২৭তম বিসিএস প্রিলি

1. কোনটি উপন্যাস?

  • ক. নতুন চাঁদ
  • খ. কন্যা কুমারী
  • গ. গড্ডলিকা
  • ঘ. নেমেসিস

2. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?

  • ক. আলাওল
  • খ. কোরেশী মাগন ঠাকুর
  • গ. দৌলত কাজী
  • ঘ. সৈয়দ সুলতান

3. সাপ্তাহিক ‘সুধাাকর’ -এর সম্পাদক কে?

  • ক. মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
  • খ. মুন্সি মোহাম্মদ মেহের উল্লাহ
  • গ. শেখ আব্দুর রহিম
  • ঘ. ইসমাইল হোসেন সিরাজী

5. কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?

  • ক. কালিকলম
  • খ. প্রগতি
  • গ. কল্লোল
  • ঘ. সবুজপত্র

8. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?

  • ক. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
  • খ. বঙ্গভাষা ও সাহিত্য
  • গ. বাংলা সাহিত্যের কথা
  • ঘ. বাংলা সাহিত্যের রূপরেখা

10. রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কী?

  • ক. মাগধীয় ব্যাকরণ
  • খ. গৌড়ীয় ব্যাকরণ
  • গ. মাতৃভাষা ব্যাকরণ
  • ঘ. ভাষা ও ব্যাকরণ

11. বাংলা মৌলিক নাটকের যাত্রাা হয় কোন নাট্যকারের হাতে?

  • ক. মধুসূদন দত্ত
  • খ. দীনবন্ধু
  • গ. জ্যেতিন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. রামনারায়ন তর্করত্ন

12. ‘পাখি সব করে রব রাতি পোহাইল’ পঙক্তির রচয়িতা-

  • ক. রামনারায়ন তর্করত্ন
  • খ. বিহারীলাল
  • গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
  • ঘ. মদনমোহন তর্কালংকার

13. ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ এর রচয়িতা কে?

  • ক. সিকানদার আবু জাফর
  • খ. আবু জাফর ওবায়দুল্লাহ
  • গ. ফররুখ আহমদ
  • ঘ. আহসান হাবীব

14. ‘জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে পারতেন না-

  • ক. বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায়
  • খ. সৈয়দ মুজতবা আলী
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. প্রমথনাথ বিশী

15. গ্রিক শ্বদ কোনটি?

  • ক. তুফান
  • খ. লুঙ্গি
  • গ. কুপন
  • ঘ. দাম

17. ‘মেছো’ শব্দের ‍প্রকৃৃতি প্রত্যয়য কী?

  • ক. মাছ + ও
  • খ. মেছ + ও
  • গ. মাছি + উয়া>ও
  • ঘ. মাছ + উয়া>ও

18. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?

  • ক. বাক + দান = বাগদান
  • খ. উৎ + ছেদ = উচ্ছেদ
  • গ. পর + পর = পরস্পর
  • ঘ. সম + সার = সংসার

21. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

  • ক. গ্লিসারিন
  • খ. ফিটকিরি
  • গ. সোডিয়াম ক্লোরাইড
  • ঘ. ক্যালসিয়াম কার্বনেট

22. Identify the imperative sentence.

  • ক. I shall go to college
  • খ. Matin is singing a song
  • গ. Stand up
  • ঘ. It has been raining since morning


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics