২৭তম বিসিএস প্রিলি
76. ভারতীয় লোকসভার নির্বাচিত কত?
- ক. ৫৪৩
- খ. ৫৪৫
- গ. ৪১৫
- ঘ. ৫৪০
77. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন?
- ক. মার্কিন যুক্তরাষ্ট্র
- খ. নিউজিল্যান্ড
- গ. বাহামা
- ঘ. সুইজারল্যান্ড
78. Chemiacl Weapons Convention কোন সালে স্বাক্ষরিত হয়?
- ক. ১৯৯০
- খ. ১৯৯৩
- গ. ১৯৯৬
- ঘ. ১৯৯৯
79. কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়?
- ক. অছি পরিষদ
- খ. সাধারন পরিষদ
- গ. নিরাপত্তা পরিষদ
- ঘ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
80. কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
- ক. ইয়াসির আরাফাত
- খ. নাগীব মাহফুজ
- গ. আনোয়ার সাদাত
- ঘ. প্রফেসর আব্দুস সালাম
81. বাদশা ফাহাদের পর সৌদি বাদশা কে হন?
- ক. খালেদ
- খ. ফয়সাল
- গ. আব্দুল আজিজ
- ঘ. আবদুল্লাহ
82. অক্সফাম (Oxfam) এর সদর দপ্তর কোথায়?
- ক. নিউইয়র্ক
- খ. ক্যামেনিক্স
- গ. লন্ডন
- ঘ. কেনিয়া
83. কোনটি বিংশ শতব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিকট থেকে মুক্ত হয়?
- ক. হংকং
- খ. শ্রীলংকা
- গ. ম্যাকাউ
- ঘ. বাংলাদেশ
84. নিচের কোন চুাক্তটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?
- ক. এবিএম চুক্তি (ABN)
- খ. সল্ট-১ চুক্তি (SALT-1)
- গ. সল্ট-২ চুক্তি (SALT-২)
- ঘ. স্টার্ট-১ চুক্তি (SALT-1
85. Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?
- ক. ১৯৭৭
- খ. ১৯৭৮
- গ. ১৯৭৯
- ঘ. ১৯৮১
86. START -2 কী?
- ক. টিভিতে সম্প্রচারিত একটি সিরিয়াল
- খ. বাণিজ্যসংক্রান্ত একটি চুক্তি
- গ. কৌশলগত অস্ত্র হ্রাসসংক্রান্ত চুক্তি
- ঘ. এর কোনটিই নয়
87. আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF) এর সদস্যসংখ্যা কত?
- ক. ২১
- খ. ২২
- গ. ২৩
- ঘ. ২৬
88. মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন?
- ক. ২১ বছর
- খ. ২২ বছর
- গ. ২৪ বছর
- ঘ. ২৫ বছর
89. বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
- ক. ১৯৭২ সালে
- খ. ১৯৭৩ সালে
- গ. ১৯৭৪ সালে
- ঘ. ১৯৭৫ সালে
90. ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের?
- ক. সুন্নি
- খ. শিয়া
- গ. কুর্দি
- ঘ. খ্রিস্টান