বিশ্বের আলোচিত যুদ্ধ ও চুক্তিসমূহ
1. North American Free Trade Agreement কবে প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৯১ সালে
 - খ. ১৯৯২ সালে
 - গ. ১৯৯৩ সালে
 - ঘ. ১৯৯৪ সালে
 
উত্তরঃ ১৯৯৪ সালে
2. নাফটার (North American Free Trade Agreement) সদস্য নয়-
- ক. কানাডা
 - খ. মার্কিন যুক্তরাষ্ট্র
 - গ. মেক্সিকো
 - ঘ. ভেনিজুয়েলা
 
উত্তরঃ ভেনিজুয়েলা
3. NAFTA (North American Free Trade Agreement) ভূক্ত দেশ কয়টি কি কি এবং উদ্দেশ্য কি?
- ক. Mexico, Canada and USA : Trade without duty
 - খ. USA, UK, Germany : Agricultural Trade
 - গ. NATO countries : Free Trade
 - ঘ. North and South American countries : Free Trade
 
উত্তরঃ Mexico, Canada and USA : Trade without duty
- ক. একটি বাণিজ্যিক গোষ্ঠী
 - খ. পূর্ব আফ্রিকান কেটি সংবাদ সংস্থা
 - গ. একটি বিমান সংস্থা
 - ঘ. একটি সামরিক চুক্তি
 
উত্তরঃ একটি বাণিজ্যিক গোষ্ঠী
5. আফ্রিকাভিত্তিক হচ্ছে COMESA হচ্ছে একটি-
- ক. শান্তি ফোরাম
 - খ. সামরিক জোট
 - গ. বাণিজ্যিক ব্লক
 - ঘ. পরিবেশবাদী গ্রুপ
 
উত্তরঃ বাণিজ্যিক ব্লক
7. ক্রুসেডের আনুমানিক সময়কাল কত?
- ক. ৮২৬-১০২৬ খ্রিঃ
 - খ. ৮৯৬-১১২৬ খ্রিঃ
 - গ. ১০৯৬-১২৯২ খ্রিঃ
 - ঘ. ১২২৬-১৩২৬ খ্রিঃ
 
উত্তরঃ ১০৯৬-১২৯২ খ্রিঃ
9. বিখ্যাত যুদ্ধক্ষেত্র ‘ওয়াটার লু কোন দেশে অবস্থিত?
- ক. সুইডেন
 - খ. বেলজিয়াম
 - গ. ইংল্যান্ড
 - ঘ. ইটালি
 
উত্তরঃ বেলজিয়াম
10. ‘ওয়াটার লু’র যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম কি--
- ক. লর্ড নেলসন
 - খ. ডিউক অব ওয়েলিংটন
 - গ. নেপলিয়ান
 - ঘ. জেনারেল আইসেন হাওয়ার
 
উত্তরঃ ডিউক অব ওয়েলিংটন
11. ওয়াটার লুর যুদ্ধে কে পরাজিত হন?
- ক. রবার্ট ক্লাইভ
 - খ. ম্যাকআর্থার
 - গ. ক্লিনটন
 - ঘ. নেপোলিয়ন
 
উত্তরঃ নেপোলিয়ন
12. যে দুটো দেশের মধ্যে আফিম যুদ্ধ (Opium War) বাধে-
- ক. চীন ও যুক্তরাজ্য
 - খ. চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র
 - গ. চীন ও রাশিয়া
 - ঘ. চীন ও ফ্রান্স
 
উত্তরঃ চীন ও যুক্তরাজ্য
13. প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রিয়ার যুবরাজকে কোন শহরে হত্যা করা হয়েছিল?
- ক. গ্রাজ
 - খ. সারায়েভো
 - গ. জাগরেব
 - ঘ. সালজবুরগ
 
উত্তরঃ সারায়েভো
15. প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়-
- ক. ১৯১৪ সালের ১০ সেপ্টেম্বর
 - খ. ১৯১৭ সালের ১৪ আগস্ট
 - গ. ১৯১৮ সালের ১১ নভেম্বর
 - ঘ. ১৯২০ সালের ১৯ জুন
 
উত্তরঃ ১৯১৮ সালের ১১ নভেম্বর
16. প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তিকাল-
- ক. ১৮১৪-১৮১৮
 - খ. ১৮৩৯-১৮৪৫
 - গ. ১৯১৪-১৯১৮
 - ঘ. ১৯৩৯-১৯৪৫
 
উত্তরঃ ১৯১৪-১৯১৮
17. প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?
- ক. রুজভেল্ট
 - খ. লিংকন
 - গ. উড্রো উইলসন
 - ঘ. আইসেন হাওযার
 
উত্তরঃ উড্রো উইলসন
18. The hisstorical 'D-day' is related with-/ঐতিহাসিক 'D-day' কোন ঘটনার সাথে ঘটিত?
- ক. Gulf War
 - খ. First world war
 - গ. Second world war
 - ঘ. Iraq war
 
উত্তরঃ Second world war
- ক. ১ সেপ্টেম্বর, ১৯৩৯
 - খ. ১ নভেম্বর, ১৯৪০
 - গ. ১ ডিসেম্বর, ১৯৩৭
 - ঘ. ১ অক্টোবর, ১৯৩৫
 
উত্তরঃ ১ সেপ্টেম্বর, ১৯৩৯
20. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘জাপান-জার্মানি ইতলি’ এই তিন শক্তিকে একত্রে বলা হত-
- ক. মিত্র শক্তি
 - খ. অক্ষ শক্তি
 - গ. যুগ্ম শক্তি
 - ঘ. অশ্ব শক্তি
 
উত্তরঃ অক্ষ শক্তি
21. কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অক্ষশক্তি ছিল না?
- ক. জার্মান
 - খ. ফ্রান্স
 - গ. ইতালি
 - ঘ. জাপান
 
উত্তরঃ ফ্রান্স
22. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন-
- ক. আইসেন হাওয়ার
 - খ. জন এফ কেনেডি
 - গ. রুজভেল্ট
 - ঘ. ট্রুম্যান
 
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
23. দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ?
- ক. জার্মানি
 - খ. জাপান
 - গ. রাশিয়া
 - ঘ. ইতালি
 
উত্তরঃ জাপান
24. দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার অংশগ্রহণের প্রত্যক্ষ কারণ কি?
- ক. হিটলারের রাশিয়া আক্রমণ
 - খ. জার্মানি কর্তৃক ফ্রান্স অধিকার
 - গ. জার্মানির ইংল্যান্ড আক্রমণ
 - ঘ. পার্ল হারবারে বোমাবর্ষণ
 
উত্তরঃ পার্ল হারবারে বোমাবর্ষণ
25. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবার আক্রমণ করে-
- ক. ১৫ আগস্ট, ১৯৪৫
 - খ. ৭ ডিসেম্বর, ১৯৪১
 - গ. ৭ মে, ১৯৪৫
 - ঘ. ১৪ ফেব্র“য়ারি, ১৯৪১
 
উত্তরঃ ৭ ডিসেম্বর, ১৯৪১