চৌম্বকবিদ্যা
2. ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?
- ক. বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
 - খ. মেমোরী চিপ হিসেবে
 - গ. চৌম্বক ক্ষেত্র হিসেবে
 - ঘ. কার্বন ক্ষেত্র হিসেবে
 
উত্তরঃ চৌম্বক ক্ষেত্র হিসেবে
3. টেপ রেকর্ডার এবং কম্পিউটারে স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
- ক. স্থায়ী চুম্বক
 - খ. অস্থায়ী চুম্বক
 - গ. সংকর চুম্বক
 - ঘ. এলনিকো
 
উত্তরঃ স্থায়ী চুম্বক
4. টেপ রেকর্ডার এবং কম্পিউটারে স্মৃতির ফিতায় কোন চুম্বক বহুল ব্যবহৃত হয়?
- ক. সিরামিক চুম্বক
 - খ. অস্থায়ী চুম্বক
 - গ. সংকর চুম্বক
 - ঘ. এলনিকো
 
উত্তরঃ সিরামিক চুম্বক
6. কলিং বেলে বিদ্যুৎ চুম্বকের জন্য নরম লোহা ব্যবহার করা হয়, কারণ
- ক. বিদ্যুৎ প্রবাহে নরম লোহা দ্রুত চুম্বকে পরিণত হয়
 - খ. বিদ্যুৎ প্রবাহে নরম লোহা ধীরে চুম্বকে পরিণত হয়
 - গ. বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে নরম লোহার চুম্বকত্ব ধীরে ধীরে লোপ পায়
 - ঘ. উপরের সবগুলোই সত্য
 
উত্তরঃ বিদ্যুৎ প্রবাহে নরম লোহা দ্রুত চুম্বকে পরিণত হয়
7. পৃথিবী একটি বিরাট চুম্বক। এ ভূ-চুম্বকের উত্তর মেরু থাকে-
- ক. উত্তর দিকে
 - খ. উত্তর দিক্ষণ মেরু বরাবর
 - গ. কেন্দ্রস্থলে
 - ঘ. দক্ষিণ দিকে
 
উত্তরঃ দক্ষিণ দিকে
9. সাধারণত কাঁচা লোহা, নিকেল ও লোহার সংকর ধাতু ব্যবহৃত হয়--
- ক. বিদ্যুৎ উৎপাদনে
 - খ. অস্থায়ী চুম্বক উৎপাদনে
 - গ. স্থায়ী চুম্বক উৎপাদনে
 - ঘ. রং এর প্রলেপ দিতে
 
উত্তরঃ অস্থায়ী চুম্বক উৎপাদনে
10. 'পৃথিবী একটি বিরাট চুম্বক' এটি সর্বপ্রথম ১৬০০ খ্রিস্টাব্দে কে প্রমান করেন?
- ক. Robert Norman
 - খ. Sir Thomas Browne
 - গ. William Gilbert
 - ঘ. James Clerk Maxwell
 
উত্তরঃ William Gilbert
There are no comments yet.