তড়িৎ কোষ

1. সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসাবে থাকে-

  • ক. তামার দণ্ড ও দস্তার দণ্ড
  • খ. তামার পাত ও দস্তার পাত
  • গ. কার্বন দণ্ড ও দস্তার কৌটা
  • ঘ. তামার দণ্ড ও দস্তার কৌটা

উত্তরঃ কার্বন দণ্ড ও দস্তার কৌটা

বিস্তারিত

2. শুষ্ক কোষে কে ইলেকট্রন দান করে?

  • ক. দস্তার খোল
  • খ. কার্বন দণ্ড
  • গ. ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড
  • ঘ. কয়লার গুঁড়া

উত্তরঃ কার্বন দণ্ড

বিস্তারিত

3. শুষ্ক কোষে কার্বন দণ্ডের চারপাশে থাকে-

  • ক. জিংক ক্লোরাইড ও কার্বন পাউডার
  • খ. অ্যামোনিয়াম ক্লোরাইড ও কার্বন পাউডার
  • গ. দস্তা চূর্ণ ও কার্বন পাউডার
  • ঘ. ম্যাঙ্গানিজ অক্সাইড ও কার্বন পাউডার

উত্তরঃ ম্যাঙ্গানিজ অক্সাইড ও কার্বন পাউডার

বিস্তারিত

4. ড্রাইসেল ব্যাটারীর তড়িৎচ্চালক বল কত?

  • ক. ১.৫ ভোল্ট
  • খ. ১.১ ভোল্ট
  • গ. ২ ভোল্ট
  • ঘ. ৫ ভোল্ট

উত্তরঃ ১.৫ ভোল্ট

বিস্তারিত

6. সাধারণ স্টোরেজ ব্যটারীতে সীসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো-

  • ক. নাইট্রিক এসিড
  • খ. সালফিউরিক এসিড
  • গ. এমোনিয়াম ক্লোরাইড
  • ঘ. হাইড্রোক্লোরিক এসিড

উত্তরঃ সালফিউরিক এসিড

বিস্তারিত

8. তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন

  • ক. মেন্ডেলিফ
  • খ. নিউটন
  • গ. অ্যাভোগ্যাড্রো
  • ঘ. ফ্যারাডে

উত্তরঃ ফ্যারাডে

বিস্তারিত

9. ক্যাথোডকে কি বলে?

  • ক. ধনাত্মক তড়িৎদ্বার
  • খ. ঋণাত্মক তড়িৎদ্বার
  • গ. অ্যামেটার
  • ঘ. নিরপেক্ষ তড়িৎদ্বার

উত্তরঃ ঋণাত্মক তড়িৎদ্বার

বিস্তারিত

10. বিদ্যুৎ পরিবাহকের রোধের একক

  • ক. ওয়াট
  • খ. কুলম্ব
  • গ. অ্যাম্পিয়ার
  • ঘ. ওহম

উত্তরঃ ওহম

বিস্তারিত

11. আলোর বর্ণ নির্ধারন করে তার ---

  • ক. গতিবেগ
  • খ. বিস্তার
  • গ. তরঙ্গদৈর্ঘ্য
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ তরঙ্গদৈর্ঘ্য

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects