ধাতু

1. কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয়?

  • ক. চাকচিক্য (উজ্জ্বলতা) বেশি
  • খ. তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা বেশি
  • গ. নমনীয়তা বেশি
  • ঘ. ঘনত্ব কম

উত্তরঃ ঘনত্ব কম

বিস্তারিত

2. কোন ধাতু দিয়ে তার বানানো সহজতর?

  • ক. টিন
  • খ. সিসা
  • গ. তামা
  • ঘ. দস্তা

উত্তরঃ তামা

বিস্তারিত

3. সবচেয়ে হালকা ধাতু---

  • ক. হাইড্রোজেন
  • খ. লিথিয়াম
  • গ. রেডিয়াম
  • ঘ. ব্রোমিন

উত্তরঃ লিথিয়াম

বিস্তারিত

4. কোনটি সবচেয়ে ভারী ধাতু?

  • ক. লোহা
  • খ. পারদ
  • গ. প্লাটিনাম
  • ঘ. নিকেল

উত্তরঃ পারদ

বিস্তারিত

5. সবচেয়ে মূল্যবান ধাতু

  • ক. স্বর্ণ
  • খ. রৌপ্য
  • গ. হীরক
  • ঘ. প্লাটিনাম

উত্তরঃ প্লাটিনাম

বিস্তারিত

6. সবচেয়ে বেশি শক্ত ধাতু হলো

  • ক. ইস্পাত
  • খ. গ্রানাইট পাথর
  • গ. হীরা
  • ঘ. পিতল

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

7. কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয়না

  • ক. পিতল
  • খ. লোহা
  • গ. অ্যান্টিমনি
  • ঘ. তামা

উত্তরঃ অ্যান্টিমনি

বিস্তারিত

8. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?

  • ক. লিথিয়াম
  • খ. ইউরেনিয়াম
  • গ. জার্মেনিয়াম
  • ঘ. পারদ

উত্তরঃ পারদ

বিস্তারিত

9. সর্বাপেক্ষা ভারী তরল কোনটি?

  • ক. সরিষার তেল
  • খ. পারদ
  • গ. নারিকেল তেল
  • ঘ. পানি

উত্তরঃ পারদ

বিস্তারিত

10. থার্মোমিটার পারদ ব্যবহার করা হয় কারণ-

  • ক. গলনাঙ্ক কম
  • খ. স্ফুটনাংক বেশি
  • গ. একমাত্র তরল ধাতু
  • ঘ. অল্প তাপে আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়

উত্তরঃ অল্প তাপে আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়

বিস্তারিত

12. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি?

  • ক. সংকর ধাতু দিয়ে
  • খ. সীসা দিয়ে
  • গ. টাংস্টেন ধাতু দিয়ে
  • ঘ. তামা দিয়ে

উত্তরঃ টাংস্টেন ধাতু দিয়ে

বিস্তারিত

13. গ্যালভানাইজিং হলো লোহার উপর-/Galvanizing-এ কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?

  • ক. তামার প্রলেপ
  • খ. গ্রীজের প্রলেপ
  • গ. দস্তার প্রলেপ
  • ঘ. রং-এর প্রলেপ

উত্তরঃ দস্তার প্রলেপ

বিস্তারিত

14. লোহার গ্যালভানাইজিং বলতে বুঝায়-

  • ক. লোহার উপর লেডের প্রলেপ দেয়া
  • খ. লোহাকে ইস্পাতে পরিণত করে তার উপর কালো রং এর প্রলেপ দেয়া
  • গ. লোহার উপর কপারের প্রলেপ দেয়া
  • ঘ. লোহাকে বিগলিত জিংকের মধ্যে ডুবিয়ে তার উপর জিংকের প্রলেপ দেয়া

উত্তরঃ লোহাকে বিগলিত জিংকের মধ্যে ডুবিয়ে তার উপর জিংকের প্রলেপ দেয়া

বিস্তারিত

15. গ্যালভানাইজিং এর কাজে ব্যবহৃত হয় কোন ধাতু?

  • ক. কপার
  • খ. সিলভার
  • গ. অ্যালুমিনিয়াম
  • ঘ. জিংক

উত্তরঃ জিংক

বিস্তারিত

16. ইলেকট্রোপ্লেটিং কাকে বলে?

  • ক. ধাতুর ঔজ্জ্বল্য বৃদ্ধির জন্য তাকে বার্ণিশ দিয়ে আবৃত করা হয়
  • খ. যে কোন ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ
  • গ. এক ধরনের রং যার ব্যবহারে মরিচা পড়া বন্ধ হয়
  • ঘ. তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটি ধাতুর উপর অন্য ধাতুর পাতলা প্রলেপ দেয়া

উত্তরঃ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটি ধাতুর উপর অন্য ধাতুর পাতলা প্রলেপ দেয়া

বিস্তারিত

17. কোন ধাতুকে পোড়ালে উজ্জ্বল হলুদ বর্ণের শিখা উৎপন্ন করে?

  • ক. পটাশিয়াম
  • খ. ক্যালসিয়াম
  • গ. সোডিয়াম
  • ঘ. ম্যাগনেসিয়াম

উত্তরঃ সোডিয়াম

বিস্তারিত

19. ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কি?

  • ক. সোডিয়াম
  • খ. সেলিনিয়াম
  • গ. মলিবডেনাম
  • ঘ. রুবিয়াম

উত্তরঃ সেলিনিয়াম

বিস্তারিত

20. কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম?

  • ক. দস্তা
  • খ. সীসা
  • গ. লোহা
  • ঘ. পারদ

উত্তরঃ পারদ

বিস্তারিত

21. কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?

  • ক. দস্তা
  • খ. অ্যালুমিনিয়াম
  • গ. তামা
  • ঘ. পরস্পরের সংস্পর্শে থাকা তামা ও অ্যালুমিনিয়াম

উত্তরঃ দস্তা

বিস্তারিত

22. ‘এপসম’ লবণের রাসায়নিক নাম-

  • ক. ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
  • খ. সিলভার ক্লোরাইড
  • গ. ম্যাগনেসিয়াম সালফেট
  • ঘ. জিঙ্ক নাইট্রেট

উত্তরঃ ম্যাগনেসিয়াম সালফেট

বিস্তারিত

23. এসবেসটস কি?

  • ক. অগ্নিনিরোধক খনিজ পদার্থ
  • খ. কম ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
  • গ. বেশি ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
  • ঘ. এক ধরণের রাসায়নিক পদার্থ

উত্তরঃ অগ্নিনিরোধক খনিজ পদার্থ

বিস্তারিত

24. Name of the Cu-ore is

  • ক. Pyrite
  • খ. Cassitreite
  • গ. Chalcopyrite
  • ঘ. Lazurite

উত্তরঃ Pyrite

বিস্তারিত

25. Bauxite is-

  • ক. Irone ore
  • খ. Antimony ore
  • গ. Aluminium ore
  • ঘ. Lead ore

উত্তরঃ Aluminium ore

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects