তরল ও বায়বীয় পদার্থ
2. অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন কি ঘটবে?
- ক. বস্তু ভাসবে
- খ. নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে
- গ. বস্তু ডুবে যাবে
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ বস্তু ডুবে যাবে
3. জাহাজ পানিতে ভাসিবার কারন যে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা হয়ে থাকে তা হলো
- ক. গ্যালিরওর সূত্র
- খ. নিউটনের সূত্র
- গ. আর্কিমিডিসের সূত্র
- ঘ. মার্কিনির সূত্র
উত্তরঃ আর্কিমিডিসের সূত্র
4. একটি সুই পানিতে ডুবে যায় কিন্তু একটি জাহাজ পানিতে ভেসে থাকে কেন?
- ক. Needle cap pierce through the surface of water
- খ. Needle passes through the space among the molecules of water
- গ. Ship displace water which weights more than its own weight
- ঘ. Needle has less volume than ship
উত্তরঃ Ship displace water which weights more than its own weight
5. অতিরিক্ত মাল বোঝাই এড়ানোর জন্য জাহাজের গায়ে চিহ্নিত রেখাকে বলে-
- ক. প্লিমসল লাইন
- খ. রেড লাইন
- গ. এলওসি
- ঘ. হট লাইন
উত্তরঃ প্লিমসল লাইন
7. কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটি রাখা যায় সেখানেই এটি থাকে কারণ-
- ক. বস্তুর ঘনত্ব পানির চেয়ে বেশি
- খ. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
- গ. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
- ঘ. বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান
উত্তরঃ বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
8. নদীর পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন?
- ক. সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা বেশি
- খ. সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা কম
- গ. সমুদ্রের পানির ঘনত্ব এবং নদীর পানির ঘনত্ব সমান
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা বেশি
9. সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয় কারণ-
- ক. পানির ঘনত্ব কম বলে উর্ধ্বমুখী চাপ বেশি হয়
- খ. পানির ঘনত্ব বেশি বলে উর্ধ্বমুখী চাপ ও বেশি হয়
- গ. পানির ঘনত্ব বেশি বলে নিম্নমুখী চাপ বেশি হয়
- ঘ. পানির ঘনত্ব কম বলে নিম্নমুখী চাপ বেশি হয়
উত্তরঃ পানির ঘনত্ব বেশি বলে উর্ধ্বমুখী চাপ ও বেশি হয়
10. পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয়-
- ক. সান্দ্রতা
- খ. স্থিতিস্থাপকতা
- গ. প্লবতা
- ঘ. পৃষ্ঠটান
উত্তরঃ পৃষ্ঠটান
11. বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ-
- ক. ফোঁটার কৈশিক টান
- খ. ফোঁটার তলীয় টান
- গ. বৃষ্টির ফোঁটার গতিবেগ
- ঘ. ফোঁটার চতুর্দিকের বাতাসের চাপ
উত্তরঃ ফোঁটার তলীয় টান
12. তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্টটান
- ক. হ্রাস পায়
- খ. বৃদ্ধি পায়
- গ. অপরিবর্তিত থাকে
- ঘ. হ্রাস পায় আবার বৃদ্ধি পায়
উত্তরঃ হ্রাস পায়
13. নদীর তীরে ভিজা বালুর উপর দিয়ে হেটে যাবার সাথে সাথে পদচিহ্ন মুছে যায় কেন?
- ক. পায়ের চিহ্ন শক্তভাবে পড়ে না বলে
- খ. পাশের বালুকারাশি সাথে সাথে স্থান পূরণ করে
- গ. সারফেস টেনসনের দরুণ বালু নিজ স্থানে চলে আসে
- ঘ. পানিতে পদচিহ্ন স্থায়ী হয় না
উত্তরঃ সারফেস টেনসনের দরুণ বালু নিজ স্থানে চলে আসে
- ক. তলীয় টানের জন্য
- খ. বায়ু চাপের জন্য
- গ. কৈশিক চাপের জন্য
- ঘ. স্থিতিস্থাপকতার জন্য
উত্তরঃ কৈশিক চাপের জন্য
15. বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে---
- ক. উভয়টিই একসাথে পড়বে
- খ. লোহার বলটি আগে পড়বে
- গ. পালকটি আগে পড়বে
- ঘ. আদৌ পড়বে না
উত্তরঃ উভয়টিই একসাথে পড়বে