পদার্থের অবস্থা ও পরিবর্তন
2. কোনো কোনো কঠিন পদার্থ উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়। এ প্রক্রিয়াকে বলা হয়-
- ক. গলন
 - খ. উর্ধ্বপাতন
 - গ. বাষ্পীভবন
 - ঘ. রাসায়নিক পরিবর্তন
 
উত্তরঃ উর্ধ্বপাতন
4. কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরলও বায়বীয় এই তিন অবস্থাতেই পাওয়া যায়?
- ক. লবণ
 - খ. পারদ
 - গ. পানি
 - ঘ. কর্পূর
 
উত্তরঃ পানি
- ক. ডায়মন্ড
 - খ. সাদা ফসফরাস
 - গ. রম্বিক সালফার
 - ঘ. ফসফিন
 
উত্তরঃ ফসফিন
- ক. সোনা
 - খ. বালু ও চিনির মিশ্রণ
 - গ. পানি
 - ঘ. অক্সিজেন ও হিলিয়াম
 
উত্তরঃ পানি
12. পানি এ দুটোর সংমিশ্রণে একটি কম্পাউন্ড-
- ক. অক্সিজেন ও হাইড্রোজেন
 - খ. অক্সিজেন ও নাইট্রোজেন
 - গ. হাইড্রোজেন ও নাইট্রোজেন
 - ঘ. অক্সিজেন ও হিলিয়াম
 
উত্তরঃ অক্সিজেন ও হাইড্রোজেন
- ক. বায়ু একটি যৌগিক পদার্থ
 - খ. বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়
 - গ. বায়ু একটি মিশ্র পদার্থ
 - ঘ. বায়ু একটি মৌলিক পদার্থ
 
উত্তরঃ বায়ু একটি মিশ্র পদার্থ
17. নিচের কোনটি রাসায়নিক পবিরর্তন নহে?
- ক. দুধকে ছানায় পরিণত করা
 - খ. লোহাকে চুম্বকে পরিণত করা
 - গ. লোহায় মরিচা ধরা
 - ঘ. দিয়াশলাইয়ের কাঠি জ্বালানো
 
উত্তরঃ লোহাকে চুম্বকে পরিণত করা
18. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
- ক. বরফ গলে পানি হওয়া
 - খ. তাপ দিয়ে মোম গলানো
 - গ. লোহায় মরিচা ধরা
 - ঘ. চিনি পানিতে দ্রবীভূত হওয়া
 
উত্তরঃ লোহায় মরিচা ধরা
19. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
- ক. লোহা যখন ঘর্ষণের দ্বারা চুম্বকত্ব প্রাপ্ত হয়
 - খ. পানিকে তাপ দিলে যখন বাষ্পে পরিণত হয়
 - গ. চিনিকে যখন পানিতে দ্রবীভূত করা হয
 - ঘ. বহুদিন আর্দ্র বাতাসে এক টুকরা লোহাকে রেখে দিলে যখন মরিচা পড়ে
 
উত্তরঃ বহুদিন আর্দ্র বাতাসে এক টুকরা লোহাকে রেখে দিলে যখন মরিচা পড়ে
- ক. অক্সিজেন
 - খ. হাইড্রোজেন
 - গ. র্যাডন
 - ঘ. নাইট্রোজেন
 
উত্তরঃ হাইড্রোজেন
There are no comments yet.