২৭তম বিসিএস প্রিলি
51. বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
- ক. রাজশাহী
- খ. ঢাকা
- গ. চট্রগ্রাম
- ঘ. খুলনা
52. প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি.মি.?
- ক. ৫.০৩
- খ. ৬.০৩
- গ. ৪.৮
- ঘ. ৬.৮
53. বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন?
- ক. পারভীন
- খ. ফিরোজা বেগম
- গ. রওশন জাহান
- ঘ. কানিজ ফাতেমা
54. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
- ক. ১৩৬ তম
- খ. ১৩৭ তম
- গ. ১৩৮ তম
- ঘ. ১৩৯ তম
55. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
- ক. তানভীর কবীর
- খ. হামিদুর রহমান
- গ. হামিদুজ্জামান
- ঘ. অস্কার বাদল
56. জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
- ক. বি. এ. সদ্দিকী
- খ. খাজা ওয়াসিউদ্দিন
- গ. হুমায়ন রশীদ চৌধুরী
- ঘ. শসসের মবিন চৌধুরী
57. কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে?
- ক. ১৯৯৫
- খ. ১৯৯৬
- গ. ১৯৯৮
- ঘ. ২০০১
58. লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে?
- ক. ৫তম
- খ. ৭তম
- গ. ৯তম
- ঘ. ১০তম
59. সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গকিলোমিটার?
- ক. ৮
- খ. ১০
- গ. ১২
- ঘ. ১৪
60. বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সালে?
- ক. ১৯৭২
- খ. ১৯৭৩
- গ. ১৯৭৫
- ঘ. ১৯৯৭
61. কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
- ক. পেট্রোল ইঞ্জিনে
- খ. ডিজেল ইঞ্জিনে
- গ. রকেট ইঞ্জিনে
- ঘ. বিমান ইঞ্জিনে
62. সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে-
- ক. আলফা রশ্মি
- খ. বিটা রশ্মি
- গ. গামা রশ্মি
- ঘ. রঞ্জন রশ্মি
63. মানুষের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
- ক. দুটি
- খ. চারটি
- গ. ছয়টি
- ঘ. আটটি
64. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ-
- ক. রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
- খ. বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
- গ. উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
- ঘ. সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
- ক. পিত্তথলিতে
- খ. কিডনিতে
- গ. প্লীহায়
- ঘ. যকৃতে
66. মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
- ক. মেলানিন
- খ. গায়ামিন
- গ. ক্যারোটিন
- ঘ. হিমোগ্লোবিন
67. বাদুড় অন্ধকারে চলাফেরা করে কীভাবে?
- ক. তীক্ষ্ম দৃষ্টিসম্পন্ন চোখের সাহায্যে
- খ. ক্রমাগত শব্দ উৎপন্নের মাধ্যমে অবস্থান নির্ণয়
- গ. সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
- ঘ. অলৌকিকভাবে
- ক. N.P.K.S ও Zn
- খ. Na.P.K.S ও Zn
- গ. N.B.K.S ও AI
- ঘ. N.P.K.S ও AI
69. নিচের কোনটি DNA-এর নাইট্রোজেন বেস?
- ক. ইউরাসিল
- খ. গোয়ানিন
- গ. পিরিডক্সিন
- ঘ. এ্যাসপারাজিন
70. নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে?
- ক. Meson
- খ. Neutron
- গ. Proton
- ঘ. Electron
71. ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে?
- ক. ভেনিস
- খ. ক্যাটরিনা
- গ. আইভান
- ঘ. রিটা
72. কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়?
- ক. ডেনমার্ক
- খ. ফিনল্যান্ড
- গ. নেদারল্যান্ডস
- ঘ. যুক্তরাষ্ট্র
73. মুসলমান প্রধান না হলেও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?
- ক. নাইজেরিয়া
- খ. লেবানন
- গ. নাইজার
- ঘ. উগান্ডা
74. কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় প্রেসিডেন্ট কে ছিলেন?
- ক. রিচাডৃড এম. নিক্সন
- খ. জন এফ. কেনেডি
- গ. লিন্ডন বেইনস জনসন
- ঘ. হ্যারি এস. ট্রম্যান
75. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
- ক. হ্যারি এস. ট্রম্যান
- খ. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
- গ. জেমস মানরো
- ঘ. তথ্যটি সঠিক নয়