • খ. এই আইন অনুযায়ী প্রজাতন্ত্রের
  • গ. এই সংবিধান অনুযায়ী রাষ্ট্রের
  • ঘ. এই আইন অনুযায়ী রাষ্ট্রের

64. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ অনুসারে আসামীর নিকট হতে ২৫টি ক্যানাবিস গাছ উদ্ধার হলে শাস্তির বিধান --

  • ক. অন্যূন ৩ বছর এবং অনূর্ধ্ব ১৫ বছর
  • খ. অন্যূন ২ বছর এবং অনূর্ধ্ব ১০ বছর
  • গ. অন্যূন ৬ মাস এবং অনূর্ধ্ব ৩ বছর
  • ঘ. কোনোটিই সঠিক নয়

65. "A" contracts to pay "B" Tk 100,000/-, if B's house is burnt. এই ধরনের Contract কে বলা হয়-

  • ক. Void contract
  • খ. Voidable contract
  • গ. Contingent contract
  • ঘ. Contact in guarantee

66. The Special Powers Act, 1974 এর Section 25B (2) তে বর্ণিত অপরাধের সর্বনিম্ন শাস্তি-

  • ক. ১ বছর কারাদন্ড
  • খ. ১ বছর কারাদন্ড এবং অর্থদন্ড
  • গ. ২ বছর কারাদন্ড
  • ঘ. ২ বছর কারাদন্ড এবং অর্থদন্ড

68. "Imagination is more important than knowledge"-উক্তিটি কার?

  • ক. রুশো
  • খ. আইনস্টাইন
  • গ. মাক্স ওয়েবার
  • ঘ. জন অস্টিন

70. সংবিধান অনুযায়ী জেলা বিচারক বলতে -

  • ক. অতিরিক্ত দায়রা জজ অন্তর্ভুক্ত হবেন;
  • খ. অতিরিক্ত জেলা বিচারক অন্তর্ভুক্ত হবেন
  • গ. অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অন্তর্ভুক্ত হবেন
  • ঘ. চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অন্তর্ভুক্ত;

72. দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন কোন শাসক?

  • ক. আলাউদ্দিন খিলজি
  • খ. গিয়াসউদ্দিন তুঘলক
  • গ. মুহাম্মদ বিন তুঘলক
  • ঘ. কুতুবদ্দিন আইবেক

73. ভারত স্বাধীনতা আইন পাস হয় কবে?

  • ক. ১৮ জুলাই ১৯৪৭ সালে
  • খ. ১৪ আগস্ট ১৯৪৭ সালে
  • গ. ১৫ আগস্ট ১৯৪৭ সালে
  • ঘ. ২৩ মার্চ ১৯৪০

75. ”I have a dream" - উক্তিটি কার?

  • ক. আব্রাহাম লিঙ্কন
  • খ. মার্টিন লুথার কিং ‍জুনিয়র
  • গ. নেলসন ম্যান্ডেলা
  • ঘ. মাহাথির মোহাম্মদ


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics