বিশ্বের আলোচিত যুদ্ধ ও চুক্তিসমূহ

126. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কবে বিভক্ত হয়?

  • ক. ১৯৪৪ সালে
  • খ. ১৯৪৫ সালে
  • গ. ১৯৪৬ সালে
  • ঘ. ১৯৪৭ সালে

উত্তরঃ ১৯৪৫ সালে

বিস্তারিত

127. আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান 'স্টিলথ ড্রোন' টি কি?

  • ক. বোমারু বিমান চালিত
  • খ. মিগ চালিত
  • গ. হেলিকুপ্টার চলিত
  • ঘ. শক্তিশালী রকেট চালিত

উত্তরঃ বোমারু বিমান চালিত

বিস্তারিত

129. ইরাকে কখন মার্কিন-বৃটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়?

  • ক. ২০০৩ সালের ১৮ মার্চ
  • খ. ২০০৩ সালের ২০ মার্চ
  • গ. ২০০৩ সালের ২২ মার্চ
  • ঘ. ২০০৩ সালের ২৪ মার্চ

উত্তরঃ ২০০৩ সালের ২০ মার্চ

বিস্তারিত

130. 'ডেটন শান্তি চুক্তি' স্বাক্ষরিত হয়-

  • ক. ১৯৯০ সনে
  • খ. ১৯৯১ সনে
  • গ. ১৯৯২ সনে
  • ঘ. ১৯৯৩ সনে

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

132. শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিলো--

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. ফ্রান্স
  • গ. ইংল্যান্ড
  • ঘ. জার্মানি

উত্তরঃ ইংল্যান্ড

বিস্তারিত

133. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য ছিল ---

  • ক. জাতিপুঙ্গ সৃস্টি করা
  • খ. অটোমানদের জায়গা দখল করা
  • গ. ইহুদীদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন
  • ঘ. জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন

উত্তরঃ ইহুদীদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন

বিস্তারিত

134. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) নেতৃত্বে ছিলেন---

  • ক. ট্রুম্যান
  • খ. জন এফ কেনেডি
  • গ. যোসেফ স্ট্যালিন
  • ঘ. যোসেফ লিনেকার

উত্তরঃ যোসেফ স্ট্যালিন

বিস্তারিত

135. আমেরিকায় গৃহযুদ্ধ হয়েছিল কোন প্রেসিডেন্টের আমলে?

  • ক. রিচার্ড নিক্সন
  • খ. জর্জ বুশ
  • গ. আব্রাহাম লিংকন
  • ঘ. জন এফ কেনেডি

উত্তরঃ আব্রাহাম লিংকন

বিস্তারিত

136. স্যান্ডহার্স্ট হলো-

  • ক. নৌ একাডেমি
  • খ. সামরিক একাডেমি
  • গ. মেরিন একাডেমি
  • ঘ. বিমান একাডেমি

উত্তরঃ সামরিক একাডেমি

বিস্তারিত

137. ইন্টারপোল প্রতিষ্ঠিত হয়--

  • ক. ৭ মে ১৯২৫
  • খ. ৭ জুন ১৯২৩
  • গ. ৭ সেপ্টেম্বর ১৯২৩
  • ঘ. ৭ মে ১৯২৩

উত্তরঃ ৭ সেপ্টেম্বর ১৯২৩

বিস্তারিত

138. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া নিম্নের কোন দেশের অধীনে ছিল?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. জাপান
  • গ. চীন
  • ঘ. রাশিয়া

উত্তরঃ জাপান

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects