২৭তম বিসিএস প্রিলি
2. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
- ক. আলাওল
- খ. কোরেশী মাগন ঠাকুর
- গ. দৌলত কাজী
- ঘ. সৈয়দ সুলতান
3. সাপ্তাহিক ‘সুধাাকর’ -এর সম্পাদক কে?
- ক. মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
- খ. মুন্সি মোহাম্মদ মেহের উল্লাহ
- গ. শেখ আব্দুর রহিম
- ঘ. ইসমাইল হোসেন সিরাজী
5. কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
- ক. কালিকলম
- খ. প্রগতি
- গ. কল্লোল
- ঘ. সবুজপত্র
6. ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?
- ক. অরণি
- খ. পরিচয়
- গ. নবশক্তি
- ঘ. ক্রান্তি
7. ‘শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।’ - রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?
- ক. একরাত্রি
- খ. শুভা
- গ. সমাপ্তি
- ঘ. পোস্টমাস্টার
8. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
- ক. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
- খ. বঙ্গভাষা ও সাহিত্য
- গ. বাংলা সাহিত্যের কথা
- ঘ. বাংলা সাহিত্যের রূপরেখা
9. কত সালে শরৎচন্দ্র চট্রোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী’ পদক লাভ করেন?
- ক. ১৯১৬
- খ. ১৯২৩
- গ. ১৯৩৩
- ঘ. ১৯০৩
10. রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
- ক. মাগধীয় ব্যাকরণ
- খ. গৌড়ীয় ব্যাকরণ
- গ. মাতৃভাষা ব্যাকরণ
- ঘ. ভাষা ও ব্যাকরণ
11. বাংলা মৌলিক নাটকের যাত্রাা হয় কোন নাট্যকারের হাতে?
- ক. মধুসূদন দত্ত
- খ. দীনবন্ধু
- গ. জ্যেতিন্দ্রনাথ ঠাকুর
- ঘ. রামনারায়ন তর্করত্ন
12. ‘পাখি সব করে রব রাতি পোহাইল’ পঙক্তির রচয়িতা-
- ক. রামনারায়ন তর্করত্ন
- খ. বিহারীলাল
- গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
- ঘ. মদনমোহন তর্কালংকার
13. ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ এর রচয়িতা কে?
- ক. সিকানদার আবু জাফর
- খ. আবু জাফর ওবায়দুল্লাহ
- গ. ফররুখ আহমদ
- ঘ. আহসান হাবীব
14. ‘জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে পারতেন না-
- ক. বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায়
- খ. সৈয়দ মুজতবা আলী
- গ. প্রমথ চৌধুরী
- ঘ. প্রমথনাথ বিশী
17. ‘মেছো’ শব্দের প্রকৃৃতি প্রত্যয়য কী?
- ক. মাছ + ও
- খ. মেছ + ও
- গ. মাছি + উয়া>ও
- ঘ. মাছ + উয়া>ও
18. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
- ক. বাক + দান = বাগদান
- খ. উৎ + ছেদ = উচ্ছেদ
- গ. পর + পর = পরস্পর
- ঘ. সম + সার = সংসার
19. টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং- এর ছবি ব্যবহার করা হয়?
- ক. ১টি
- খ. ২টি
- গ. ৩টি
- ঘ. ৪টি
21. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
- ক. গ্লিসারিন
- খ. ফিটকিরি
- গ. সোডিয়াম ক্লোরাইড
- ঘ. ক্যালসিয়াম কার্বনেট
22. Identify the imperative sentence.
- ক. I shall go to college
- খ. Matin is singing a song
- গ. Stand up
- ঘ. It has been raining since morning
23. Fill in the gap with the suitable word : To stay healthy, we must plan to have a balanced-
- ক. diet
- খ. Food
- গ. drink
- ঘ. Environment
- ক. at
- খ. for
- গ. towards
- ঘ. upon
25. I took a map with me, as I didn't want to -- my way on the journey.
- ক. loose
- খ. lose
- গ. lost
- ঘ. loss