খেলাধুলাপুরস্কার ও সম্মাননা
1. নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন-
- ক. তেলের খনির মালিক হিসেবে
- খ. উন্নত ধরনের বিস্ফোরক আবিস্কার করে
- গ. জাহাজের ব্যবসা করে
- ঘ. ইস্পাত কারখানার মালিক হিসেবে
উত্তরঃ উন্নত ধরনের বিস্ফোরক আবিস্কার করে
2. আলফ্রেড নোবেল কি আবিস্কার করেছিলেন?
- ক. বিদ্যুৎ
- খ. কম্পিউটার
- গ. ডিনামাইট
- ঘ. পোলিও টিকা
উত্তরঃ ডিনামাইট
3. নোবেল পুরস্কার প্রবর্তকের মূল আবিস্কার মুখ্যত কি উদ্দেশ্য ব্যবহৃত হয়?
- ক. চিকিৎসার জন্য
- খ. কৃষির উন্নতি সাধনে
- গ. ধ্বংসাত্মক কাজে
- ঘ. যুদ্ধাস্ত্র হিসেবে
উত্তরঃ ধ্বংসাত্মক কাজে
4. নোবেল পুরস্কারের প্রতিষ্ঠিাতা আলফ্রেড নোবেলের আবিস্কার প্রধানত কি কাজে ব্যবহৃত হয়?
- ক. সৃষ্টির কাজে
- খ. ধ্বংসের জন্য
- গ. শিল্প উন্নয়নের জন্য
- ঘ. যোগাযোগের জন্য
উত্তরঃ ধ্বংসের জন্য
5. নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয়? অথবা, নোবেল পুরস্কারের প্রবর্তকের দেশ কোনটি?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. যুক্তরাজ্য
- গ. সুইডেন
- ঘ. বেলজিয়াম
উত্তরঃ সুইডেন
6. Home country of Alfred Nobel Is:/ আলফ্রেড নোবেলের জন্মভূমি-
- ক. USA
- খ. Uk
- গ. Sweden
- ঘ. France
উত্তরঃ Sweden
8. নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়েছে?
- ক. ১৯০০ সাল
- খ. ১৯০১ সাল
- গ. ১৯০২ সাল
- ঘ. ১৯০৩ সাল
উত্তরঃ ১৯০১ সাল
- ক. ১৯০১
- খ. ১৯১১
- গ. ১৯১৩
- ঘ. ১৯১৭
উত্তরঃ ১৯০১
10. সুইডিস বিজ্ঞানী আলফ্রেড নোবেল যে বিষয়ে পুরস্কার দিয়ে যাননি-
- ক. শান্তি
- খ. চিকিৎসা
- গ. পদার্থবিদ্যা
- ঘ. অর্থনীতি
উত্তরঃ অর্থনীতি
11. The Nobel Prize for Economics was introduced in:/ অথবা, অর্থনীতিতে যে সালে নোবেল পুরস্কার চালু হয়-
- ক. ১৯৬৯
- খ. ১৯৬৮
- গ. ১৯৭০
- ঘ. ১৯৭২
উত্তরঃ ১৯৬৯
12. নিচের কোন সংস্থাটি শান্তি বিষয়ে নোবেল পুরস্কার ঘোষণা করে?
- ক. সুইডিশ একাডেমি
- খ. নোবেল কমিটি অব দ্য নরওয়েজিয়ান পার্লামেন্ট
- গ. রয়েল সুইডিশ একাডেমিক অব সায়েন্স
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ নোবেল কমিটি অব দ্য নরওয়েজিয়ান পার্লামেন্ট
13. এ উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন?
- ক. চারজন
- খ. পাঁচজন
- গ. ছয়জন
- ঘ. আটজন
উত্তরঃ আটজন
14. আমাদের উপমহাদেশের কোন বিজ্ঞানী বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন?
- ক. এইচ.জি.খোরানা
- খ. আব্দুস সালাম
- গ. সিভি রমন
- ঘ. চন্দ্র শেখর
উত্তরঃ সিভি রমন
15. পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী আব্দুস সালাম ছিলেন কোন দেশের বিজ্ঞানী
- ক. বাংলাদেশ
- খ. ভারত
- গ. পাকিস্তান
- ঘ. মিশর
উত্তরঃ পাকিস্তান
16. মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পান কোন সনে?
- ক. ১৯৭৮ সনে
- খ. ১৯৭৯ সনে
- গ. ১৯৮০ সনে
- ঘ. ২০০০ সনে
উত্তরঃ ১৯৭৯ সনে
18. সর্বশেষ বাঙালি নোবেল বিজয়ী হলেন-
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. অমর্ত্য সেন
- গ. ফজলে হাসান আবেদ
- ঘ. ড. মোহাম্মদ ইউনূস
উত্তরঃ ড. মোহাম্মদ ইউনূস
19. শান্তিতে নোবেল বিজয়ী প্রথম এশীয় কে?
- ক. ইসাকো সাতো
- খ. মাদার তেরেসা
- গ. দালাইলামা
- ঘ. ইয়াসির আরাফাত
উত্তরঃ ইসাকো সাতো
20. কোন মুসলিম মণীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
- ক. ইয়াসির আরাফাত
- খ. নাগিব মাহফুজ
- গ. আনোয়ার সাদাত
- ঘ. প্রফেসর আব্দুস সালাম
উত্তরঃ আনোয়ার সাদাত
- ক. তৌফিক আল হাকিম(Towfiq Al Hakim)
- খ. ইব্রাহীম আল মাজিনি(Ibrahim Al Mazini)
- গ. নাগিব মাহফুজ(Naguib Mahfouz)
- ঘ. মোহাম্মেদ হোসাইন হেকেল(Mohamed Hussain Haikel)
উত্তরঃ নাগিব মাহফুজ(Naguib Mahfouz)
24. সাহিত্যে নোবেল বিজয়ী ওরহান পামুক কোন দেশের নাগরিক?
- ক. ইরান
- খ. গ্রিস
- গ. রাশিয়া
- ঘ. তুরস্ক
উত্তরঃ তুরস্ক
25. হোয়াইট ক্যাসেল উপন্যাসের রচয়িতা কে?
- ক. ইমরে কারতেজ
- খ. ওরহান পামুক
- গ. হুয়ান রুলফো
- ঘ. জে এম কোয়েটজি
উত্তরঃ ওরহান পামুক